একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করে যোগ দিতে পারেন ৩৩৫ মিলিয়ন মানুষের সোশ্যাল স্রোতে। এ স্রোতে সব সময় ভেসে থাকে পৃথিবী বিখ্যাত সব ধনকুবের, ক্ষমতাধর ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী। ফেসবুকে আপনি বিখ্যাত সব মানুষকে খুঁজে না পেলেও, অনায়াসে তাদের খুঁজে পাবেন টুইটারে।
ধরুন, আপনি মাইক্রোসফট্ ও এর মালিক বিল গেটস্ সম্পর্কে ৩১টি অজানা তথ্য জানেন। আপনি চাইছেন ফেসবুকে বিল গেটসকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তার সাথে ভার্সুয়াল বন্ধুত্ব করবেন। কিন্তু চাইলেও আপনি সেটা পারবেন না, বিল গেটসকে বন্ধু হিসেবে পাবেন না। কারণ, বিল গেটস্ এর ফেসবুক অ্যাকাউন্ট নেই, তিনি ফেসবুক ব্যবহার করেন না।
এ তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে আপনি যদি তার কোনও অ্যাকাউন্ট খুঁজেও পান, তবে নিশ্চিত থাকুন, সেটি ফেইক অ্যাকাউন্ট। তবে, বিল গেটসকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন একজন পাবলিক ফিগার হিসেবে যা মূলত বিল গেটস্ এর ফেসবুক পেজ।
যাইহোক, একইভাবে বিশ্বের অনেক নামকরা ব্যক্তিত্বকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন না। খুঁজে পাবেন না অনেক দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রীকে। এমনকি, না’ও খুঁজে পেতে পারেন অনেক শিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং মডেলকে। কারণ, এ ধরণের ব্যক্তিদের অধিকাংশই ফেসবুক ব্যবহার করেন না। অথচ এদের সবাই টুইটারে সরব থাকেন, সব সময়।
কাজেই, এই সব ব্যক্তির সঙ্গে কানেকটেড থাকতে হলে আপনাকে টুইটার ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, আরো নানা কারণে আপনার অবশ্যই একটি টুইটার অ্যাকাউন্ট থাকা দরকার। সুতরাং, আসুন জেনে নেই কিভাবে টুইটারে একটি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন।
টুইটার অ্যাকাউন্ট তৈরি
প্রপেশনাল এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে ট্রেন্ডি করে তোলার জন্যে টুইটার অ্যাকাউন্ট থাকা আবশ্যক। আর টুইটার অ্যাকাউন্ট খুলতে বেশি কিছুর প্রয়োজন নেই, একটা ইমেল আইডি আর একটা মোবাইল নাম্বারই যথেষ্ট্য। আসুন, ধাপে ধাপে জেনে নেই টুইটার অ্যাকাউন্ট খোলার উপায়। প্রথমে দেখবো কম্পিউটার, তারপর স্মার্টফোন।
কম্পিউটারে টুইটার অ্যাকাউন্ট খুলবেন যেভাবে
আপনার কম্পিউটারে টুইটার অ্যাকাউন্ট খোলার জন্যে নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করুন-
- টুইটারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
- সাইনআপ বাটনে ক্লিক করুন
- উপরের ছবির মতো একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে যেখানে আপনার নাম ও মোবাইল নাম্বার কিংবা ইমেল দিতে হবে।
- Name এর ঘরে আপনার নাম দিন যে নামে আপনি টুইটার ওয়ার্ল্ডে নিজেকে পরিচিত করতে চান। চাইলে আপনি কোনও নিক নেমও দিতে পারেন। অর্থাৎ, আপনার যা খুশি তাই ব্যবহার করতে পারেন নামের ঘরে। তবে খেয়াল রাখতে হবে নামটি যেন ৫০ বর্ণের বেশি না হয়ে যায়।
- Phone এর ঘরে আপনার ফোন নাম্বার দিন। নামের ঘরে নিজের নাম না দিয়ে যে কোনও নাম দিলেই চলবে ঠিকই। কিন্তু ফোনের ঘরে নিজের নাম্বার না দিয়ে অন্যের নাম্বার দিলে কাজ হবে না। কারণ, আপনার অ্যাকাউন্ট ভ্যারিফাই করতে আপনি যে নাম্বার দেবেন, সেই নাম্বারে এসএমএস আসবে যাতে ৬ ডিজিটের একটা কোড নাম্বার থাকবে। কোন কোন সময় এসএমএস না পাঠিয়ে, টুইটারের অটোমেটিক সিস্টেম আপনাকে কল করে আপনার ভেরিফিকেশন কোড জানিয়ে দেবে।
- আপনি যদি নাম্বারই না দিতে চান, এমএমএস কিংবা ফোন রিসিভ করার ঝামেলাতেই না যেতে চান, তবে Use e-mail instead এ ক্লিক করুন। এখন শুধু নেম আর ইমেল এই দুই ঘর থাকবে। নেম এর ঘরে আপনার নাম আর ইমেলের ঘরে আপনার ইমেল অ্যাড্রেস দিন।
- পপ-আপ উইন্ডোটির উপরে ডান কর্ণারে থাকা Next বাটনে ক্লিক করুন।
- উপরের ছবির মতো আরেকটি পপ-আপ উইন্ডো আসবে, সেটিতে থাকাও Next বাটনে আবার ক্লিক করুন।
- উপরের ছবির মতো Sign Up পেজ আসবে। সুতরাং, Sign Up বাটনে ক্লিক করুন। আরেকটি পপ-আপ উইন্ডো আসবে যেখানে লেখা থাকবে We send you a code। আর নিচের Verificatioin Code লেখা ঘরটিতে আপনাকে সেই কোডটি বসিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।
- আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন, তবে আপনার মোবাইল চেক করুন, দেখুন ৬ ডিজিটের একটা কোড নাম্বার এসেছে। আর যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন, তবে ইনবক্স চেক করে দেখুন, টুইটার থেকে একটি ইমেল এসেছে যেখানে আপনাকে একটি ভেরিফিকেশন কোড দেয়া হয়েছে। সুতরাং, কোডটি দিয়ে Next বাটনে ক্লিক করুন।
ব্যস্, আপনার টুইটার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এবার আপনি প্রয়োজনীয় সেটিংস্ ঠিক করে নিতে পারেন, অ্যাকাউন্ট কাস্টোমাইজ করে নিতে পারেন। যেমন, প্রোপাইল ছবি যোগ করতে পারেন। নিজের সম্পর্কে আরো অন্যান্য তথ্য যোগ করতে পারেন। অর্থাৎ, আপনার অ্যাকাউন্টটিকে মনের মতো করে অপটিমাইজ করে নিতে পারেন।
স্মার্টফোনে টুইটার অ্যাকাউন্ট খুলবেন যেভাবে
স্মার্টফোনে টুইটার অ্যাকাউন্ট খোলা প্রায় একই রকম। আপনার ফোনে অবশ্যই টুইটার অ্যাপটি রয়েছে। না থাকলে, প্লে স্টোর থেকে টুইটার অ্যাপ ইনস্টল করে নিন।
অ্যাপটি ওপেন করলেই দেখবেন লেখা এসেছে See what’s happening in the world আর তার নিচেই রয়েছে Create account লেখা একটি নীল বাটন। এই বাটনটিতে ক্লিক করুন আর দেখুন অ্যাকাউন্ট ওপেনিং পেজটি এসেছে যেখানে আপনার নাম ও ফোন নাম্বার দিতে হবে। অর্থাৎ, ঠিক উপরের প্রক্রিয়ার মতোই সহজ। কাজেই, পরবর্তী স্টেপগুলো নিয়ে আর প্যাঁচাল পাড়লাম না। কারণ, স্টেপগুলো আপনি নিজেই বুঝতে পারবেন।
টুইটার ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। যাওয়ার আগে বলে যাই টুইটার থেকে আয় করার ৫টি উপায় জানতে ভুলবেন না।
Leave a Reply