পৃথিবীর টোটাল ইন্টারনেট ব্যবহারকারীদের ৪৭.২ পার্সেন্টই বিভিন্ন রকম সুবিধার কারণে গুগল ক্রোম ব্যবহার করে। আপনি হয়তো আমার মতোই তাদের একজন। তাই জানতে এসেছেন গুগল ক্রোম কি ও কিভাবে তৈরি হল। আসুন, জানা যাক…
গুগল ক্রোম কি?
গুগল ক্রোম একটি ক্রস-প্লাটফর্ম ওয়েব ব্রাউজার যা প্রযুক্তি জায়ান্ট গুগল ইনকর্পোরেশনের প্রোডাক্ট। এটি একটি ফ্রি ইন্টারনেট ব্রাউজার যা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কেউ-ই ব্যবহার করতে পারে। ২০০৮ সালে এটি প্রথমে উইন্ডোজের জন্যে রিলিজ দেয়া হয়।
এরপর ক্রমান্বয়ে এটিকে লিনাক্স, ম্যাক ওএস, আইওস এবং অ্যান্ড্রয়েডের জন্যে ডেভেলপ করা হয়। এটি গুগলের সব সার্ভিসের সাথেই সিনক্রোনাইজ করা। ফলে, গুগলে আপনার একটি অ্যাকাউন্ট থাকলে আপনি তাদের সব ফ্রি সেবাই নিতে পারবেন। সব সার্ভিস ব্যবহার করার অপশন ছাড়াও, গুগল ক্রোমের আরো অনেক সুবিধা রয়েছে।
গুগল ক্রোম কিভাবে তৈরি হল?
গুগল ইনকর্পোরেশন থেকে নতুন এবং স্বাধীন একটি ব্রাউজার তৈরির প্রস্তাবের বিরোধীতা করে আসছিলেন প্রতিষ্ঠানটির সিইও Eric Schmidt। আজকের পৃথিবীর সবচেয়ে বড় এই টেকনোলোজি প্রতিষ্ঠান তখনো একটি ছোট কোম্পানী। এই জন্যেই Eric Schmidt তখন বলেছিলেন, আমরা এখনই ব্রাউজার যুদ্ধে যেতে চাই না।
তখন ২০০৪ সাল। গুগলের কর্ম-কর্তারা ইতিমধ্যেই তাদের পরিকল্পিত ব্রাউজারের ঘোষণা দিয়ে ফেলেছে। এমনকি, ঘোষনাটি তখন অ্যামেরিকার কয়েকটি দৈনিক পত্রিকায় চলে এসেছিল। আর ঘোষণা শুনে একটু নড়ে-চড়ে বসলেন তখনকার সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের মালিক মাইক্রোসফট। কিন্তু এদিকে যে Eric Schmidt বেঁকে বসেছেন, তাকে সোজা করবে কে?
গুগলের কো-ফাউন্ডার Sergey Brin ও Larry Page ব্রাউজার তৈরির ব্যাপারে ছিলেন নাছোড়বান্দা। তারা গোপণে মজিলা ফায়ারফক্সের কয়েকজন ডেভেলপার হায়ার করলেন এবং ব্রাউজার ডেভেলপিং শুরু করে দিলেন। কয়েক দিনের মধ্যেই সিম্পল একটি ইন্টারফেস আর পাওয়ারফুল ফাংশনালিটি নিয়ে দাঁড়িয়ে গেল গুগল ক্রোম।
এবার দুই কো-ফাউন্ডার গেলেন সিইও’র কাছে, দেখালেন নতুন তৈরি ব্রাউজার। প্রাইমারি ফাংশনালিটি এবং সিম্পল আর স্মুথ ইন্টারফেস দেখে খুশি হলেন Eric Schmidt। আর আপত্তি করলেন না। তিনি বললেন, ব্রাউজার ডেভেলপমেন্টের শুরুটা এতই ভাল ছিল, এটা আমাকে আমার মন ও সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করলো।
Eric Schmidt এর সাপোর্ট পেয়ে শুরু হলো এর উন্নতি সাধন যা এখনো চলছে। প্রায়ই গুগল তাদের এই ব্রাউজারে নিত্য-নতুন ফিচার যোগ করছে।
saleem says
গুগল ক্রোম কি সেটা না জানলেও সমস্যা নেই। কারণ, এটি একটি ব্রাউজার আর এটি দিয়ে কি করা হয়, সেটা সবাই জানে। তবে, গুগল ক্রোম তৈরি হওয়ার পেছনের এই ছোট ঘটনাটি অনেকেই জানে না। যেমন, আমিও জানতাম না। তাই, আমাকে এবং সবাইকে গুগল ক্রোমের এই পেছনের গল্পটি জানানোর জন্যে লেখককে ধন্যবাদ।