বাংলাদেশের বাজারে রিয়েলমি মোবাইলের চাহিদা অনেক। আর, মিডরেঞ্জে ফ্লাগশিপ লেভেলের মোবাইল হলে তো কথাই নাই। তেমনি একটি মোবাইল হলো Realme X2 যা সম্পর্কে হয়তো অনেকেরই জানার কৌতুহল রয়েছে।
রিয়েলমি একটার পর একটা চমক দেখিয়েই যাচ্ছে। সম্প্রতি তারা রিলিজ করেছে রিয়েলমি এক্স-টু যা বর্তমান বাজারে অনেক বেশি হাইপ সৃষ্টি করেছে। আজ আমরা মোবাইলটির খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানব এবং বাংলাদেশের সাপেক্ষে মোবাইলটি কেমন হবে সেটি নিয়ে আলোচনা করব।
মোবাইল রিভিউ : Realme X2
Realme Official Website: রিয়েলমি এক্স-টু
বিল্ড ম্যাটেরিয়াল
একটা মোবাইল নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই চলে আসে এর আউটলুকের কথা। রিয়েলমি এক্স-টু তাদের আউটলুক নিয়ে কোন কম্প্রোমাইজ করে নি। মোবাইলটির পিছনে রয়েছে গ্লাস ব্যাক। যার জন্য মোবাইলটিকে দেখতে অনেক প্রিমিয়াম দেখাই।
মোবাইলটির সামনে পিছনে রয়েছে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন। যার জন্য আপনি মোবাইলটি নিরাপদে ব্যাবহার করতে পারবেন। মোবাইলটি থাকছে দুইটি কালার ভেরিয়েন্ট- Pearl White ও Pearl Blue। তবে, Pearl White ভেরিয়েন্টি দেখতে বেশি আকর্ষনীয়।
এতে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। যার দ্বারা আপনি দুইটি সিম ও একটি মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। এছাড়া রয়েছে 3.5mm হেডফোন জ্যাক।
ডিসপ্লে
মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 6.4 inches Super AMOLED ডিসপ্লে। এর স্কিন টু বডি রেসিও 19.5:9 । মোবাইলটির রেজুলেশন 1080 x 2340 pixels এবং 403 ppi density । ডিসপ্লে অনেক কালারফুল ও ব্রাইট।
আপনি এতে 4k পর্যন্ত ইউটিউব ভিডিও দেখতে পারবেন। তাহলে, দেখাই যাচ্ছে মোবাইলটির ডিসপ্লে নিয়ে কারোর কোন অভিযোগ থাকার কথা না।
সিকিউরিটি
Realme X2 তে সিকিউরিটি হিসেবে থাকছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অর্থাৎ, আপনাকে পিছনে হাত দিয়ে আর মোবাইল আনলক করতে হবে না। মোবাইল ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট থাকছে। ফিঙ্গারপ্রিন্ট আনলক স্পিড সুপার ফাস্ট।
সিকিউরিটি হিসেবে আরো পাচ্ছেন ফেস আনলক। তবে, ফেস আনলক ফ্রন্ট ক্যামেরা দিয়ে আনলক হয়। তাই, এটি ততটা নিরাপদ না। তাই, সবাইকে ফিঙ্গারপ্রিন্ট ব্যাবহারের পরামর্শ থাকবে।
ব্যাটারি ও চার্জ
মোবাইলটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে Non-removable Li-Po 4000 mAh battery। আপনি যদি লাইট ইউজার হন, তাহলে এই মোবাইল দিয়ে ২ দিন ব্যাকআপ পেয়ে যাবেন। আর, হেভি ইউজার হলে ১ দিনের একটু বেশি ব্যাকআপ পাবেন। মোবাইলটি ফুল চার্জ দিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা একটানা গেম খেলতে পারবেন।
Realme X2 তে ব্যবহার করা হয়েছে USB 2.0 Type-C পোর্ট। মোবাইলটিতে থাকছে VOOC Flash Charge 4.0 30W যার দ্বারা আপনি ৬৭% চার্জ ৩০ মিনেটে করতে পারবেন।
হার্ডওয়্যার
মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে Qualcomm Snapdragon 730G যা ৮ ন্যানোমিটার আর্কিটেকচারের অক্টাকোর প্রসেসর। এটি স্নাপড্রাগনের লেটেস্ট হাই পার্ফমেন্সের প্রসেসর। ৮টি কোরের মধ্যে ২টি কোর ২.২ গিগাহার্জের আর বাকি ৬টি কোর ১.৮ গিগাহার্জের। জিপিইউ হিসেবে ব্যবহার হয়েছে Adreno 618 ।
Ram ও Rom ভেরিয়েন্ট থাকছে ৩টি। ৬/৬৪, ৬/১২৮ ও ৮/১২৮ জিবি ভেরিয়েন্ট। এছাড়া আপনি ২৫৬জিবি পর্যন্ত ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।
পাবজি HD গ্রাফিক্সে ও হাই ফ্রেমরেটে কোন ল্যাগ ছাড়া স্মুথলি চলবে। আর পাবজি যেহেতু চলবে, তাই কল অফ ডিউটি আরামে চলবে। তাই, আশা করি গেমিং নিয়ে এই মোবাইলে কারোর কোন অভিযোগ থাকবে না।
ক্যামেরা
এবার চলে আসি মোবাইলটির অন্যতম প্রধান পার্ট ক্যামেরাতে। মোবাইলটিতে XT এর মতো একই ক্যামেরা সেটআপ থাকছে।
ব্যাক ক্যামেরাতে থাকছে কোয়ার্ড ক্যামেরা সেটআপ।
- Main Camera: 64 MP, f/1.8
- Ultrawide Camera: 8 MP, f/2.3
- Macro Camera: 2 MP, f/2.4
- Depth sensor: 2 MP, f/2.4
প্রাইমারি ক্যামেরাতে ভিডিও করা যাবে 4k 30fps পর্যন্ত, তবে 4K তে কোন EIS সুবিধা থাকছে না। 1080p তে EIS সুবিধা পাবেন। আর, 720p তে 960fps স্লোমোশন ভিডিও করা যাবে।
ফ্রন্ট ক্যামেরাতে আপনি পাচ্ছেন 32 MP, f/2.0 ক্যামেরা। আর, ভিডিও করা যাবে 1080p 30fps পর্যন্ত। তবে, সেলফি ক্যামেরা এই বাজেটে অন্যান্য মোবাইল থেকে বেস্ট ক্যামেরা। অনেক ক্ষেত্রে এই মোবাইলের ক্যামেরা ফ্লাগশিপ মোবাইলগুলোকেও টক্কর দিতে পারে।
দাম
দামের কথা বিবেচনা করলে মোবাইলটি আপনাকে হতাশ করবে না। চায়নাতে ৬/৬৪ জিবি ভেরিয়েন্টটি ১৪৯৯ ইউয়ান যা বাংলাদেশি দামে হয় ১৭,৯৭০ টাকা। আর ৮/১২৮ জিবি ভেরিয়েন্টটি ১৭৯৯ ইউয়ান বা ২১,৫৬৫ টাকা। তবে প্রথম দিকে বাংলাদেশে ৬/৬৪ জিবি ভেরিয়েন্টটি বিক্রি হচ্ছে ২২,৯৯৯ টাকায়। কিছুদিন পর এটির দাম কমে ২০,০০০ টাকায় চলে আসলে সবার সাধ্যের মধ্যে চলে আসবে। তখন এই মোবাইলটি হবে এই দামে বেস্ট মোবাইল। যাদের বাজেট এর থেকেও কম, তারা ৮ হাজার টাকার ভেতর ১০টি ভাল স্মার্টফোন দেখতে পারেন।
সর্বশেষে বলা যায়, Realme X2 কম দামে সব থেকে বেশি স্পেসিফিকেশন অফার করছে। এর প্রতিযোগী Redmi Note 8 Pro এর থেকে অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। এর Qualcomm Snapdragon 730G প্রসেসর Helio G90T থেকে অনেক বেশি ডিউরেবল এবং ৮ ন্যানোমিটার আর্কিটেকচারের প্রসেসর হয় ব্যাটারি অনেক কম খরচ হয়। এছাড়া সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল হওয়ায় এই বাজেটে এটিই বেস্ট সেলফি ক্যামেরা। তাই, আপনার বাজেট ২০,০০০ থেকে ২৫,০০০ এর মধ্যে হলে Realme X2 বেস্ট চয়েজ।
Leave a Reply