আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শেখা ও কাজে লাগানোর কথা চিন্তা করে থাকেন, তবে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর যদি না শিখে থাকেন, তবে এই লেখা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে আশা করি। গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজনীয়তা এখন সবক্ষেত্রে। ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ফেসবুক পেজ পরিচালনা করতেও এখন গ্রাফিক্স ডিজাইন জানা জরুরি।
যেকোনো কাজ করার বা শেখার জন্য সে বিষয়ে গুরুত্ব অনুধাবন করাটা জরুরী। কাজের গুরুত্ব জানা না থাকলে কাজের প্রেরণা এবং আগ্রহ থাকে না। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাহলে আপনার জন্যে অনলাইনে ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার অনেক ওয়েবসাইট রয়েছে। এসব ওয়েবসাইট ব্যবহার করে আপনি ঘরে বসেই গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন।
আর যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে না চান, তবে এই লেখার মাধ্যমে আজ জানতে পারবেন কেন আপনার গ্রাফিক্স ডিজাইন শেখাটা দরকার।
কেন গ্রাফিক্স ডিজাইন শেখা প্রয়োজন
আমরা এখানে এমন ১০টি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করতে যাচ্ছি যেগুলো জানলে আপনি অবশ্যই গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইবেন। আসুন, কারণগুলো জানি। তার আগে ছোট্ট একটা পরিসরে “গ্রাফিক্স ডিজাইন” কি সেটা জেনে নিলে কেমন হয়?
গ্রাফিক্স ডিজাইন কি
গ্রাফিক্স ডিজাইন মূলত এমন একটি শিল্প যেখানে আর্ট এবং প্রযুক্তির সমন্বয়ে দৃশ্যমান ছবি বা নকশা তৈরি করা হয়। গ্রাফিক্স শব্দটি আমার পেয়েছি গ্রীকদের নিকট থেকে। সেসময় গ্রীকরা ছবি আঁকার জ্ঞান বোঝাতে গ্রাফিক্স শব্দটি ব্যবহার করত। কিন্তু বর্তমান সময়ে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা দৃশ্যমান ডিজাইনকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়।
সাধারণত গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার, সফটওয়্যার এবং স্কেচ প্যাড এই তিনটি জিনিস বেশি প্রয়োজন হয়। লোগো ডিজাইন, ফ্লায়ার, পোস্টার, ইউআই, বিজনেস কার্ড, বইয়ের কভার, ছবি এডিটিং, ম্যাগাজিন, পত্রিকা, টি-শার্ট ডিজাইন ইত্যাদি সবকিছু গ্রাফিক্স ডিজাইনের অন্তর্ভুক্ত।
১. সৃজনশীল পেশা
ইতোমধ্যে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীল পেশা। শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে কেউ ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারে না। ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য অবশ্যই ব্যবহারিক জ্ঞান থাকতে হয়। অর্থাৎ নিয়মিত ডিজাইন চর্চা করা এবং অন্যের ডিজাইন দেখার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের জ্ঞান বৃদ্ধি পায়।
গ্রাফিক্স ডিজাইনে মুখস্থ বিদ্যা কিংবা কপি-পেস্টের সুযোগ নেই বরং এখানে আপনার নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে হবে। কাজেই, আপনার মধ্যে যদি আঁকা-আঁকির মতো সৃজনশীলতা থাকে, তবে আপনার গ্রাফিক্স ডিজাইন অবশ্যই শেখা দরকার।
২. ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং
গ্রাফিক্স ডিজাইন শেখার সবচাইতে বড় সুবিধা হলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করতে পারবেন। যেহেতু বর্তমান সময়ে সবকিছু কম্পিউটার এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, তাই মানুষকে আকর্ষণ করতে গ্রাফিক্সের প্রয়োজন।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা অনেক বেশি, যার ফলে আয়ের পরিমাণও বেশী। গ্রাফিক্সের চাহিদা এতটাই বেশী যে, শুধু গ্রাফিক্সের কাজের জন্য বেশ কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে।
৩. ডিজাইন বিক্রি
আপনি যদি একজন প্রফেশনাল ডিজাইনার হন, তবে আপনি আপনার ডিজাইন অনলাইনে বিক্রি করার সুযোগ পাবেন। এর ফলে আপনি একবার ডিজাইন তৈরি করলে আজীবন সেই ডিজাইন থেকে অর্থ আয় করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইনে ডিজাইন বিক্রি করার বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে।
৪. স্বাধীনতা
উপরের আলোচনা থেকে আশা করি আপনাদের এতটুকু বোধগম্য হয়েছে যে গ্রাফিক্স ডিজাইনারদের স্বাধীনতা রয়েছে। যেমন ধরুন আপনি যখন অনলাইনে ডিজাইন বিক্রি করবেন, তখন আপনাকে কারো হুকুম মানতে হবে না। কিংবা কোনও সুনির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করতে হবে না। আপনি কখন ডিজাইন করবেন, কিভাবে করবেন, এর সম্পূর্ণটাই আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে।
৫. চাকুরী করার সুযোগ
মজার ব্যাপার হলো গ্রাফিক্স ডিজাইনারদের জন্যে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি চাকুরী করার সুযোগ রয়েছে। গ্রাফিক্স ডিজাইনারদের চাকুরীর সুযোগ সুবিধা এবং বেতনের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। আমেরিকার Fastsigns, Inc কোম্পানি তাদের গ্রাফিক্স ডিজাইনারদের ৪৫ হাজার ডলার বেতন দিয়ে থাকে। এছাড়া বোনাস ও অন্যান্য সুবিধা তো আছে।
বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়, এখানে নতুন ডিজাইনরা হিসাবে যোগ দিলেও ২০ হাজার টাকা বেতনে চাকুরী করার সুযোগ রয়েছে। আর প্রফেশনাল হলে তো ১ লক্ষ টাকার উপরে বেতন পাবেন।
৬. কাজের ক্ষেত্র এবং আয়ের পরিমাণ বেশি
গ্রাফিক্স ডিজাইনের কাজের ক্ষেত্র কতটা বেশি আশা করি নতুন করে আর বলতে হবে না। চাকুরী এবং ফ্রিল্যান্সিং করার পাশাপাশি আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর কোচিং, ইনস্টিউট কিংবা আইটি ফার্ম দিতে পারবেন। রিমোট জব করার সুবিধা রয়েছে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। বর্তমান সময়ে অধিকাংশ কোম্পানি তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট পরিচালনার জন্যে পার্টটাইম বা ফুল-টাইম গ্রাফিক্স ডিজাইনার রাখে। এসব রিমোট জব আপনি ঘরে বসে করার সুযোগ পাবেন।
চাকুরী করে গ্রাফিক্স ডিজাইনার যতটা না আয় করতে পারেন, তার থেকে বেশী আয় করা সম্ভব ডিজাইন বিক্রি এবং ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করে কতটা আয় করা যায় তা আপনারা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর দিকে একটু নজর দিলেই অনুমান করতে পারবেন।
৭. গ্রাফিক্স ডিজাইন রোবট বা মেশিন করতে পারে না
সৃজনশীল কাজ সাধারণত মেশিন কিংবা রোবট করতে পারে না। গ্রাফিক্সের কাজ সৃজনশীল হওয়াতে অদূর ভবিষ্যতেও এই পেশা বেশ চাহিদা সম্পন্ন থাকবে। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সফটওয়্যার কিংবা ওয়েবসাইটের মাধ্যমে যদিও অনেক ডিজাইন করা যায়। কিন্তু এসব ডিজাইন দিয়ে আসলে সত্যিকার অর্থে কাজ হয় না।
৮. নিজের প্রতিভা প্রকাশ
সৃজনশীল পেশা হওয়ার সুবাদে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনি আপনার নিজের প্রতিভা বিকশিত এবং প্রকাশ করার সুযোগ পাবেন। গ্রাফিক্স ডিজাইন হলো রং, আকৃতি, বৈশিষ্ট্য নিয়ে খেলা। আর এই খেলার মাধ্যমে আপনি ফুটিয়ে তুলবেন কাঙ্ক্ষিত ডিজাইন। যখন আপনি অনেক ভালো ডিজাইন করবেন, তখন মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং নিজের আইডেন্টিও তৈরি হবে।
৯. শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ
গ্রাফিক্স ডিজাইন শেখার পর আপনি যদি চান যে আর কাজ করবেন না, সে ক্ষেত্রে আপনি শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিতে পারেন। নতুন নতুন মানুষকে আপনি গ্রাফিক্সের কাজ শেখাতে পারেন। এছাড়া শেখানোর মাধ্যমে আপনার আয়ের সুযোগ হবে। বর্তমানে অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ক্লাস নিতে পারবেন কিংবা ভিডিও ক্লাস করে আপলোড করতে পারবেন।
অফলাইনে ক্লাস করিয়েও আয় করার সুযোগ রয়েছে। বর্তমান সময়ে গ্রাফিক্স শেখার জন্য অনেকেই আগ্রহী আছে।
১০. উচ্চ শিক্ষার প্রয়োজন নেই
অনেক পেশা রয়েছে যার জন্য উচ্চ শিক্ষা, ডিগ্রি এবং সার্টিফিকেট প্রয়োজন হয়। কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এসবের কোন প্রয়োজন হয় না। গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রয়োজন শুধু দক্ষতার। গুগল, অ্যাপলের মত বড় বড় কোম্পানি তাদের গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য অনেক নতুন নতুন লোক নেয় যাদের অনেকের উচ্চ শিক্ষা নেই।
শেষ কথা
এই ছিল আজকে গ্রাফিক্স ডিজাইন শেখা ও এর কাজের ক্ষেত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এবার আপনি চিন্তা করুন আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন শেখা জরুরি কিনা।
Modhu says
আজ থেকেই গ্রাফিক্স ডিজাইন শেখা স্টার্ট করবো, ইনশাল্লাহ।
ROBIUL ISLAM says
ভাই, আমি সামান্য ফ্রিল্যান্সিং শুরু করেছি। কিন্তু, কোনটা ভাল হয়, গ্রাফিক্স না মার্কেটিং?