বর্তমানে আমাদের কম্পিউটার, ইন্টারনেট এবং স্মার্টফোনের সাথে সময় ব্যয়ের পরিমাণ অনেক বেশী। আর এই প্রযুক্তি দুনিয়া বিচরণ করার সময় প্রতিদিন টুকিটাকি অনেক কাজে আমাদের বিভিন্ন ডিজাইনের প্রয়োজন হয়। আর দ্রুত ডিজাইন করার ক্ষেত্রে ওয়েব ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, এগুলো ডেভেলপ করা হয় নানা ধরণের বিল্ট-ইন ডিজাইন সহকারে।
দ্রুত ডিজাইন করার বেশী প্রয়োজন হয় কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল মার্কেটারদের। যারা ডিজিটাল মার্কেটিং করেন, তাদের প্রায় সব সময়ই নানা রকম কাজে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়। কিন্তু ডিজিটাল মার্কেটারদের ও কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে পিসিতে বসে ভারী সফট্ওয়্যার দিয়ে ডিজাইন করার মত যথেষ্ট্য সময় ও সুযোগ থাকে না।
প্রতিযোগিতার এই যুগে সামান্য সময় অপচয় করার সুযোগ আসলে কারোই নেই। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল মার্কেটার তো আরো বেশি ব্যস্ত। মূল কাজ রেখে স্কেচ থেকে ডিজাইন করার জন্যে প্রচুর সময় দেয়ার জন্যে তারা প্রস্তুত নয়। এখন একবার চিন্তা করুন তো, কেমন হয় যদি আপনি আগে থেকেই সব ডিজাইন তৈরি করা পান!
হ্যাঁ আজকে আমি এরকম কিছু অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো অলরেডি আপনার প্রয়োজনীয় ডিজাইনটি করা আছে। আসুন অ্যাপগুলো সম্পর্কে বিস্তারিত জানি। তবে যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী, তারা ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার সেরা কিছু ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। আশা করি, ওয়েবসাইটগুলো ঘুরে ভালই লেগেছে, এবার আসুন ডিজাইন করার জন্যে দারুণ কিছু অ্যাপ সম্পর্কে জানি।
গ্রাফিক্স ডিজাইন অ্যাপ
১. Canva
কমবেশি অনেকেরই এই অ্যাপটির নাম জানা আছে। এটা একটি ব্রাউজার ভিত্তিক অ্যাপ ফলে পিসি বা ফোনে ইনস্টল করার কোন ঝামেলা নেই। এছাড়া ওয়েবসাইট ভিত্তিক হওয়ায় পৃথিবীর যেকোন জায়গা থেকে যেকোন কম্পিউটার বা ফোন থেকে এটি ব্যবহার করতে পারবেন।
নতুন ব্যবহারকারীদের জন্য সেরা একটি ওয়েবসাইট। ইনফোগ্রাফি, পোস্টার, প্রেজেন্টেশন, কার্ড, লোগো, ইনভাইটেশন, কভার, ফ্লায়ার সহ অসংখ্য ফ্রি টেম্পলেট পাবেন আপনি এই সাইটে। সেই সাথে ইচ্ছামত কাস্টোমাইজ করার সুবিধা তো আছেই। নিজস্ব টেক্সট, ফন্ট, ব্যাকগ্রাউন্ড এবং গ্রাফিক এলিমেন্ট ব্যবহার করার সুবিধা আছে।
আপনার প্রয়োজনীয় সব কিছুই এখানে ফ্রি পাবেন তবে কিছু ডিজাইন ব্যবহার করার জন্য অর্থ খরচ করতে হবে। এই অ্যাপটিকে আপনার ডিজাইন তৈরির তালিকার প্রথমে রাখতে পারেন।
২. Klex
Klex একটি অসাধারণ ব্রাউজার ভিত্তিক অ্যাপ। এই অ্যাপে আপনি স্টক ফটো, ভেক্টর, ইলাস্ট্রেশন, ফন্ট, ব্যাকগ্রাউন্ড তথা ডিজাইনের জন্য যা কিছু প্রয়োজন সব পাবেন। অসংখ্য ডিজাইন আগের থেকে তৈরি করা সেগুলো আপনি আপনার নিজস্ব ছবি দিয়েও এডিট করতে পারবেন। এটা ব্যবহার করাও বেশ সহজ আপনাকে শুধু একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তারপর ফ্রি আনলিমিটেড ডিজাইন করতে পারবেন।
কার্ড, স্যোশাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, পোস্টার, ফেসবুক পোস্ট সহ আরও অনেক কিছু করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এছাড়া আপনি ফটো এডিট করতে পারবেন। ফটো ব্লার, শেডো, রিকালার সহ আরও অসংখ্য ইফেক্ট ছবিতে যোগ করতে পারবেন।
৩. Snappa
যারা ডিজাইনের কিছুই বুঝে না তারও Snappa ব্যবহার করতে পারেন। এর ইউজার ইন্টারফেস অনেক সহজ। এই সাইট ব্যবহারের জন্য আপনাকে কোন ট্রেনিং নিতে হবে না। উপরের দেয়া ওয়েবসাইটের মতই। এই সাইটেও আপনি প্রফেশনাল মানের ডিজাইন, ছবি ফ্রি পাবেন। ডিজাইনে ইফেক্ট দেয়া, শেপ যোগ করা সহ প্রফেশনাল সব কাজ করা সম্ভব এই ওয়েবসাইটের মাধ্যমে।
তবে দুঃসংবাদ হলো প্রতিমাসে আপনি ৫টি ডিজাইন ডাউনলোড করতে পারবেন এর বেশী ডাউনলোড করতে হলে আপনাকে প্রতিমাসে ১০ ডলার করে দিতে হবে।
৪. Adobe Spark
Adobe নাম দেখে ভয় পাওয়ার কোন কারণ নেই। কেননা এটা Adobe Photoshop অথবা Adobe Illustrator এর মত কঠিন না। বরং এটি Adobe অন্যসব সফটওয়্যার থেকে ভিন্ন। ওয়েব ব্রাউজার ভিত্তিক এই অ্যাপে আপনি আগের থেকে তৈরি করা ডিজাইন কাস্টোমাইজ করার সুবিধা পাবেন। আর যাদের Adobe সম্পর্কে ধারণা আছে তারা নিশ্চই অনুধাবন করতে পারছেন তারা কি পরিমাণ সুবিধা দিতে পারে।
অসাধারণ টাইপোগ্রাফি, আইকন, প্রফেশনাল থিম সহ আরও অনেক কিছু পাবেন এখানে। এছাড়া মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইসেই আপনি কাজ করতে পারবেন। এছাড়া আপনি ভিডিও তৈরি করতে পারবেন।
৫. Desygner
Desygner ওয়েব ভিত্তিক অ্যাপ। প্রতি মিনিটে ৮০টি ডিজাইন হয় এই ওয়েবসাইটে। স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য এটা সেরা অ্যাপ। মোবাইলেও আপনি খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। লেয়ার, ইফেক্ট সহ একাধিক পেজ নিয়ে কাজ করার সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে। এছাড়া ইচ্ছামত সাইজ অথবা রিসাইজ করা যাবে। সরাসরি ওয়েবসাইট থেকে আপনার করা ডিজাইন শেয়ার করতে পারবেন।
বলে রাখা ভালো এটার সব কিছু কিন্তু ফ্রি না। অধিকাংশ ডিজাইন ব্যবহারের জন্য আপনাকে মাসিক ৬.৯৫ ডলার প্রদান করতে হবে।
৬. Visme
ইনফোগ্রাফিক তৈরির চিন্তা ভাবনা থাকলে এটা আপনার জন্য সেরা ওয়েবসাইট। মানুষকে আকৃষ্ট করার জন্য আকর্ষণীয় ইনফোগ্রাফিক, আর্টিকেল, রিজিউমি, তৈরির জন্য সেরা ওয়েবসাইট এটি। ডাটা, চার্ট, আইকন, ছবি যুক্ত করার পাশাপাশি আপনি অডিও এবং ভিডিও যোগ করতে পারবেন। ফলে প্রেজেন্টেশনের জন্য সেরা ওয়েবসাইট বলা যেতে পারে এই ওয়েবসাইটকে। এছাড়া আরও কাজ করতে চাইলে ইনফোগ্রাফিক্স তৈরির ১১টি ফ্রি টুলস দেখে নিতে পারেন।
এই ওয়েবসাইটে ফ্রিতে আপনি ৫টি ডিজাইন ডাউনলোড করতে পারবেন। এর বেশী ব্যবহার করতে হলে আপনাকে অর্থ খরচ করতে হবে। সকল সুবিধা নিতে হলে মাসে আপনাকে ২৫ ডলার দিতে হবে।
৭. Google Drawings
উপরের দেয়া সবগুলো ওয়েবসাইট থেকে এটা ভিন্ন। এখানে আপনাকে একদম স্কেচ থেকে ডিজাইন করতে হবে। এই ওয়েবসাইটে আগের থেকে করা কোন ডিজাইন করা কোন কিছু পাবেন না। তবে মজার ব্যাপার হলো এর ইউজার ইন্টারফেস অনেক সহজ। দৈনন্দিন অনেক কাজের জন্য ছবি, শেপ আর টেক্সট ব্যবহার করে ডিজাইন করতে হয়। এসব ডিজাইন আপনি খুব সহজে এই ওয়েবসাইটে এসে করতে পারবেন।
শেষ কথা
উপরে উল্লেখিত সবগুলো সেবা যেহেতু ওয়েবসাইট ভিত্তিক তাই এসব সেবা ব্যবহার করতে হলে ইন্টারনেট সংযোগ এবং ইন্টারনেট ব্রাউজার থাকতে হবে। আশা করি এসব ওয়েবসাইট আপনার কাজে গতি নিয়ে আসবে। যারা এখনো এসব ওয়েবসাইট ব্যবহার করেননি তারা করে দেখতে পারেন। আর যারা প্রফেশনার গ্রাফিক্স ডিজাইনার তার ঘরে বসেই আয় করতে পারবেন।
Leave a Reply