ভিডিও কলিং অ্যাপ হিসেবে ইমোর জনপ্রিয়তার কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। আমাদের দেশের প্রায় সকল মানুষের কাছেই এই ফ্রি অ্যাপটি অত্যন্ত পরিচিত। কোন রকম খরচ ছাড়া, শুধু মাত্র সামান্য পরিমাণ ইন্টারনেট ডাটা থাকলেই এই অ্যাপটি দিয়ে পৃথিবীর যে কোন প্রান্তের যে কোনও মানুষের সঙ্গে মুহূর্তেই যোগাযোগ করা যায়।
ইমোর অফিসিয়াল ওয়েবসাইটের ভাষ্যমতে, এ যাবৎ তারা ৯শ মিলিয়ন বা ৯০ কোটি মানুষের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ঘটিয়েছে। অর্থাৎ পৃথিবী জুড়ে এই পরিমাণ মানুষকে তাদের ফ্রেন্ডস্ এন্ড ফ্যামিলির সঙ্গে কানেকটেড করেছে ইমো।
অ্যাপটি ব্যবহার করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে এবং এটি করতে একটি মোবাইল নাম্বারের প্রয়োজন হয়। তবে, মোবাইল নাম্বার ছাড়াও ইমো অ্যাকাউন্ট ভেরিফাই করার উপায় আছে। আপনি যদি নিজের নাম্বার ব্যবহার করতে না চান, তবে এ উপায়টি অ্যাপ্লাই করতে পারেন।
আপনি জেনে অবাক হবেন যে, শুধু গুগল প্লে-স্টোর থেকেই এই অ্যাপটি এ যাবৎ ৫শ মিলিয়ন বা ৫০ কোটি বার ডাউনলোড হয়েছে। সুতরাং, বুঝতেই পারছেন এই অ্যাপটির জনপ্রিয়তা কী পরিমাণ! কিন্তু এত জনপ্রিয়তার পরও পৃথিবীর কিছু কিছু দেশে এই অ্যাপটিকে ব্যানড্ করা হয়েছে। অর্থাৎ, ওই সব দেশে বসবাসকারী কোন ব্যক্তি এই অ্যাপটি ব্যবহার করতে পারে না। আসুন, সে দেশগুলো সম্পর্কে জানি।
যেসব দেশে ইমো ব্যবহার করা যায় না
ভিওআইপি ফিচার থাকার কারণে নিরাপত্তার ঝুঁকি এড়ানোর কথা বলে নিম্নোক্ত দেশগুলোতে ইমো ভিডিও কলিং অ্যাপটিকে ব্যানড্ করা হয়েছে-
- চায়না
- সৌদি আরব
- ইউনাইটেড আরব আমিরাত
- কাতার
- মিশর
- ইরান
- জর্ডান
- কুয়েত
- উত্তর কোরিয়া
খেয়াল করে দেখুন যে, এই ৯টি দেশের প্রায় সবগুলোই মিডল-ইস্ট কান্ট্রি। অ্যামেরিকাসহ ইউরোপের বড় বড় দেশগুলোতে ইমো ব্যবহারে কোন নিরাপত্তা ঝুঁকি নেই। অথচ এশিয়া এবং আরব-আমিরাতের দেশগুলোতে নিরাপত্তার কথা বলা হচ্ছে।
অনেক বিজ্ঞ লোক মনে করছেন, আসলে নিরাপত্তার ঝুঁকি নয়, বরং মোবাইল অপারেটর কোম্পানীগুলোর চাপে পড়ে বন্ধ করা হয়েছে। ইমোর কারণে অনেকেই এখন আর সরাসরি কারো নাম্বারে কল দেয় না। বরং, ইমোতে কল দেয়। ফলে, অপারেটর কোম্পানীর আয় কমে যাচ্ছে।
যাইহোক, আপনি যদি উপরোক্ত দেশগুলোতে বসবাস করে থাকেন, তবে ওখানে থেকেই কিভাবে ইমো ব্যবহার করবেন তা নিয়ে আরো লেখা আসছে। আমাদের সঙ্গেই থাকুন, আর এ লেখাটি শেয়ার করে আমাদের উৎসাহিত করুন।
Rakib Islam says
আমাদের বাংলাদেশেও কি ব্যান করা হবে
টি আই অন্তর says
এখন পর্যন্ত এ রকম সম্ভাবণা দেখা দেয়নি।