আপনি যদি চিকেন ডিনার জেতার জন্যে প্রতারণার আশ্রয় নেন কিংবা থার্ড পার্টির কোনও অ্যাপ ব্যবহার করে পাবজি হ্যাক করার চেষ্টা করেন, তবে আপনার জন্যে দু:সংবাদ। কারণ, এ ধরণের প্রতারক কিংবা হ্যাকারদের জন্যে ১০ বছরের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে পাবজি কতৃপক্ষ।
অন্যান্য গেমের মতো পাবজিও ফেয়ার প্লে থিউরি অ্যাপ্লাই করেছে এবং এ জন্যে তাদের টেকনিক্যাল সাইড আরো শক্তিশালী করার পেছনে প্রচুর কাজ করছে। কাজেই, পাবজি টিমকে ফাঁকি দিয়ে প্রতারণা করবেন কিংবা হ্যাক করার চিন্তা করবেন, সেটা সহজ হবে না।
পাবজি মোবাইল কতৃপক্ষ বলছে, আমরা সব সময়ই এমন একটি গেমিং পরিবেশ তৈরি করতে চেয়েছি যেখানে সবাই ফেয়ার থাকবে, কেউ কোন রকম প্রতারণায় অংশ নেবে না। সুতরাং, যারা প্রতারণা করার চেষ্টা করছে বা ভবিষ্যতে করবে, তাদের জন্যেই এই শাস্তির ব্যবস্থা। কাজেই কেউ যদি আমাদের নিয়ম-কানুন লংঘন করে এবং সততার সাথে না খেলে, তবে তাকে ১০ বছরের জন্যে পাবজির ফিল্ডে নিষিদ্ধ করা হবে।
আর এই প্রক্রিয়ারই অংশ হিসেবে গত সেপ্টেম্বরে ৩৫০০ ও অক্টোবর মাসে ১০০০ অ্যাকাউন্ট ব্যানড্ করা হয়েছে।
পাবজি কতৃপক্ষ আরো বলেন, আমরা সত্যিকার অর্থেই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। কাজেই, পাবজি কমিউনিটিতে যেসব প্লেয়ার রয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, কোন রকম প্রতারণামূলক কোন গেম প্লেতে অংশ নেবেন না। আমরা আপনাদের সুষ্ঠু খেলার গুরুত্ব সম্পর্কে স্বরণ করিয়ে দিতে চাই।
Leave a Reply