ফ্রি ওসিআর সফটওয়্যার খুঁজছেন? ঠিক জায়গায় এসেছেন যেখানে এ রকম ৫টি সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন। সেই সাথে সেগুলোর ডাউনলোড লিংকও পাবেন। তার আগে জানুন ওসিআর কি, তাহলে সফটওয়্যারগুলো সম্পর্কে আপনার ধারণা পরিস্কার হবে।
ওসিআর কি?
ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি টেকনোলোজিক্যাল টার্ম যা নেট দুনিয়ায় ব্যাপকভাবে পরিচিত। টেকনোলোজি এক্সপার্টরা এটাকে ছবির মেকানিক্যাল বা ইলেকট্রোনিক কনভার্সনও বলে থাকে।
ওসিআর এর কাজ কি?
যে কোন পিডিএফ ফাইল থেকে কিংবা প্রিন্টেড বা স্ক্যান করা ডকুমেন্ট থেকে লেখা আলাদা করাই হচ্ছে ওসিআর এর কাজ। এটি যে কোন ছবি থেকে, এমনকি কারো হাতের লেখা কাগজ থেকে লেখাটাকে ডিজিটাল্লি আলাদা করে দিতে পারে।
ফ্রি ওসিআর সফটওয়্যার
১. Microsoft OneNote
মাইক্রোসফট্ এর এই কম্পিউটার প্রোগ্রামটিকে আপনি এ যাবৎ হয়তো নানা রকম নোট তৈরির কাজে ব্যবহার করে এসেছেন। আজ থেকে এটিকে ওসিআর অ্যাপ্লিকেশন হিসেবেও ব্যবহার করা শুরু করতে পারেন। কারণ, মাইক্রোসফট্ এটিকে ২০০২ সালে লঞ্চ করলেও এর মধ্যে ওসিআর ফিচার নিয়ে আসে ২০০৭ সালে। সত্যি বলতে কি, অন্যান্য সমস্ত ওসিআর অ্যাপ্লিকেশন থেকে এখন পর্যন্ত এটির সুবিধাই সবচেয়ে বেশি বলে প্রমাণিত। জেনে নিন Microsoft OneNote ব্যবহার করে কিভাবে ছবি থেকে যে কোনও লেখা কপি করবেন আর ওয়ার্ড ফাইল কিংবা নোট পেডে পেস্ট করবেন।
২. SimpleOCR
যদিও SimpleOCR যে কোন ধরণের টেক্সট্ই কপি করতে পারে, হোক সেটা পিডিএফ কিংবা ইমেজ, তবু হ্যান্ড রাইটিং রিকগনিশনের জন্যেই এটি সবচেয়ে ভাল ওসিআর হিসেবে বিবেচিত। তবে, একটা সমস্যা হচ্ছে এটি হ্যান্ড রাইটিং কপি করার ক্ষেত্রে মাত্র ১৪ দিনের ফ্রি ট্রায়াল ইউজ করতে দেয়। তবে, অন্যান্য যে কোন মেশিন প্রিন্টের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন নেই।
৩. Photo Scan
ওয়াননোটের মতো এটিও মাইক্রোসফট্ এর একটি ওসিআর সফট্ওয়্যার যা মূলত উইন্ডোজ ১০ এর জন্যে ডিজাইন করা হয়েছে। এটিতে ওসিআর ফাংশনালিটি ছাড়াও রয়েছে কিউআর কোড রিডার ফিচার। যে কোন ইমেজ কিংবা প্রিন্ট কপির উপর মাউস পয়েন্ট করে খুব সহজেই এটি দিয়ে ইমেজ থেকে টেক্সট্ কালেকশন করা যায়।
৪. Capture2Text
এটিও উইন্ডোজ ১০ এর জন্যে একটি ফ্রি ওসিআর অ্যাপ্লিকেশন। তবে, Capture2Text এর বিশেষ সুবিধা হচ্ছে এটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে না। এমনকি, এই সফটওয়্যারটির কি-বোর্ড শর্টকাট সুবিধা রয়েছে। মাউস দিয়ে যে কোন ইমেজ, পিডিএফ কিংবা হ্যান্ড রাইটিং ফাইল থেকে প্রয়োজনীয় পরিমাণ অংশ পয়েন্ট করে টেক্সট্ কপি করা যায়।
৫. Easy Screen OCR
যদিও Easy Screen OCR ফ্রি, তবে আপনি এটিকে সর্বোচ্চ ২০ বার ব্যবহার করতে পারবেন। এর বেশি সংখ্যকবার ব্যবহার করতে গেলেই আপনি সাবস্ক্রাইব করতে হবে। তবে, এটি টেক্সট্ স্কেনিং এর ক্ষেত্রে এটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। অন্তত একবার হলেও ফ্রিতে এটি ব্যবহার করে দেখতে পারেন।
সেরা ৫টি ফ্রি ওসিআর সফটওয়্যার সম্পর্কে জানলেন। সেই সাথে প্রথমটি অর্থাৎ Microsoft OneNote ব্যবহারের পদ্ধতিও দেখলেন। এখন চাইলে আপনি এটি দিয়েই প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন। অথাব একটি একটি করে দেখে নিতে পারেন কোন ওসিআরটি আপনার জন্যে সবচেয়ে ভাল হয়।
Leave a Reply