আপনি কি পাবজি খেলায় নতুন? বুঝতে পারছেন না কিভাবে পাবজি খেলবেন? আমাদের এই আর্টিকেলে থাকছে আপনার জন্য কিছু বেসিক পাবজি টিপস্ যা ব্যবহার করে আপনি নুব-গেমার থেকে প্রো-গেমার হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবেন।
পাবজি হল বর্তমান বিশ্বে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম এর মধ্যে অন্যতম জনপ্রিয় গেম। বিশেষ করে বাংলাদেশে অন্যান্য মোবাইল গেমগুলার মধ্যে পাবজি প্রথম স্থানে রয়েছে। পাবজি ২০১৭ সালে রিলিজ হওয়ার কিছু দিনের মধ্যেই বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় হয়ে যায়।
পাবজি ২০১৭ সালে বেস্ট সেলিং এবং বেস্ট অনলাইন মাল্টিপ্লেয়ার গেম হিসেবে অ্যাওয়ার্ড পায়। সেই থেকেই পাবজি এখনও অন্যতম সেরা মাল্টিপ্লেয়ার গেম হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। তবে বিশেষজ্ঞদের মতে, পাবজি খেলার ৭টি ক্ষতিকর দিক রয়েছে যা নতুন-পুরনো সব গেমারেরই জেনে রাখা দরকার।
পাবজি কি?
পাবজি হল একটি ব্যাটেল গ্রাউন্ড শুটিং গেম। এই গেমে ফাস্ট পারসন এবং থার্ড পারসন দুইটি মোডই রয়েছে, আপনি যে কোন মোডেই এই গেমটি খেলতে পারবেন।
এই গেমে আপনাকে একটি দ্বীপে নামিয়ে দেওয়া হবে। আপনার মত সেই দ্বীপে আরো ৯৯ জন থাকবে, আপনাকে সেই ৯৯ জনকে মেরে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। তাহলে খেলা শেষে আপনি পাবেন একটি উইনার উইনার চিকেন ডিনার। টিকে থাকার জন্যে এবং উইনার চিকেন ডিনার পাওয়ার জন্যে আপনার কিছু টিপস্ প্রয়োজন।
নতুনদের জন্য ৫টি পাবজি টিপস্
১. প্যারাসুট ল্যান্ডিং
পাবজি খেলার প্রথম টিপস্ এর মধ্যে যেটি রয়েছে সেটি হল প্যারাসুট ল্যান্ডিং। আপনি যদি ঠিক জায়গায় না ল্যান্ড করেন, তাহলে আপনি ঠিক মত লুট পাবেন না। কিংবা আপনি নামার সাথে সাথে মারা যাবেন। তাই ল্যান্ডিং হল সব থেকে গুরুত্বপূর্ণ।
আপনি যেহেতু পাবজিতে নতুন, তাই আপনাকে এমন জায়গায় নামতে হবে, যে জায়গাতে এনিমি কম, কিন্তু লুট বেশি। তা না হলে এনিমি যে জায়াগাতে বেশি নামে সেই জায়গাতে আপনি নামার সাথে সাথে এনিমির হাতে মারা যাবেন।
এমন কিছু জায়গার মধ্যে রয়েছে Erangel ম্যাপের Zharki, Yashnaya Polyana, ইত্যাদি। এই জায়গাগুলোতে আপনি নতুন খেলোয়াড় হিসেবে নামতে পারেন। আমরা অন্য একটি আর্টিকেলে প্যারাসুট ল্যান্ডিং নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
২. দ্রুত লুট খুঁজুন
মাটিতে নামার পর পরই আপনার প্রথম কাজ হল লুট খোঁজা। যদি আশে-পাশে কোন এনিমি না দেখেন, তাহলে যে কোন ঘরে যেয়ে লুট করেন। আর আশে-পাশে এনিমি দেখলে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সেই সাথে চোখ কান খোলা রেখে লুট করুন।
লুটের মধ্যে রয়েছে বন্দুক, অ্যামো (বন্দুকের গুলি), স্কোপ (red dot, 2x, 3x, 4x, 6x, 8x), হেলমেট, ভেস্ট, হেলথ কিট (ফাস্ট এইড কিট, মেড কিট, ব্যান্ডেজ, পেইন কিলার, এনার্জি ড্রিংক্স, এড্রেনালিন), ফ্রাগ গ্রেনেড, স্টান গ্রেনেড, স্মোক গ্রেনেড।
তাড়াতাড়ি এই সব লুট খুঁজুন। কারণ এনিমি চলে আসলে আপনি এই জিনিষগুলোর অভাবে মারা যেতে পারেন।
৩. বন্দুক টিপস্
বন্দুক বাছাই করা হল পাবজি খেলায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি যদি লং রেঞ্জের জন্য শর্টগান ব্যবহার করেন, তাহলে হবে না। আবার যদি কম রেঞ্জের জন্য স্নাইপার ব্যাবহার করেন, তাহলেও আপনি এনিমি মারতে পারবেন না। উল্টা আপনাকে এনিমি মেরে দিবে। তাই সঠিক বন্দুকটি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।
আপনি নতুন খেলোয়াড় হিসেবে পাবজিতে বেশ কিছু বন্দুকের কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এমন কিছু কম্বিনেশন হল- M416+Mini14, M416+SKS, UMP9+AKM, ইত্যাদি। আপনাকে স্নাইপার রাইফেল ব্যবহার করতে বললাম না। কারণ আপনি যেহেতু নতুন তাই স্নাইপার ঠিকভাবে চালাতে পারবেন না। তাই সেমি-স্নাইপারগুলোই রিকমেন্ড করলাম। কিছুদিন স্নাইপার প্র্যাকটিস করুণ। তারপর স্নাইপার ব্যবহার করলে আপনি ভাল ফল পাবেন।
আর M416 হল পাবজির মধ্যে সব থেকে স্টেবল এবং শক্তিশালী বন্দুক। এটি আপনি শর্ট এবং লং, দুই রেঞ্জের জন্যই ব্যবহার করতে পারবেন। এর সাথে রেড ডট স্কোপ লাগিয়ে আপনি শর্ট রেঞ্জের জন্য ব্যবহার করতে পারবেন। আবার 4x বা 6x স্কোপ লাগিয়ে লং রেঞ্জের জন্যও ব্যবহার করতে পারেন।
তাই নতুন হিসেবে আপনি M416 খোঁজার চেষ্টা করুণ। তাহলে আপনি নতুন হিসেবেও ভাল একটি পারফমেন্স করতে পারবেন। এই আর্টকেলে বন্দুক নিয়ে বেশি কিছু লেখা সম্ভব হল না। অন্য একটি আর্টিকেলে বন্দুক নিয়ে বিস্তারিত টিপস নিয়ে আসব।
৪. ব্লু জোন ও হোয়াইট জোন
আপনাকে শুধু লুট করলেই হবে না, জোন দেওয়ার সাথে সাথে আপনাকে ম্যাপ খুলে জোন দেখতে হবে। পাবজিতে দুইটি জোন রয়েছে। একটি হল ব্লু জোন এবং অন্যটি হল হোয়াইট জোন। যত সময় যাবে, জোন তত ছোট হতে থাকবে। এক সময় জোন একদম ছোট হয়ে যাবে। ব্লু জোন শুরু হওয়ার সাথে সাথে আপনাকে হোয়াইট জোনের মধ্যে ঢুকতে হবে। নাহলে ব্লু জোনের মধ্যে থাকলে আপনার হেল্থ কমতে থাকবে।
প্রথম ব্লু জোনের মধ্যে পড়লে আপনার হেল্থ খুব অল্প কমবে। কিন্তু জোন যত ছোটো হতে থাকবে, ব্লু জোনের হেল্থ ড্যামেজ পাওয়ার তত বাড়তে থাকবে। তাই জোন একদম ছোটো হয়ে গেলে আপনাকে ব্লু জোনের মধ্যে কোনভাবেই পড়া যাবে না। তাই জোনের দিকে লক্ষ রেখে আপনাকে পদক্ষেপ নিতে হবে। না হলে আপনাকে জোনের মধ্যেই মারা পরতে হবে।
আরও একটি জোন আছে, সেটি হল রেড জোন। রেড জোনে গ্রেনেড থাকে আর সেগুলো ব্লাস্ট হতে থাকে। তাই পাবজিতে রেড জোনে পরলে সেটি থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
৫. সাবধানে পদক্ষেপ ফেলুন
আপনার প্রয়োজনীয় লুট শেষ হয়ে গেলে জোনের দিকে এগোতে থাকুন। সামনে কোন গাড়ী থাকলে সেটি ব্যবহার করুন। গাড়ীতে চলা অবস্থায় যদি দেখেন সামনে গোলাগুলি চলছে বা কোন এনিমি দাঁড়িয়ে আছে, তাহলে গাড়ী থেকে নেমে পড়ুন। তারপর একটি নিরাপদ জায়গায় গিয়ে এনিমিকে টার্গেট করুন। খেয়াল রাখবেন, এনিমি যেন আপনার কোন উপস্থিতি বুঝতে না পারে। তারপর সুযোগ বুঝে গুলি করুন।
যদি শেষ জোন পর্যন্ত টিকে থাকতে পারেন, তাহলে মাথা ঠাণ্ডা করে নিজের বুদ্ধি খাটিয়ে এনিমিকে অ্যাটাক করুন। শেষ জোন যদি জঙ্গলের মধ্যে পড়ে, তাহলে ঘাসের মধ্যে শুয়ে পড়ুন। আর শুয়ে শুয়ে যেতে থাকুন আর সুযোগ পেলে অ্যাটাক করুন।
পাবজি টিপস্ নিয়ে আজ এ পর্যন্তই থাক। নতুন পাবজি প্লেয়ারদের জন্য এগুলো খুব কাজে লাগবে। আশা করি, নতুন পাবজি প্লেয়ারা এই টিপস্গুলো থেকে পাবজি খেলা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এবার এই ধারণাগুলাকে কাজে লাগিয়ে পাবজি নিয়িমিত খেলতে থাকুন। তাহলে আপনি খুব দ্রুত প্রো পাবজি প্লেয়ার হয়ে যাবেন।
Leave a Reply