স্ট্র্যাটেজি গেম হলো কৌশলগত গেম। যার মাধ্যমে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া হয় এবং সে অনুযায়ী কাজ করতে বলা হয়। গেমগুলো খুবই চ্যালেঞ্জিং হওয়ার আপনাকে যথেষ্ট বুদ্ধি খাটাতে হবে। গেমিং দুনিয়ার বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে এই স্ট্র্যাটেজি গেমগুলো। আজকের আলোচনায় থাকছে প্লে-স্টোরে সর্বাধিক রেটিং পাওয়া বিশ্বব্যাপী বহুল আলোচিত ৫ টি স্ট্র্যাটেজি গেম।
সেরা ৫ টি স্ট্র্যাটেজি গেম
স্ট্র্যাটেজি গেম খেলতে ব্রেনের প্রচুর ব্যায়াম হয় বলে এই গেমগুলো আপনার ব্রেনকে আরো সচল করতে সাহায্য করবে। এই ধরণের গেমগুলো খেলার সময় ব্রেনে রক্ত চলাচল বাড়ে, দ্রুত চিন্তা করার ক্ষমতা বাড়ে, ব্রেন আগের থেকে বেশি সচল হয়। চলুন, তাহলে ঘুরে আসি স্ট্র্যাটেজি গেমের এই ছোট্ট তালিকা থেকে।
আরো পড়ুন:
- সেরা ৫টি অফলাইন মোবাইল গেম
- এক ডজন পপুলার ফেসবুক গেম
- সেরা ১০টি ফ্রি অ্যাকশন গেম
Clash of Clans
স্ট্রাটেজি গেমগুলোর মধ্যে এই গেমটির নাম সবার প্রথম এ আসে। বাংলাদেশে এই গেমটির নাম শোনেনি এমন লোক আছে বলে মনে হয় না। পৃথিবী ব্যাপী সব থেকে আলোচিত এই গেমটি প্লে স্টোর থেকে প্রায় ১০০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে।
এই গেমটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটি গ্রামকে নিয়ে। সেখানকার সব জিনিশ সোনা বা এলিক্সার এর বিনিময় আপডেট করতে হয়। এখানে একটি টাউনহল রয়েছে যেটি আপডেট এর মাধ্যমে গেমটির নতুন ধাপে অগ্রসর হওয়া যায়। সোনা বা এলিক্সার জন্য যুদ্ধে যাওয়ার দরকার পড়ে। যার জন্য সৈন্য তৈরির ও দরকার পড়ে। অন্য শত্রুর হাত থেকে নিজের গ্রামকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাও নেওয়া হয়। ইচ্ছে করলে আপনি টাকা দিয়ে জেমছ কিনে গেমটি খেলতে পারবেন। যার ফলে আপনি অন্যদের তুলনায় তাড়াতাড়ি গেম এর ধাপ গুলো অতিক্রম করতে পারবেন।
এই গেমটি খেলতে অনেক বুদ্ধি খরচ করতে হয়। যার ফলে মস্তিষ্কে অনেক চাপ পড়ে। পৃথিবীব্যাপী সব থেকে বেশি সময় খেলার তালিকায় এই গেমটি রয়েছে।
Plague Inc.
এই গেমটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে Miniclip। গেমটি ২০১২ সালের বেস্ট ট্যাবলেট গেম হিসাবে স্বীকৃতি পেয়েছে। এখন পর্যন্ত এই গেমটি ৫০ মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে। প্লেস্টোরে অনেক দিন যাবত এটি টপ স্ট্রাটেজি গেমগুলোর মধ্যে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে।
এই গেমটির মূল বিষয় হচ্ছে পুরো পৃথিবীকে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ করানো। উচ্চ কৌশল এবং ভয়ঙ্কর বাস্তবসম্মত সিমুলেশনের একটি অনন্য মিশ্রন হচ্ছে এই Plague Inc। এখানে একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে পুরো পৃথিবীতে রোগ ছড়িয়ে দেওয়া হয়। যার ফলে পুরো পৃথিবীর মানুষ ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা সংক্রমিত হয়। এখানে নিজেকে রক্ষার জন্য প্লাজমা তৈরি করা হয়। যার ফলে সবকিছুই মানবতার বিরুদ্ধে অভিযোজন করতে পারে নিজেকে রক্ষার জন্য।
চমৎকার গেমপ্লেয়ের সাথে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এই গেমের মূল বিষয় হচ্ছে নিজেকে শক্তিশালী করা ও অন্য শক্তিশালীর সাথে যুদ্ধে নিজেকে বাঁচিয়ে রাখা। এখানে শক্তির জয় জয়কারই প্রকাশ পায়।
Clash Royale
clash of clans এর নির্মাতা প্রতিষ্ঠান Supercell নির্মাণ করেছে এই গেইমটি। এটিও স্ট্রাটেজি ভিত্তিক অনলাইন গেম। এই গেমটির সাথে clash of clans এর হুবহু মিল না থাকলেও খেলতে গিয়ে কিছু না কিছু সাদৃশ্য খুঁজে পেতে পারেন।
এখানে প্রত্যেক প্লেয়ার এর একটি করে ক্রাউন টাওয়ার রয়েছে। Clash Royale একটি মাল্টিপ্লেয়ার গেম। এর কারনে একই সময় ২ জন প্লেয়ার একে অপরের প্রতিপক্ষ হয়ে ম্যাচ খেলতে পারে। এই গেমটিতে ট্রফির উপর ভিত্তি করেই সবকিছু হয়ে থাকে। যে ম্যাচটি জিতবে সে প্রায় ৩০ টির মত ট্রফি ও একটি চেষ্ট পাবে। এই চেষ্ট খুলে সে বিভিন্ন ধরনের ট্রুপ কার্ড পেতে পারে। যার ফলে তার সৈন্য বাহিনী আগের থেকে শক্তিশালী হবে এবং সে তার ক্রাউন টাওয়ার আপডেট করতে পারবে।
Influence
আমার খেলা স্ট্র্যাটেজিকাল গেমগুলোর মধ্যে সব থেকে কঠিন এটি। এই গেমটি খেলতে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়। এটি অত্যন্ত কৌশলগত ও চ্যালেঞ্জিং একটি গেম। অন্যান্য স্ট্রাটেজিকাল গেমগুলোর তুলনায় এই গেমটির গ্রাফিক্স পুরোটাই আলাদা। প্রথম দেখায় গেমটিকে কিছুটা পাজেল গেম এর মত মনে হয়। এক কথায় গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবে।
এটি প্লেস্টোর থেকে ৫ লাখের ও বেশি বার ডাউনলোড হয়েছে। একটি ভাইরাসের মাধ্যমে এই গেমটি শুরু করতে হয়। তারপর অপর পক্ষের হেক্স যোদ্ধাদের ভাইরাসের মাধ্যমে মারতে হয়। কিন্তু এটিতে যত লেভেল বাড়তে থাকবে ঝুঁকির পরিমাণও বাড়তে থাকবে। গেমটিতে মোট ৬ টি আলাদা বিভাগ রয়েছে। এক এক বিভাগে এক এক রকম গেমপ্লে রয়েছে। অফলাইনের পাশাপাশি ইচ্ছে হলে আপনি গেমটি অনলাইনেও খেলতে পারবেন।
মুক্তি ক্যাম্প
সর্বশেষ এ আসছে আমাদের দেশে তৈরি গেম মুক্তি ক্যাম্প। মাইন্ডফিশার গেমস গত ডিসেম্বর মাসের ১৬ তারিখ গেমটি প্লে-স্টোরে সবার জন্য উন্মুক্ত করে। এটি আমাদের দেশি গেম নির্মাতা প্রতিষ্ঠান, মাইন্ডফিশার গেমস এর ৩য় গেম। এর আগের গেম দুটিও দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে ছিল। তবে এবার তারা গেমটিকে পরিপূর্ণভাবে স্ট্রাটাজিকাল গেম এ রূপান্তরিত করেছে।
এই গেমটিতে প্রথমে আপনাকে একটি গ্রাম দেওয়া হবে এবং সাথে কিছু মুক্তিযোদ্ধা পাবেন। তাদের খাবার, যুদ্ধে যাওয়ার অস্ত্র নতুন মুক্তুযোদ্ধা সংগ্রহ তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি যোদ্ধাকে আগের থেকে শক্তিশালী ও বেশি বুদ্ধিমাত্রার অধিকারী করে তুলতে রয়েছে ট্রেনিং ক্যাম্প। ট্রেনিং ক্যাম্প থেকে ট্রেনিং সম্মন্ন করে তারা বিভিন্ন পাক হানাদার বাহিনীর ঘাটিতে আক্রমন করে ওই এলাকার জয় ছিনিয়ে আনে।
এখানে পাক হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের গ্রাম আক্রমন করতে পারে। পাক বাহিনীর আক্রমণ থেকে গ্রামকে রক্ষা করার জন্য তাদের প্রতিরক্ষা বিভাগও রয়েছে। দেশের সব প্রান্তের খবর জানার জন্য এখানে রেডিও স্টেশন ও রয়েছে। মুক্তিযোদ্ধারা ইচ্ছে করলে তাদের বাড়িতে চিঠি ও লিখতে পারে।
এই গেমটির মাদ্ধ্যমে দেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পুরো পৃথিবীর কাছে তুলে ধরা হয়েছে। গেমটি এখন পর্যন্ত শুধুমাত্র অফলাইন এ খেলা গেলেও পরবর্তী আপডেটে এটির অনলাইন সংস্ক্ররন ও যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
প্লে স্টোর এর হাজার হাজার স্ট্র্যাটেজিকাল গেম এর মধ্য থেকে বহুল আলোচিত ৫টি গেম নিয়ে আলোচনা করা হয়েছে। যার মধ্যে সবগুলো গেম খেলতে হলে আপনাকে অবশ্যই চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে এবং সাথে বুদ্ধিমত্তার পরিচয় ও দিতে হবে।
Leave a Reply