কম্পিউটার ব্যবহার করবেন কিন্তু মাউস ব্যবহার করবেন না এমন চিন্তা মাথায় আনাটাও বোকামি। আজকাল ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি ল্যাপটপ, ট্যাব এমনকি স্মার্ট ফোনেও মাউস ব্যবহার করেতে দেখা যায়। বর্তমানে মাউস ব্যবহারের ক্ষেত্রে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে ওয়্যারলেস মাউস।
যেহেতু ওয়্যারলেস মাউসের ব্যবহার তুলনামূলক ঝামেলা মুক্ত, তাই প্রায় সবাই এই মাউস ব্যবহার করে। তবে সমস্যা হয় কম দামে পছন্দের মাউস খুঁজে বের করা। কেননা বাজারে আজকাল অনেক মাউস পাওয়া যায় কিন্তু কোন মাউসটি আপনার জন্য ভাল হবে সেটা জানা জরুরি। আজকের এই লেখায় কম দামে সেরা ৫টি মাউস নিয়ে আলোচনা করা হচ্ছে। তবে তার আগে চাইলে আপনি বিশ্বের সবচেয়ে দামী ১০টি মাউস সম্পর্কে জানার কৌতুহল মেটাতে পারেন।
কম দামে ওয়্যারলেস মাউস
এখানে আমি যে ৫টি মাউস নিয়ে আলোচনা করেছি, সেগুলোর মাঝে কিছু আছে একেবারে কম দাম। অর্থাৎ, ৩০০ থেকে ৫০০ এর ভেতর। কিন্তু সেগুলো খুব বেশি ভাল না হওয়ায় আর সেই সাথে ওয়ারেন্টি না থাকায় কিছু নিয়েছি যেগুলো একটু বেশি দাম। অর্থাৎ, ৯০০ থেকে ১০০০ বা আরো একটু উপরে। আর কেনার ফ্লেক্সিবিলিটির কথা চিন্তা করে কিছু মাউসের অনলাইন প্লাটফর্মের লিংক দেইনি।
যাইহোক, যে মাউসটি আপনি কিনতে চান, সেটির লিংকে গিয়ে কিনতে পারেন। আর যেটির লিংক দেয়া নেই, সেটি আপনার আশে-পাশের দোকান থেকে কিনতে পারেন। এবার আসুন, একটা একটা করে ৮টা মাউসের ডিটেইলস্ ও শর্ট স্পেসিফিকেশন সম্পর্কে জানি।
১. Xiaomi Mi Wireless Mouse
2.4GHz ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নিয়ে বাজারে এসেই অনেকের মন জয় করে নিয়েছে Xiaomi Mi Wireless Mouse। উচ্চ মাত্রার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির কারণে এটি খুব দ্রুত কাজ করে এবং কম্পিউটারের সঙ্গে ওয়্যারলেস কানেকশনও হয় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। কমপেক্ট ডিজাইনে তৈরি এই মাউসটিতে অ্যান্টি-ফোলিং কোটিং যা মাউসটিকে ধূলা-বালি দ্বারা ময়লা হওয়া থেকে রক্ষা করে। এই মাউসে একটি আরামদায়ক গ্রিপ রয়েছে যা আপনার মাউস ব্যবহারের অভিজ্ঞতা পাল্টে দেবে। আরো অনেক সুবিধা সম্বলিত এই মাউসটি আপনার কম্পিউটারের জন্যে সঠিক চয়েস হিসেবে বিবেচিত হতে পারে।
স্পেসিফিকেশন
- ব্র্যান্ড: শাওমি
- অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৭/৮/১০, ম্যাক এক্স ১০.৮ ও ওভার
- ম্যাক্সিমাম অপারেটিং ডিসটেন্স: ১০ এম
- কানেক্টিভিটি: ওয়্যারলেস
- মডেল: WSB01TM
- কালার: হোয়াইট
- দাম: ১১০০
২. Havit HV-MS625GT
বৈশিষ্ট্য
- ব্রান্ড: Havit
- ডিপিআই: 800
- দাম: ৩০০ টাকা
- ওয়ারেন্টি: নাই
কম দামের মধ্যে যদি ওয়্যারলেস মাউসের স্বাদ পূরণ করতে চান, তবে এই মাউসটি আপনার জন্য। মাউসটির বডি এবং ডিজাইন আপনার হাতের জন্য আরামদায়ক হবে। কম দাম হলেও এর মধ্যে আছে ৬টি বাটন এবং এই বাটন গুলোতে প্রায় ৩০ লক্ষ বার ক্লিক করতে পারবেন। ওয়্যারলেসের মাধ্যমে এটা প্রায় ১০ মিটার পর্যন্ত কাজ করতে সক্ষম। ব্যাটারি হিসাবে ব্যবহার করতে হবে ২টি AAA ব্যাটারি। দামে যেহেতু সস্তা তাই এর সাথে আপনি কোন ওয়ারেন্টি পাচ্ছেন না।
৩. Mouse Laser Wireless RED By Astram
গর্জিয়াস লুুকের সাথে পারফেকশনিস্ট একটা মাউস যদি খুঁজে থাকেন, তবে Mouse Laser Wireless RED By Astram হতে পারে আপনার পিসির জন্যে একটি দারুণ অনুসঙ্গ। থ্রিডি বাটনের এই মাউসটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সসহ সব অপারেটিং সিস্টেমেই এটি কার্যকর।
স্পেসিফিকেশন
- আইটেম নাম্বার: অ্যারো লেজার
- ইন্টারফেস ইউএসবি: ন্যানো রিসিভার
- কালার: সাদা, কালো এবং লাল
- টেকনোলোজি: এইচডি অপটিক্যাল ১৬০০ ডিপিআই
- বাটন: থ্রিডি
- রেজ্যুলেশন: ১০০০/ ১২০০ এবং ১৬০০
- ওয়ারেন্টি: এক বছরের হার্ডওয়্যার ওয়ারেন্টি।
- দাম: ১২৫০
৪. A4Tech G3-400N
বৈশিষ্ট্য
- ব্রান্ড: A4Tech
- ডিপিআই: 1000
- দাম: ৫৫০
- ওয়ারেন্টি: ১ বছর
প্রথমে এই মাউসের কিছু সুবিধা বলে নেয়া দরকার। এই মাউসে রয়েছে ৪ স্তরের এনার্জি সেভিং সুবিধা এবং ০.২ সেকেন্ডে ব্যবহার না করলে অটো স্লিপ মোডে চলে যায়। ফলে আপনার ব্যাটারির চার্জ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। এর একটি ব্যাটারি প্রায় ১৮ মাস পর্যন্ত সেবা দিতে সক্ষম। এছাড়া এর শক্তিশালী চিপ এবং এসওসি প্রযুক্তি অনেক দূর থেকেও স্ট্যাবল সংযোগ দিতে সক্ষম। প্রায় ১৫ মিটার পর্যন্ত সেবা দিতে সক্ষম।
এই মাউসের রিপোর্ট রেট ১২৫ হার্জ এবং বাটন সংখ্যা ৩টি যা একটি আদর্শ মাউসের জন্য যথেষ্ট। ব্যাটারি হিসাবে ব্যবহার করতে পারবেন ১টি AA ব্যাটারি। এই মাউসের সাথে আপনি ১ বছরের ওয়ারেন্টি পাবেন।
৫. Genius Micro Traveler 9000R Wireless Mouse
একটি বিল্ট-ইন ২৪০ এমএএইচ লি-পলিমার রিচার্জেবল ব্যাটারি Genius Micro Traveler 9000R Wireless Mouse কে সবার কাছেই গ্রহণযোগ্য করে তুলেছে। কারণ, এই ব্যাটারি আপনার কম্পিউটারের অ্যানার্জি সেভিং করছে, এমনকি আপনাকে কখনো ব্যাটারি রিপ্লেস করার কথা ভাবতেও হবে না। মাইক্রো ট্রাভেলার ১২০০ ডিপিআইয়ের কম্বিনেশনে তৈরি এই মাউসটিকে তাই আপনার পছন্দের তালিকার শীর্ষে রাখতে পারেন অনায়াসে।
স্পেসিফিকেশন
- ২.৪ গিগাহার্টস্ টেকনোলোজি
- অ্যান্টি-ইন্টারফিয়ারেন্স
- পাওয়ার সেভিং মুড
- ১২০০ ডিপিআই ইনফ্রারেড সেন্সর
- বিল্ট-ইন ২৪০ এমএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
- প্রতি চার্জে সর্বোচ্চ ৪ সপ্তাহ
- পকেট সাইজ ডিজাইন
- দাম: ১৪৯০
৬. Logitech M185
বৈশিষ্ট্য
- ব্রান্ড: Logitech
- ডিপিআই: 1000
- দাম: ৯০০ টাকা
- ওয়ারেন্টি: ১বছর
ক্লাসিক ডিজাইন এবং সাইজের দিক দিয়েও তুলনামূলক ছোট। এর সবগুলো ফিচার একজন সাধারণ কম্পিউটার ব্যবহারকারীর জন্য যথেষ্ট। ওয়্যারলেস কানেক্টিভটি স্পিড ২.৪ গিগাহার্জ এবং ব্যাটারির আয়ুষ্কাল পাওয়া যাবে প্রায় ১ বছর। সাথে আছে অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন অপটিকাল সেন্সর। ব্যাটারি হিসাবে ব্যবহার করতে হবে ২টি AAA সাইজের ব্যাটারি। মাউসটিতে আপনি ১ বছরের ওয়ারেন্টি পাবেন।
৭. HP Z3700
বৈশিষ্ট্য
- ব্রান্ড: HP
- ডিপিআই: 1200
- দাম: ৮০০ টাকা
- ওয়ারেন্টি: ১ বছর
আপনি যদি সাধারণ গেমার বা প্রফেশনাল কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন তবে এই মাউসটি আপনার পছন্দের তালিকায় যুক্ত করতে পারেন। এই মাউসটিতে রয়েছে ১২০০ ডিপিআই ফলে আপনি স্বাচ্ছন্দ্যে যেকোনো বড় মনিটরেও মাউসটি ব্যবহার করে আরাম পাবেন। ডিজাইনের দিকে দিয়ে এটাতে আছে একটা প্রিমিয়াম লুক ফলে শো অফ করার জন্যেও খুব একটা খারাপ হবে না মাউসটি।
বাটান হিসাবে থাকছে ২টি বাটন। আপনি বিভিন্ন কালারের পাবেন। ওয়্যারলেস কানেক্টিভটি স্পিড ২.৪ গিগাহার্জ। ব্যাটারি হিসাবে ব্যবহার করতে হবে ১টি AA সাইজের ব্যাটারি। আর ব্যাটারির আয়ুষ্কাল পাবেন প্রায় ১৬ মাস। আর মাউসের সাথে তো ১ বছরের ওয়ারেন্টি পাবেনই।
৮. Rapoo 3600
বৈশিষ্ট্য
- ব্রান্ড: Rapoo
- ডিপিআই: 1000
- দাম: ৯০০ টাকা
- ওয়ারেন্টি: ২ বছর
মজার ব্যাপার হল এই মাউসটিতে সাইলেন্ট সুইচ সুবিধা রয়েছে। ফলে মাউসের বাটনে ক্লিক করলে বিরক্তিকর সাউন্ড আর শোনতে হবে। এটা এই মাউসের সবচেয়ে বড় সুবিধা। এছাড়া এর ডিজাইনও বেশ প্রিমিয়াম ধাঁচের। ওয়্যারলেস কানেক্টিভটি স্পিড ২.৪ গিগাহার্জ। ব্যাটারির আয়ুষ্কাল পাবেন প্রায় ২ বছর। এছাড়া এই মাউসের আরও একটি বিশাল মাপের সুবিধা হল আপনি এর সাথে পাবেন ২ বছরের ওয়ারেন্টি তাই কেনার পর চিন্তামুক্ত ভাবে ২ বছর ব্যবহার করতে পারবেন।
শেষ কথা
এই ছিল আজকে সেরা ৫টি কম দামে ওয়্যারলেস মাউস নিয়ে আলোচনা। চেষ্টা করা হয়েছে কম দামের মধ্যে সেরা কিছু মাউস আপনাদের সামনে তুলে ধরা। মাউস কেনার আগে অবশ্যেই এই ৭টি বিষয় বিবেচনায় রাখবেন আর দেখে নিবেন আপনার জন্য কোন মাউসটি জরুরি। সাধারণ কম্পিউটার ব্যবহারকারী হলে অযথা বেশী দাম দিয়ে মাউস ক্রয় করে খুব একটা লাভ নেই। কেননা সাধারণ কাজে আপনি মাউসের তেমন পার্থক্য করতে পারবেন না।
Leave a Reply