স্মার্টফোনের মূল আকর্ষণ হল ইন্টারনেট ব্যবহার করা। কিন্তু আপনি যদি স্মার্টফোন কেনার পর স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার না করেন, তবে আপনার স্মার্ট ফোন ব্যবহার ষোল আনাই বৃথা। মূলত স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করার অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট ব্রাউজার। আপনি কতটা স্বাচ্ছন্দ্যে এবং আরামে ইন্টারনেট তথা ওয়েবসাইট ব্রাউজ করবেন, সেটা নির্ভর করবে একটি ভালো মানের ইন্টারনেট ব্রাউজার এর উপর।
যদিও অধিকাংশ ফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য গুগল তাদের নিজস্ব ব্রাউজার গুগল ক্রোম দিয়ে রাখে। কিন্তু গুগল ক্রোমে ইন্টারনেট ব্রাউজারে খুব বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় না। তাই অনেকেই আরো সুবিধা সম্বলিত ইন্টারনেট ব্রাউজার খোঁজ করে থাকেন।
প্লে-স্টোরে থাকা অসংখ্য ইন্টারনেট ব্রাউজার দেখে অনেকেই দোটানায় পড়ে যান। তাই আপনাদের দোটানা থেকে মুক্তি দিতে আজকে আমি অ্যান্ড্রয়েডের সেরা ৫টি ইন্টারনেট ব্রাউজার নিয়ে আলোচনা করবো।
ভাল মানের ইন্টারনেট ব্রাউজার
১. Firefox
এক নজরে ব্রাউজারের ফিচার:
- সর্বোচ্চ নিরাপত্তা
- পারফরম্যান্স এবং ফাস্ট স্পীড
- ক্লিন ডিজাইন
- অ্যাড-অন ব্যবহার
- অ্যাড-অনের মাধ্যমে অ্যাড ব্লক সহ অসংখ্য ফিচার
তালিকার প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার দেখে অবাক হয়েছেন? অবাক হওয়ার কিছু নেই। মজিলা ফায়ারফক্সের একদম ইউনিক ফিচার হল এর অ্যাড-অন। অ্যাড-অন থাকার ফলে আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও বেশি আনন্দদায়ক হবে। কেননা এর মাধ্যমে আপনি আপনার ব্রাউজার ইচ্ছা মতো কাস্টোমাইজ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মত ফিচার যোগ করতে পারবেন।
অ্যাড ব্লক, ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে, ডার্ক মোড, ইউটিউব ভিডিও ডাউনলোড সহ অসংখ্য ফিচার আপনি অ্যাড-অন ব্যবহার করে যোগ করতে পারবেন।
ফায়ারফক্সের ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে অ্যাড-অনটি একটি অসাধারণ অ্যাড-অন। এর ফলে আপনি মজিলাতে ভিডিও চালু রেখে অন্য ওয়েবসাইট কিংবা অন্য অ্যাপ অনায়াসে ব্যবহার করতে পারবেন। তাই, আপনি যদি ব্রাউজার নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তবে নির্দ্বিধায় ফায়ারফক্সকে আপনার তালিকার প্রথমে রাখতে পারেন।
২. Via Browser
এক নজরে ব্রাউজারের ফিচার:
- অ্যাপ সাইজ মাত্র ৯১৯ কিলোবাইট
- ডাটা সেভিং মোড
- সকল ওয়েব সাইটে ডার্ক মোড
- অ্যাড ব্লক করা সুবিধা
- হোমপেজ এবং ব্রাউজার কাস্টোমাইজ সুবিধা
তালিকার ২ নম্বরে রাখা Via ব্রাউজারের প্রধান আকর্ষণ হল এর ছোট সাইজ। কথায় আছে ছোট মরিচে ঝাল বেশী, বাস্তবতাও তাই। এই ব্রাউজার ব্যবহার করলে এটা আপনি ভালভাবে অনুধাবন করতে পারবেন।
ব্রাউজারটিতে আপনি হাই স্পিডে যে কোন ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এছাড়া এই ব্রাউজারটিতে আরও বেশি দ্রুত ওয়েবসাইট ব্রাউজিং করার জন্য এবং ডাটা সেভিংয়ের জন্য ওয়েবসাইটের ইমেজ লোড বন্ধ রাখতে পারবেন।
এছাড়া এই ব্রাউজারটিতে আপনার ইচ্ছামত কাস্টোমাইজ করতে পারবেন। তাই আপনার ফোনের র্যাম বা রম যদি কম থাকে, তবে তালিকার প্রথমে এই ব্রাউজারটি রাখতে পারেন।
৩. Brave
এক নজরে ব্রাউজারের ফিচার:
- ব্যাটারি এবং ডাটা সেভ
- তথ্যের নিরাপত্তা
- বিল্ট-ইন অ্যাড ব্লক
- সিকিউর ওয়েবসাইট ব্রাউজিংয়ের সুবিধা
- থার্ড পার্টি কুকি এবং ট্র্যাকিং ব্লক
ব্রাউজার অন্যতম একটি আকর্ষণ হল এর বিল্ট-ইন অ্যাড ব্লকার। বিল্ট-ইন অ্যাড ব্লকার হওয়ার কারণে এটা অ্যাড ব্লক এর পাশাপাশি ম্যালিশিয়াস স্ক্রিপ্ট, ভাইরাস, ট্র্যাকিংসহ থার্ড পার্টি কুকিজ ব্লক করতে সক্ষম।
Brave ব্রাউজারের আরেকটি আকর্ষণীয় দিক হল Brave রিওয়ার্ড। ওয়েব সাইটে ঢোকার পরে আপনি যে বিজ্ঞাপন দেখেন এই বিজ্ঞাপনটি আপনার জন্য বিরক্তির কারণ হলেও ওয়েবসাইটের মালিকের জন্য এটা আয়ের প্রধান উৎস। আর আপনি যখন অ্যাড ব্লকার ইউজ করেন, তখন আপনি মূলত তাদের ইনকামের উপরে হামলা চালান বলা চলে।
অর্থের অভাবে বন্ধ হতে থাকবে ওয়েবসাইট, ব্লগ ইত্যাদি। আর এই সমস্যা এড়ানোর জন্য Brave রিওয়ার্ড সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে আপনি অ্যাড ব্লকের সময় Brave এর নিদিষ্ট কিছু অ্যাড দেখে BAT পয়েন্ট অর্জন করতে পারবেন। পরবর্তীতে এই BAT আপনার পছন্দের ওয়েবসাইট মালিককে গিফট করতে পারবেন যেখানে ৩০ BAT এর মূল্য ৪ ডলার।
তাই ভাল মানের সৃজনশীল ব্লগার বা ওয়েবসাইট টিকিয়ে রাখতে চাইলে অথবা সর্বোচ্চ নিরাপত্তার কথা চিন্তা করলে এটা ব্যবহার করতে পারেন।
৪. Ecosia Browser
এক নজরে ব্রাউজারের ফিচার:
- আপনার সার্চে গাছ রোপণ হবে
- তথ্য বিক্রি কিংবা তথ্য সংরক্ষণের ঝুঁকি নেই।
- অ্যাড ব্লক সুবিধা
- বিল্ট-ইন ডাউনলোডার
- ক্রোম ব্রাউজারের বিকল্প
এই ব্রাউজারের প্রধান আকর্ষণ হল আপনি এই ব্রাউজার দিয়ে আপনি যত সার্চ করবেন সেই সার্চ করা অর্থ দিয়ে Ecosia পৃথিবীর বিভিন্ন দেশে বৃক্ষ রোপণ করবে। এখন পর্যন্ত তারা ৫৪ মিলিয়ন গাছ রোপণ করেছে। আগামী ২০১০ সালের মধ্যে তারা ১ বিলিয়ন গাছ রোপণের টার্গেট নিয়েছে। আপনিও তাদের ব্রাউজার ব্যবহার করে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন।
মজার ব্যাপার হল ক্রোম ব্রাউজারে যত ফিচার আছে সব আপনি এই ব্রাউজারে পাবেন। এছাড়া অতিরিক্ত ভাবে পাবেন অ্যাড ব্লক এবং আপনার তথ্যের নিরাপত্তা।
৫. Tor Browser
এক নজরে ব্রাউজারের ফিচার:
- ডার্ক ও ডীপ ওয়েব ব্রাউজিং
- শক্তিশালী ভিপিএন
- নজরদারি এড়ানোর সুবিধা
- কয়েক স্তরের এনক্রিপশন
- ব্লক ওয়েবসাইটে প্রবেশের সুযোগ
আপনি যদি ডার্ক ও ডীপ ওয়েবে প্রবেশ করতে চান, তবে টর ব্রাউজারের বিকল্প কোন ব্রাউজার নেই। ডীপ ওয়েব সম্পর্কে অজানা ২০টি বিষয় নিয়ে হৈচৈ বাংলাতে পাবলিশ হওয়া এই লেখাটি পড়তে পারেন। টর ব্রাউজার আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার পাশাপাশি আপনার পরিচয় লুকিয়ে রাখতে সাহায্য করে।
এই ব্রাউজার কয়েক স্তরের এনক্রিপশন ব্যবহার করে তাই আপনার উপর কেউ নজরদারি করার সুযোগ পাবে না। তাই আপনি যদি এই ধরণের সুবিধা খুঁজে থাকেন, তবে এই ব্রাউজার আপনার জন্য উপযোগী।
শেষ কথা
এই ছিল আজকে ৫টি ভাল মানের ইন্টারনেট ব্রাউজার এর তালিকা। তালিকা যেহেতু ছোট, তাই অনেক ব্রাউজার হয়তো যোগ করতে পারিনি। তবে এখানে যেসব ব্রাউজারে ইউনিক ফিচার রয়েছে তাদের যোগ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা, স্পিড, ডাটা সেভ, চার্জ সেভ প্রভৃতি বিষয়কেও গুরুত্ব দিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। অনেক ব্রাউজার আছে অনেক বেশী ফিচার আছে কিন্তু তাদের কাছে আপনার তথ্য যেমন নিরাপদ নয়, তেমনি ব্রাউজারও।
Leave a Reply