আজকাল মানুষ ফোনের পাশাপাশি ট্যাব ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছে। যদিও সম্প্রতি ট্যাব বিক্রির পরিমাণ অনেক কমে গিয়েছে। তবে বড় স্ক্রিনের কারণে ই-বুক, ইন্টারেনট ব্যবহার, ইউটিউব, মুভি দেখা, টিভি দেখা, গেম খেলার জন্য অনেকেই ট্যাব কেনার প্রতি বেশী আগ্রহী হয়ে থাকে। তবে, এর পেছনে বেশি ব্যয় করতে রাজী নন সবাই। ফলে, অনেকেই কম দামে ভাল ট্যাব খুঁজে থাকেন।
যাই হোক বর্তমানে অনেক ব্রান্ডের বিভিন্ন মডেলের ট্যাব পাওয়া যায়। দেখে নিতে পারেন গত বছরের সেরা কিছু ট্যাব এর তালিকা। এত সব ট্যাবের মধ্য থেকে কাঙ্ক্ষিত ট্যাব খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। সেই কষ্টের পরিমাণ আরও বেশী বেড়ে যায় যদি বাজেট হয় ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। তবে সমস্যা নেই, আপনি যদি কম দামের মধ্যে ভাল একটি ট্যাব কেনার চিন্তা করে থাকেন, তবে এই লেখাটি আপনার জন্য।
কম দামে ভাল ট্যাব
আপনি হয়তো জানেন, যে ১০ কারণে আমাদের সকলেরই একটি ট্যাব থাকা দরকার। কিন্তু অনেকেই ট্যাব কিনতে গিয়ে বাজেট সংক্রান্ত সমস্যায় পড়েন। অর্থাৎ, কম বাজেটে ভাল মানের ট্যাব খুঁজে পান না। তাদেরকে সহযোগীতা করার জন্যেই হৈচৈ বাংলার এই প্রোডাক্ট রিভিউ পোস্ট।
ছবি
১. TwinMOS AQ71
একনজরে TwinMOS AQ71 ট্যাবের ফিচারগুলো:
- প্রসেসর: কোয়াড-কোর ১.২ গিগাহার্জ
- ডিসপ্লে: ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
- র্যাম: ১জিবি
- স্টোরেজ: ৮জিবি
- ক্যামেরা: পিছনে ২ মেগাপিক্সেল এবং সামনে ০.৩ মেগাপিক্সেল
- অ্যান্ড্রয়েড ভার্সন: ললিপপ ৫.১.১
- ব্যাটারি: ২৫০০ এমএএইচ
- দাম: ৫,০০০ টাকা
বুঝতেই পারছেন আসলে কম বাজেটের মধ্যে খুব ভাল একটি ট্যাব। সাইজের দিক দিয়ে ছোট হওয়ায় যেকোন জায়গায় ব্যবহার উপযোগী। স্ক্রিন সাইজ ৮০০*৪৮০ পিক্সেল হওয়ায় মোটামুটি চলে যাবে। ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এস-ডি কার্ড ব্যবহার করা যাবে। তবে ট্যাবটি কেনার আগে মনে রাখতে হবে এই ট্যাবে কোন সিম সাপোর্ট করে না। তবে মডেম ব্যবহার করলে সিম ব্যবহার করতে পারবেন। ট্যাবটিতে আপনি ১ বছরের লিমিটেড ওয়ারেন্টি পাবেন।
২. Symphony T7 Lite
একনজরে Symphony T7 Lite ট্যাবের ফিচারগুলো:
- প্রসেসর: কোয়াড-কোর ১.৩ গিগাহার্জ
- ডিসপ্লে: ৭ ইঞ্চি
- র্যাম: ৫১২ এমবি
- স্টোরেজ: ৪ জিবি
- ক্যামেরা: ২ মেগাপিক্সেল এবং ০.৩ মেগাপিক্সেল
- অ্যান্ড্রয়েড ভার্সন: ললিপপ ৫.১
- ব্যাটারি: ২৮০০ এমএএইচ
- দাম: ৫,৪৯০ টাকা
ট্যাবটির ফিচার দেখে যদিও মন খারাপ হওয়ার মত। আসলে আজকের দিনে ৫১২ এমবি র্যামের ট্যাব ব্যবহার না করাই উত্তম। কেননা আজকাল অধিকাংশ অ্যাপ, গেম অনেক বেশী র্যাম ব্যবহার করে। তাই আপনার যদি ট্যাব ব্যবহারের উদ্দেশ্য কেবল ই-বুক, ইন্টারনেট, মুভি কিংবা ইউটিউব ব্যবহার করা তবে এটা আপনার জন্য সেরা পছন্দ হতে পারে।
৩. SYMTAB 20
একনজরে SYMTAB 20 ট্যাবের ফিচারগুলো:
- প্রসেসর: ডুয়েল-কোর ১.৩ গিগাহার্জ
- ডিসপ্লে: ৭ ইঞ্চি
- র্যাম: ১ জিবি
- স্টোরেজ: ৮ জিবি
- ক্যামেরা: ০.৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল
- অ্যান্ড্রয়েড ভার্সন: কিটকেট ৪.৪.২
- ব্যাটারি: ২৫০০ এমএএইচ
- দাম: ৫,৯৯০ টাকা
ডুয়েল কোরের এই ট্যাবটিতে আপনি খুব খারাপ পারফরমেন্স পাবেন না। ডুয়েল সিম ব্যবহারের এবং ২জি ও ৩জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা পাবেন এই ট্যাবে। এছাড়া ট্যাবটির স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ থাকছে। ইউএসবি মডেম, ওটেজি ব্যবহার করার সুবিধা তো থাকছেই।
৪. Walpad G3
একনজরে Walpad G3 ট্যাবের ফিচারগুলো:
- প্রসেসর: কোয়াড-কোর ১.৩ গিগাহার্জ
- ডিসপ্লে: ৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
- র্যাম: ১ জিবি
- স্টোরেজ: ৮ জিবি
- ক্যামেরা: ২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল
- অ্যান্ড্রয়েড ভার্সন: ললিপপ ৫.১
- ব্যাটারি: ৪০০০ এমএএইচ
- দাম: ৭,৭৯০ টাকা
আকর্ষণীয় দুইটি কালারের মধ্যে কম দামে ভাল ট্যাব এটি। বেশ কিছু ফিচারের দিক দিয়ে এটা বেশ উন্নত। সিম ব্যবহার করার সুযোগ থাকছে এই ট্যাবটিতে। এইচডি এবং আইপিএস ডিসপ্লে হওয়াতে ট্যাবটি ব্যবহার করে আপনি গেম, ভিডিওতে ভাল মতো উপভোগ করতে পারবেন। সামনে এবং পিছনে উভয় দিকে এটা ২ মেগাপিক্সেল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর ব্যাটারি, কেননা আপনি এর সাথে ৪ হাজার এমএএইচ ব্যাটারি পাচ্ছেন। সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি।
৫. Amazon Fire 7
একনজরে Amazon Fire 7 ট্যাবের ফিচারগুলো:
- প্রসেসর: কোয়াড-কোর ১.৩ গিগাহার্জ
- ডিসপ্লে: ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
- র্যাম: ১ জিবি
- স্টোরেজ: ৮ জিবি
- ক্যামেরা: ভিজিএ এবং ২ মেগাপিক্সেল
- অ্যান্ড্রয়েড ভার্সন: ললিপপ ৫.১
- ব্যাটারি: ২৯৮০ এমএএইচ
- দাম: ৯,০০০ টাকা
অ্যামাজনের সবচেয়ে বেশী বিক্রি হওয়া ট্যাবের মধ্যে অন্যতম এই মডেলের ট্যাবটি। প্রথমে বলে রাখা ভাল এই ট্যাবটিতে আপনি কোন সিম ব্যবহার করতে পারবেন। অসাধারণ পারফরমেন্সের সাথে পাবেন একটি উজ্জ্বল আইপিএস ডিসপ্লে তাই গেম খেলা, ভিডিও দেখা কিংবা ইন্টারনেট ব্রাউজ সব কিছুই হবে প্রাণবন্ত। মাইক্রো এস-ডি কার্ড ব্যবহার করে এটাতে আপনি ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন। এছাড়া ফ্রি অ্যামাজনের ক্লাউড স্টোরেজ তো থাকছেই। এর সাথে পাবেন ৩ মাসের ওয়ারেন্টি।
৬. Lenovo Tab 3
একনজরে Lenovo Tab 3 ট্যাবের ফিচারগুলো:
- প্রসেসর: কোয়াড-কোর ১.৩ গিগাহার্জ
- ডিসপ্লে: ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
- র্যাম: ১ জিবি
- স্টোরেজ: ১৬ জিবি
- ক্যামেরা: ০.৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল
- অ্যান্ড্রয়েড ভার্সন: ললিপপ ৫.১
- ব্যাটারি: ৩৪৫০ এমএএইচ
- দাম: ৯,৫০০ টাকা
এই ট্যাবটি প্রসেসর এবং ডিসপ্লে এর দিক দিয়ে সেরা হলেও র্যাম এবং ক্যামেরার দিক দিয়ে তেমন আহামরি না। তাই আপনার যদি ক্যামেরা বা র্যাম নিয়ে খুঁতখুঁত থাকে তবে এই ট্যাবটি এড়িয়ে যেতে পারেন। ট্যাবটিতে আপনি সিম ব্যবহার এবং থ্রিজি স্পিডের সুযোগ পাচ্ছেন। প্রসেসর পাচ্ছেন মিডিয়াটেকের ১.৩ গিগাহার্জ তাই বলা যায় পারফরমেন্স খুব একটা খারাপ হবে না। সাউন্ডের দিক দিয়েও এটা সেরা। ওয়ারেন্টি পাবেন ১ বছরের।
৭. Huawei MediaPad T3
একনজরে Huawei MediaPad T3 ট্যাবের ফিচারগুলো:
- প্রসেসর: কোয়াড-কোর ১.৩ গিগাহার্জ
- ডিসপ্লে: ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
- র্যাম: ১ জিবি
- স্টোরেজ: ৮ জিবি
- ক্যামেরা: ২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৪১০০ এমএএইচ
- দাম: ৯,৬০০ টাকা
আকর্ষণীয় ডিজাইনের এই ট্যাবটিতে আপনার প্রয়োজনীয় সব ফিচার পাবেন। এই ট্যাবের মূল আকর্ষণ এর ব্যাটারি ৪১০০ এমএএইচ এর ব্যাটারি হওয়ায় চার্জ করা নিয়ে খুব বেশী চিন্তা করতে হবে না। সিম ব্যবহার করার সুবিধা থাকলেও আপনি এটাতে মাইক্রো এস-ডি কার্ড ব্যবহারের সুযোগ পাবেন না। তাই এই ট্যাব ক্রয়ের আগে অবশ্যই এই বিষয়টি ভেবে নিবেন। ট্যাবের সাথে ১ বছরের ওয়ারেন্টি পাবেন।
৮. Twinmos MQ718G
একনজরে Twinmos MQ718G ট্যাবের ফিচারগুলো:
- প্রসেসর: কোয়াড-কোর ১.৩ গিগাহার্জ
- ডিসপ্লে: ৭ ইঞ্চি
- র্যাম: ২ জিবি
- স্টোরেজ: ১৬ জিবি
- ক্যামেরা: ২ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল
- অ্যান্ড্রয়েড ভার্সন: ললিপপ ৫.১
- ব্যাটারি: ৩৮০০ এমএএইচ
- দাম: ৯,৭৬৫ টাকা
ফিচার দেখে আশা করি অনুধাবন করতে পারছেন এর পারফরমেন্স। উন্নত প্রসেসর এবং ডিসপ্লের পাশাপাশি পাচ্ছেন সেরা মানের ব্যাটারি ব্যাকআপ। ক্যামেরার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না কেননা এর পেছনে পাচ্ছেন ৫ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেল। সিম ব্যবহার করার সুযোগ থাকছে এই ট্যাবটিতে। সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি।
শেষ কথা
এই ছিল বর্তমান বাজারে থাকা কম দামে ভাল ট্যাব এর তালিকা। বাজারে বর্তমানে চায়না বিভিন্ন নন-ব্রান্ড ট্যাব পাওয়া যায়। কম দামের মধ্যে ভাল ফিচার এবং কনফিগারেশনের ট্যাব পাওয়া যায়। তবে বুদ্ধিমানের কাজ হল এসব নন-ব্রান্ড চায়না ট্যাব না কেনা। কেননা এসব ট্যাবের স্থায়িত্ব থাকে অনেক কম।
তানভীর ইসলাম says
৩ থেকে ৪ হাজারের মাঝে টেব দেখান।
টি আই অন্তর says
ধন্যবাদ, তানভীর ইসলাম। শীঘ্রই আপনার জন্যে ৩ – ৪ হাজার টাকার ভেতর কিছু ভাল ট্যাবের সন্ধ্যান নিয়ে আমাদের কোনও লেখক হাজির হবেন। ততক্ষণ পর্যন্ত হৈচৈ বাংলার সঙ্গে থাকুন এবং আপনার আর কোনও চাওয়া থাকলে সেটাও আমাদের জানান।
মিনু says
আমার একটি ট্যাব দরকার। সেটা যদি কম দামে পেয়ে যাই তো খুবই ভাল। এখানে লিস্ট করা ট্যাবগুলো আমার ভাল লেগেছে।
Noman says
১০০০০-২০০০০ হাজার টাকার মধ্যে কিছু ট্যাবলেট ফোন নিয়ে কথা বলুন।
ওমর ফারুক says
ওকে, ইন শা আল্লাহ
Alauddin says
আরও নতুন কিছু ট্যাব বের হল, ওগোলাও যদি বলতেন!
TASPIA AKTER ELA says
আমি কিনবো, কিন্তু কোথায় এই ট্যাবগুলো পাবো।
টি আই অন্তর says
ধন্যবাদ, তাসপিয়া আক্তার ইলা।
আপনি এই ট্যাবগুলো আপনার নিকটস্থ যে কোনও কম্পিউটার কিংবা মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে পাবেন। এছাড়া, আপনি অনলাইনেও কিনতে পারেন। যে ট্যাবটি কিনতে চান, সেটির নাম লিখে গুগলে সার্চ দিন। এতে করে যে অনলাইন প্লাটফর্মগুলোতে এটি আছে, সেগুলো আপনার সামনে চলে আসবে।
P chowdhury. says
ট্যাব দিয়ে কম্পিউটারের মতো আজকাল অনেক কাজই করা যায়। কিন্তু দামের আধিক্যের কারণে অনেকেই কিনতে পারেন না। কম দামের মধ্যে ভাল কিছু ট্যাবের সন্ধ্যান দেয়ার জন্যে হৈচৈ বাংলাকে ধন্যবাদ।
ওমর ফারুক says
ধন্যবাদ
prince masum says
ভাই, আমার ৫/৬ হাজার এর মধ্যে একটু ভালো টেব লাগবে অতি জরুরি, কিভাবে পাবো জানাবেন কি?
সাঈদ আহমদ says
Nokia এর মধ্যে ১ অথবা ২ জিবি র্যামের দাম কেমন হবে??
জেসিকা জেসমিন says
নোকিয়ার মধ্যে ১ জিবি র্যাম পাবেন না। ২ জিবি র্যামের অনেকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটির দাম নিচে দেয়া হলো-
Nokia C200 – 12,120
Nokia C2 Tennen – 5,937
Nokia 3.1 A – 6,786
Nokia 3.1 C – 6,786
Nokia 2.3 – 9,330
Nokia C2 Tava – 4,241
Nokia 1.4 – 11,875