আপনি যদি কোন কোম্পানী পরিচালনা করেন যা অনলাইনের সঙ্গে সম্পৃক্ত, তবে আপনার কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস প্রয়োজন। যদি নিজের কোম্পানী না থাকে, শুধু অন্যের কোম্পানীর মার্কেটিংয়ের দায়িত্বে থাকেন কিংবা অন্য কারো জন্যে এসএমএম এর ফ্রিল্যান্সিং করে থাকেন, তবু আপনার জন্যে এই সব টুলস্ দরকার।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস কি?
এক কথায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে সহজ ও ইফেক্টিভ করার জন্যে যে সব টুল ব্যবহার করা হয়। এ ধরণের টুল দিয়ে একসঙ্গে অনেকগুলো প্লাটফর্মে কাজ করা যায় এবং একই টুল দিয়ে বিভিন্ন মিডিয়ায় পোস্ট করা যায়। অটো পোস্ট করার জন্যে শিডিউল তৈরি করে রাখা যায়। এছাড়া, আরো বহু ধরণের কাজ করা যায় এসএমএম টুল দিয়ে।
সেরা কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুল
ব্যবসায় সফল হতে হলে যেমন কিছু কার্যকরী সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান প্রয়োজন, তেমনই সেই প্ল্যানগুলোকে বাস্তবায়ন করার জন্যে প্রয়োজন কিছু দরকারি টুল। আসুন, টুলগুলো সম্পর্কে জানি আর প্রতিটি টুলের নিচে দেয়া নীল বাটনে ক্লিক করে সেটির অফিসিয়াল ওয়েবসাইটে যাই।
Facebook Page Performance Barometer
আপনার ফেসবুক পেজ আপনার একটি ইনভেস্টমেন্ট। কাজেই, ফেসবুক পেজ থেকে আপনাকে অবশ্যই প্রফিট বের করে নিয়ে আসতে হবে। যারফলে, আপনি হয়তো নিয়মিতই আপনার পণ্যের পোস্ট দিয়ে থাকেন। কিন্তু আপনাকে আপনার ইন্ড্রাস্ট্রি অ্যাভারেজ সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনাকে জানতে হবে আপনার কম্পিটিটরদের অবস্থান, মার্কেটিং প্ল্যান, সাকসেস রেট, ইত্যাদি।
Facebook Page Performance Barometer আপনার ফেসবুক পেজকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করার সুযোগ দেবে। অর্থাৎ, এটি আপনার ফেসবুক পেজের টোটাল পারফর্মেন্স শো করবে যা আপনার কম্পিটিটরদের টেক্কা দিতে আপনাকে সাহায্য করবে।
Hootsuite
আপনার পণ্য বা সেবা বিক্রির জন্যে যদি সোশ্যাল অডিয়েন্স গ্রো করতে চান এবং সবগুলো সোশ্যাল মিডিয়া এক জায়গা থেকেই ম্যানেজ করতে চান, তবে Hootsuite ব্যবহার করুন। এটি আপনাকে একই সঙ্গে অনেক নেটওয়ার্ক ম্যানেজ করার পাশাপাশি পোস্ট শিডিউল করা, কন্টেন্ট তৈরি এবং ইউজার অ্যানগেজমেন্টে সহযোগীতা করবে ।
Twitter Analytics Report Card
টুইটার মার্কেটিং আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন। আপনাকে খুব সতর্কতার সঙ্গে ১৪০ বর্ণের মধ্যে টুইট করতে হচ্ছে, হ্যাশট্যাগ ব্যবহারে কৌশলী হতে হচ্ছে। কিন্তু এ সবকিছু আপনাকে টুইটার মার্কেটিংয়ে কতটুকু সফলতা এনে দিচ্ছে?
এটা জানার জন্যে, অর্থাৎ কম্পিটিটরদের তুলনায় আপনার সফলতার হার জানতে Twitter Analytics Report Card ব্যবহার করতে পারেন। এই টুল ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধেই আপনি আপনার অডিয়েন্সের কোয়ালিটি, কোয়ান্টিটি, অ্যানগেজমেন্টসহ যাবতীয় সকল তথ্যই জানতে পারবেন।
Buffer
Buffer অনেকটা Hootsuite এর মতো যা আপনাকে একই প্লেস থেকে অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্ক ম্যানেজ করার সুযোগ দিচ্ছে। এই টুলটির একটি ক্রোম এক্সটেনশন রয়েছে যা আপনাকে ওয়েব ব্রাউজ করার সময়ই পোস্ট শিডিউল করার সুযোগ দেবে।
Later
নামেই বুঝতে পারছেন যে, এই টুলটি পরের কাজকে আগেই তৈরি করতে সাহায্য করে থাকে। অর্থাৎ, ফেসবুক, টুইটার, স্টাম্বল আপন, লিংকডইনসহ সকল সোশ্যাল নেটওয়ার্কেই ছবি, ভিডিও অন্যান্য পোস্ট শিডিউল করতে Later আপনাকে সহযোগীতা করে থাকে। তবে, এই টুলটি দিয়ে আপনি শুধু টেক্সট্ পোস্ট করার শিডিউল করতে পারবেন না। আর প্রতিদিন আপনি ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, পিন্টারেস্টসহ নানা নেটওয়ার্কে ৫০টি পোস্ট শিডিউল করতে পারবেন।
SocialOomph
মাল্টিপল সোশ্যাল প্লাটফর্ম ম্যানেজ করার জন্যে অনেকগুলো অসাধারণ ফিচার নিয়ে হাজির আছে SocialOomph টুল। পোস্ট শিডিউল, অ্যানালাইসিস, লাইক কাউন্টিং, মাল্টিপল ম্যাসেজ সেন্ডিং অপশনসহ আরো অনেক কিছুই রয়েছে এই টুলটিতে।
VSCO (Mobile App)
ফেসবুক বা টুইটারে পোস্ট করার জন্যে যদি এডিটিং প্রয়োজন হয় এবং সেটা আপনি আপনার মোবাইল থেকেই করতে চান, তবে VSCO টুলটি ব্যবহার করতে পারেন। মূলত, সোশ্যাল মিডিয়ার জন্যে ইফেক্টিভ ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরিতে সাহায্য করে এই টুল, বাকীটা ব্যবহার করেই দেখুন।
Friends+Me
আপনি যদি আপনার ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল পেজে থাকা ইউজারদের কাছ থেকে আপনার পণ্যের বা সেবার মান সম্পর্কে অটো রিভিউ নিতে চান, তবে Friends+Me ব্যবহার করুন।
এছাড়াও অনলাইন মার্কেটে আরো অনেক সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস রয়েছে যেগুলোর কিছু কিছু ফ্রি, আবার কিছু পেইড। আমাদের দেশের অনলাইন মার্কেট এখনো অতো বড় হয়নি যে, আমাদেরকে পেইড টুল ব্যবহার করতে হবে। তাই, ফ্রি টুল ব্যবহার করাই উত্তম। আর আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে থাকেন, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে কাজ করে থাকেন, তবে আপনাকে পেইড টুলও ব্যবহার করা লাগতে পারে।
Leave a Reply