সকল ইউজারদের জন্যেই ফেসবুকের ফ্রি সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে। এই কোর্সগুলো মূলত ফেসবুক মার্কেটিং এর উপর সাজানো হয়েছে যা ফেসবুক ব্লুপ্রিন্ট নামে পরিচিত। ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং জগতে যারা সফল হতে চান, তাদের জন্যেই ফেসবুকের এই ফ্রি ব্যবস্থা, যাতে আপনিও অংশ নিতে পারেন।
ফেসবুকের মাধ্যমে নিজেদের ব্যবসা প্রসারের সুবিধা করে দেয়ার জন্যে ফেসবুক ছোট-বড় সব ব্যবসায়ীদের জন্যে এই সব ই-লার্নিং কোর্স চালু করেছে। আবার কোর্সগুলো করার জন্যে যে আপনাকে ব্যবসায়ী হতে হবে এমন নয়। আপনাকে একজন ফেসবুক ইউজার হলেই হবে অর্থাৎ ফেসবুকে আপনার একটি অ্যাকাউন্ট থাকলেই আপনি এখানকার যে কোনও কোর্স ফ্রিতে করতে পারবেন।
আর এখানকার কোর্সগুলো করা থাকলে এবং ফেসবুকের সার্টিফিকেট থাকলে আপনি আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এইসব মার্কেটপ্লেসে কাজ করে আপনি ঘন্টায় ১৫ থেকে ৪০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
আবার, চাইলে আপনি যে কোনও ডিজিটাল মার্কেটিং অ্যাজেন্সী কিংবা প্রোডাক্ট কোম্পানীতিও জব করতে পারবেন। এসব কোর্স করার মাধ্যমে আপনি যদি ফেসবুকের ব্লুপ্রিন্ট সার্টিফিকেট অর্জণ করতে পারেন, তবে যে কোনও সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোম্পানীই আপনাকে লুফে নেবে।
ফেসবুকের ফ্রি সার্টিফিকেট কোর্স
ফেসবুকের এই ফ্রি মার্কেটিং কোর্সের আওতায় মোট ১৬টি ক্যাটেগরি রয়েছে। এগুলো হল-
১. Choose ad formats
ছবি এবং ভিডিও দিয়ে কিভাবে একটি প্রমোশনাল পোস্টকে সুন্দর করে সাজিয়ে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে হয়, এই কোর্সে তাই শেখানো হয়। আর এই কোর্সের আল্টিমেট টার্গেট হচ্ছে অ্যাডের ফরমেট পছন্দ করার টেকনিক শেখা।
২. Increase in-store sales
আপনার ইন-স্টোর সেলস্ বাড়াতে অর্থাৎ অনলাইন স্টোর থেকে পণ্য বিক্রি বাড়াতে এই কোর্সটি আপনাকে সাহায্য করবে। কোর্সটির মূল কারিকুলাম হচ্ছে আপনার অনলাইন দোকানে ভিজিটর পাঠানোর নানা রকম কৌশল শেখা।
৩. Learn about Instagram
এই কোর্সে আপনি শিখবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডের তুলনামূলক পার্থক্য। আরো শিখবেন ইনস্টাগ্রাম অ্যাড ফরমেট এবং ইনস্টাগ্রাম বায়িং অবজেক্টিভস্।
৪. Learn about Messenger
আপনার অনলাইন ব্যবসার কমিউনিটিকে কিভাবে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনার ব্যবসার সঙ্গে কানেক্ট করবেন এবং কিভাবে তাদেরকে কাস্টোমারে পরিণত করবেন, তাই শেখানো হবে এই কোর্সে। মূলত, মেসেঞ্জারের বেসিক ও অ্যাডভান্সড্ ফিচারের ব্যবহার শেখানোর মাধ্যমে ব্যবসার সেলস্ বাড়াতে সাহায্য করবে Learn about Messenger কোর্স।
৫. Manage ads
বুঝতেই পারছেন ফেসবুকের অ্যাড মেনেজমেন্ট শেখানো হবে এই ছোট্ট কোর্সটিতে।
ফেসবুকের ১৬টি ফ্রি লার্নিং কোর্সের ৫টি সম্পর্কে একটু একটু করে লেখা হলো। বাকী কোর্সগুলো দেখে নিন ফেসবুক বিজনেস লার্নিং কোর্স পেজ থেকে।
এইগুলোই হচ্ছে ফেসবুকের ফ্রি সার্টিফিকেট কোর্স যা আপনাকে ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট করে তুলবে। আর কোর্সগুলো করার পর কিভাবে সার্টিফিকেট পাবেন তা জানতে ফেসবুক বিজনেসের সার্টিফিকেট পেজটিতে যান।
Sakib says
সার্টিফিকেট চাই।
জেসিকা জেসমিন says
কোর্সগুলো করে ফেলুন, সার্টিফিকেট পেয়ে যাবেন, সেই সাথে আয়েরও সুযোগ।