ব্র্যান্ডেড কোম্পানি হিসেবে অন্যতম সেরা কোম্পানি হল হুয়াওয়ে। তারা শুধু ব্র্যান্ড হিসেবেই নয়, কোয়ালিটিতেও সেরাটি দিয়ে কাস্টমারদের বিশ্বাস দখল করে নিয়েছে। আজ আমরা সাধ্যের মধ্যে হুয়াওয়ের সেরা স্মার্টফোন নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেখান থেকে আপনি সহজেই ধারণা পাবেন বর্তমান বাজারে হুয়াওয়ের সেরা ফোনগুলো সম্পর্কে।
চীনা জায়ান্ট মোবাইল নির্মাতা কোম্পানি হিসেবে হুয়াওয়ে সবার আগে রয়েছে। তারা মোবাইল তৈরি করেই থেমে থাকেনি, গুগলের সাথে চুক্তি বাতিল হওয়ার পর হুয়াওয়ে তৈরি করেছে নতুন অপারেটিং সিস্টেম, হারমোনিওএস।
বাংলাদেশের বাজারে অফিশিয়াল ফোন হিসেবে স্যামসাং এর পরেই রয়েছে হুয়াওয়ে। তবে, দাম ও কোয়ালিটির দিক থেকে হুয়াওয়ে স্যামসাংকেও পেছনে ফেলে দেয়। এই কারণে বাংলাদেশের বাজারে রয়েছে প্রচুর হুয়াওয়ে ফ্যান। আপনিও যদি তাদের মধ্যে একজন হন যারা হুয়াওয়ের স্মার্টফোনে আসক্ত, তাহলে বলতেই হবে এই আর্টিকেলটি আপনার জন্যেই।
এখন আমরা বাজেটের মধ্যে হুয়াওয়ের সেরা ফোনগুলো দেখবো। এই ফোনগুলোর মধ্য থেকে আপনি আপনার পছন্দ মত একটি মোবাইল বাছাই করে নিতে পারবেন।
হুয়াওয়ের সেরা স্মার্টফোন
১. HONOR PLAY 3E
অনর প্লে ৩ই এন্ট্রি লেভেল ইউজারদের জন্য একটি পারফেক্ট মোবাইল। অনর হল হুয়াওয়ের একটি সাব-ব্র্যান্ড। আপনি এই মোবাইলটি থেকে সব রকম এক্সপেরিয়েন্স ভাল মত পেয়ে যাবেন। যদিও তা অনেক বেশি কিছু না, তবে দাম হিসেব মানানসই।
এবার দেখে নেয়া যাক ফোনটিতে কি কি পাচ্ছেন আপনি-
ডিসপ্লে: ৫.৭১ ইঞ্চিস (720 x 1520 pixels)
প্রসেসর: মিডিয়াটেক হিলিও পি২২
র্যাম/রোম: ২জিবি/ ৩২জিবি, ৩জিবি/ ৬৪জিবি
ব্যাটারি: ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ১৩ MP
- ফ্রন্ট-ক্যামেরা: ৫ MP
এই টাইট বাজেট ফোনটির দাম ৮, ৫০০টাকা। একই ফিচার দিয়ে হুয়াওয়ে ওয়াই৫ ফোনটি আছে। কিন্তু ফোনটির দাম অনর থেকে ২০০০ টাকা বেশি। তাই, টাইট বাজেটে ২০০০টাকা বেশি দিয়ে হুয়াওয়ের ফোন কেনার কোন মানেই হয় না।
২. HONOR PLAY 3
অনর প্লে ৩ দাম অনুপাতে বর্তমান বাজারের ওয়ান অব দি বেস্ট বাজেট লাইনআপ ফোন। আপনি একটি কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন এই ফোনটি থেকে। এতে রয়েছে ভাল প্রসেসর, ভাল ক্যামেরা, ভাল ব্যাটারিসহ আরও অনেক কিছু। তবে এই ফোনে থাকছে না কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা আপনাকে কোনভাবেই হতাশ করবে না। বরং এর দামের কথা বিবেচনা করলে আপনি এটি কিনতে বাধ্য হবেন।
চলুন একনজরে দেখি অনর আমাদের কি কি অফার করছে এই ফোনটিতে-
ডিসপ্লে: ৬.৩৯ ইঞ্চিস (720 x 1560 pixels)
প্রসেসর: হাইসিলিকন কিরিন ৭১০এফ
র্যাম/রোম: ৪জিবি/ ৬৪জিবি, ৬জিবি/ ১২৮জিবি
ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ৪৮ MP (মেইন) + ৮ MP (আলট্রাওয়াইড) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ৮ MP
এই সুপার বাজেট ফ্রেন্ডলি ফোনটির দাম মাত্র ১২,৯৯০ টাকা। আমার মনে হয় না আপনি এই বাজেটে এর থেকে ভাল কোন মোবাইল পাবেন। একই বাজেটে রয়েছে হুয়াওয়ে ওয়াই৬ প্রো, যার ফিচার ও পারফমেন্স অনর প্লে ৩ থেকে অনেক কম। তাই, বাজেট অনুযায়ী এই ফোনটি আপনার জন্য হতে পারে বেস্ট চয়েজ। এটিকে আপনি হুয়াওয়ের সেরা স্মার্টফোন বলতেই পারেন।
৩. HUAWEI ENJOY 10
আপনি যদি অনর কিনতে না চান এবং আপনার টার্গেট যদি শুধু হুয়াওয়েই থাকে, তাহলে এনজয় ১০ আপনার জন্যই। হুয়াওয়ে এনজয় ১০ এ থাকছে অনর প্লে ৩ এর মত একই ফিচার। কিন্তু এর ক্যামেরাতে থাকছে পার্থক্য। এতে শুধু রয়েছে দুইটি ব্যাক ক্যামেরা, তাছাড়া বাকি সব একই।
হুয়াওয়ে এনজয় ১০ এর ফিচারগুলো দেখে নেয়া যাক-
ডিসপ্লে: ৬.৩৯ ইঞ্চিস (720 x 1560 pixels)
প্রসেসর: হাইসিলিকন কিরিন ৭১০এফ
র্যাম/রোম: ৪জিবি/ ৬৪জিবি, ৪জিবি/ ১২৮জিবি, ৬জিবি/ ১২৮জিবি
ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ৪৮ MP (মেইন) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ৮ MP
ফোনটির দাম রাখা হয়েছে ১৪,৫০০ টাকা। আপনার যদি অনর ফোনে কোন সমস্যা না থাকে, তাহলে এই মোবাইলটি কেনার কোন প্রয়োজনই নাই। কারণ একই ফিচারসহ একটি বেশি ক্যামেরা পাচ্ছেন অনর প্লে ৩ ফোনটিতে।
৪. HONOR 9X
একটি পূর্ণাঙ্গ ফোন বলতে যা বোঝায় তা হল অনর ৯এক্স। কি নেই ফোনটিতে! ফুল এইচডি প্লাস ডিসপ্লে, পপআপ ফ্রন্ট ক্যামেরা, বেটার প্রসেসর। অনর প্লে ৩ ফোনটিতে যে জিনিসটি মিসিং ছিল সেটি এই ফোনে পূরণ করে দেওয়া হয়েছে। তাহল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাই, আপনি একে একটি কমপ্লিট ফোন বলতেই পারেন।
ফোনটিতে আপনি কি কি ফিচার পাচ্ছেন একনজরে দেখে নিন-
ডিসপ্লে: ৬.৫৯ ইঞ্চিস (1080 x 2340 pixels)
প্রসেসর: হাইসিলিকন কিরিন ৮১০
র্যাম/রোম: ৪জিবি/ ৬৪জিবি, ৬জিবি/ ১২৮জিবি
ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ৪৮ MP (মেইন) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: পপআপ ১৬ MP
হুয়াওয়ের সেরা স্মার্টফোন হিসেবে এটির দাম ১৮,৫০০টাকা। তাই, আপনার কাছে যদি এই বাজেট থাকে, আর আপনার যদি হুয়াওয়ের মোবাইল পছন্দ হয়ে থাকে, তাহলে চোখ বন্ধ করে এই ফোনটি নিয়ে নিন। আশা করি, HONOR 9X ফোনটি আপনাকে হতাশ করবে না।
৫. HUAWEI ENJOY 10S
বিউটি কুইন ফোন হল হুয়াওয়ের এই এনজয় ১০এস ফোনটি। ফোনটি দেখলে আপনি প্রথমেই এর প্রেমে পড়ে যাবেন। তবে শুধু বিউটিই না, হার্ডওয়ারেও থাকছে ফোনটি অনেক স্ট্রং। ফোনটিতে আপনি পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে। যা আপনাকে অনবদ্য এক ভিউয়িং এক্সপেরিয়েন্স দিবে। সাথে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
চলুন দেখে নেয়া যাক যে আপনি কি কি ফিচার পাচ্ছেন এই HUAWEI ENJOY 10S মোবাইল থেকে-
ডিসপ্লে: ৬.৩ ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে (1080 x 2400 pixels)
প্রসেসর: হাইসিলিকন কিরিন ৭১০এফ
র্যাম/রোম: ৬জিবি/ ১২৮জিবি
ব্যাটারি: ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার
ক্যামেরা:
- ব্যাক-ক্যামেরা: ৪৮ MP (মেইন) + ৮ MP (আলট্রাওয়াইড) + ২ MP (ডেফথ সেন্সর)
- ফ্রন্ট-ক্যামেরা: ১৬ MP
এই বিউটি ফোনটির দাম ২০,০০০টাকা। তবে শুধু অ্যামোলেড ডিসপ্লের জন্য ১ হাজার টাকা বেশি দিয়ে এই ফোনটি কেনার কোন প্রয়োজন মনে হয় না আমার কাছে। ভাল ফিচার দিয়ে অনর ৯এক্স ফোনটি আপনি ১ হাজার টাকা কমে পেয়ে যাবেন। তাই, একান্তই যদি অ্যামোলেড ডিসপ্লের প্রতি ঝোঁক না থাকে, তাহলে ফোনটি এড়িয়ে যাওয়াটাই ভাল। আর যদি আপনি আর একটু বাজেট বাড়াতে পারেন, তাহলে হুয়াওয়ে ওয়াই৯এস নিতে পারেন।
আপনার যদি বাজেটের মধ্যে হুয়াওয়ের ফোনগুলো পছন্দ না হয়, তাহলে বাজেট ফেন্ডলি শাওমির সেরা ৫টি ফোন দেখতে পারেন। আশা করি, আপনি এই ফোনগুলোর মধ্যে আপনার মনের মত ফোনটি পেয়ে যাবেন।
এই ছিল সাধ্যের মধ্যে হুয়াওয়ের সেরা স্মার্টফোন রিভিউ। এখানে ২০ হাজার টাকার মধ্যে হুয়াওয়ের সেরা মোবাইলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনার বাজেট যদি আরো বেশি হয়, আর ক্যামেরা মন্সটার ফোন চান, তাহলে হুয়াওয়ে পি২০ প্রো দেখতে পারেন।
Leave a Reply