ওয়েবসাইট থেকে ভিডিও এডিটিং শেখাটা একদিকে যেমন মজার, অন্যদিকে সত্যিই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ, ভিডিও এডিটিং শেখার ওয়েবসাইট আছে অনেক আর সেগুলোতে আছে অসংখ্য লার্নিং প্রোগ্রাম। এমনকি, প্রায় প্রতিটি ওয়েবসাইটই ক্যামেরা, এডিটিং ইকুইপমেন্ট, প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনসহ যাবতীয় সব বিষয়েরই নিয়মিতই আপডেট দিয়ে থাকে।
আপনি যদি ভিডিও এডিটিং এর বেসিকটা একবার ধরে ফেলতে পারেন, তবে যে কোন আপডেটের সঙ্গেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন। সেই সাথে, আপনি নিত্যই নিজের নলেজ বাড়াতে পারবেন এবং নিজের স্কিলকে আরো স্ট্রং করে নিতে পারবেন।
আপনি হয়তো জানেন কেন বা কি কারণে আপনার ভিডিও এডিটিং শেখা উচিৎ। এবার জানুন, কিভাবে আপনি ভিডিও এডিটিং শিখবেন বা কোন কোন ওয়েবসাইট থেকে শিখবেন।
এই লেখাটিতে আমরা এমন কিছু ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হবো যেগুলো ভিডিও এডিটিং শেখার জন্যে অসাধারণ। এসব ওয়েবসাইট থেকে আপনি যেমন বেসিক ভিডিও এডিটিং শিখে নিতে পারবেন, তেমনি ধীরে ধীরে নিজেকে অ্যাডভান্সড্ লেবেলে নিয়ে যেতে পারবেন।
এখানকার ওয়েবসাইটগুলো থেকে আপনি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ফাইনাল কাট প্রো, দ্যা ভিঞ্চি রিসলভ্সহ অন্যান্য সব ধরণের প্রয়োজনীয় আফটার প্রোডাকশন টেকনিক শিখে নিতে পারবেন। এগুলোতে আপনি অসংখ্য হেল্পফুল টিউটোরিয়াল ও দরকারি রিসোর্স পাবেন। চলুন, ভিডিও এডিটিং শেখার ওয়েবসাইটগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক।
ভিডিও এডিটিং শেখার ওয়েবসাইট
Larry Jordan
লেরি জর্ডান একজন ব্যক্তির নাম আর তিনি হলেন অ্যামেরিকার একজন স্বাধীন ফিল্মমেকার। অ্যানিমেটেড কোলাজ ফিল্মের জন্যে তিনি অ্যামেরিকাসহ সারা বিশ্বের ফিল্ম ইন্ড্রাস্ট্রির কাছে দারুণ পরিচিত। আর যে ওয়েবসাইটটি কথা বলতে চলেছি, এটি চলছে লেরি জর্ডানের নামে।
বিশ্ব জুড়ে প্রায় সকল প্রপেশনাল ভিডিও এডিটরদের কাছে লেরি জর্ডানের এই ওয়েবসাইটি তুমুল জনপ্রিয়। কারণ, বিশ্বের অনেক ভিডিও এডিটররাই হাতেখড়ি নিয়েছেন এবং নিজেদের প্রপেশনাল স্কিলকে পাকাপোক্ত করেছেন এ ওয়েবসাইটের মাধ্যমে।
ওয়েবসাইটটিতে সাধারণ ভিডিও এডিটিং থেকে শুরু করে একটি সম্পূর্ণ চলচ্চিত্র তৈরির যাবতীয় সব ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এ ওয়েবসাইট থেকে আপনি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো, অ্যাডব অডিশনসহ আরো অনেক ভিডিও প্রোগ্রাম শিখতে পারবেন। ওয়েবসাইটটিতে ভিডিও এডিটিং এর উপর ১৬৯০টি টিউটোরিয়াল রয়েছে যার সবগুলোই প্রি।
Jonny Elwyn
এটিও একটি ব্যক্তিগতভাবে পরিচালিত ভিডিও এডিটিং শেখার ওয়েবসাইট আর এটি পরিচালনা করছেন লন্ডনের ফ্রিল্যান্স ফিল্ম এডিটির Jonny Elwyn। এটি মূলত তার ব্যক্তিগত ব্লগ যেখানে ভিডিও এডিটিং এর উপর অসংখ্য আর্টিকেল এবং টিউটোরিয়াল রয়েছে।
এ ওয়েবসাইটের অসংখ্য টিউটোরিয়ালই ফ্রি এবং এগুলো দিয়ে যে কেউ একজন দক্ষ ভিডিও এডিটর হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। Jonny Elwyn তার এই ব্যক্তিগত ভিডিও এডিটিং ব্লগে পৃথিবীর প্রথম ভিডিও এডিটিং প্লাটফর্ম দ্যা ভিঞ্চি রিসলভ্ এবং স্পিডগ্রেড কাভার করেছেন।
Video Copilot
আপনার ভিডিও এডিটিং শেখার মুক্ত আকাশে একজন কো-পাইলট হিসেবেই পাবেন এই ওয়েবসাইটটিকে। এটি প্রতিষ্ঠা ও পরিচালনা করেন Andrew Kramer নামের একজন অ্যামেরিকান ভিজ্যুয়াল আর্টিস্ট। ভিডিও এডিটিং এর সবচেয়ে জনপ্রিয় টুল আফটার ইফেক্টেস্ এর প্লাগইন, রিসোর্স আর প্রচুর টিউটোরিয়াল দিয়ে সাজানো হয়েছে এ ওয়েবসাইট।
যে কোন স্টেজের ভিডিও এডিটিং লারনারদের জন্যে একটি কার্য্যকরী ওয়েবসাইট এটি। কারণ, এখানকার প্রতিটি টিউটোরিয়াল অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা হয়েছে। সেই সাথে রয়েছে আনন্দের সঙ্গে শেখার একটি পরিবেশ অর্থাৎ টিউটোরিয়ালগুলো একদিকে যেমন আপনাকে সহজে ভিডিও এডিটিং শেখাবে অন্যদিকে দেবে দারুণ আনন্দ।
Red Giant Tutorials
ভিডিও এডিটিং এর একটি বড় অংশ জুড়ে থাকে মোশন গ্রাফিক্স যা ফিল্ম মেকিং এর জন্যে অপরিহার্য্য। এ ওয়েবসাইটের সবচেয়ে ব্যতিক্রমী ব্যাপারটি হল এখানে আপনি মোশন গ্রাফিক্স শিখতে পারবেন।
স্পেশাল ইফেক্টস্, কালার গ্রেডিং, ফিল্ম ফিনিশিং এবং ক্রোমা কম্পোজিটিংসহ ফিল্ম এডিটিং এর যাবতীয় অনেক প্রয়োজনীয় টিউটোরিয়াল রয়েছে এ ওয়েবসাইটে। প্রায় ১০০ এর মতো ভিডিও এডিটিং টিউটোরিয়াল রয়েছে এ ওয়েবসাইটে।
Premiere Gal
Kelsey Brannan নামের একজন অ্যামেরিকান নারী ফিল্ম মেকারের ভিডিও এডিটিং শেখার ওয়েবসাইট Premiere Gal। সুন্দরী এই অ্যামেরিকান তরুণী একজন ভিডিও শ্যুটার, ভিডিও এডিটর, প্রডিউসার এবং ইউনাইটেড স্টেট অব অ্যামেরিকার একজন বিখ্যাত ভিডিও প্রোডাকশন ট্রেইনার।
Premiere Gal ওয়েবসাইটে আপনি অ্যানিমেশন, পোস্ট প্রোডাকশনসহ প্রিমিয়ার প্রো এর নানা রকম টেকনিকের উপর প্রচুর টিউটোরিয়াল পাবেন। চাইলে Premiere Gal এর ইউটিউব চ্যানেল থেকেও ভিডিও এডিটিং শিখতে পারেন।
সেরা ৫টি ভিডিও এডিটিং শেখার ওয়েবসাইট সম্পর্কে জানলেন। এবার একটা একটা করে সবগুলোতেই একবার ঢুঁ মেরে দেখুন এবং সবচেয়ে বেশি পছন্দের ওয়েবসাইট দিয়েই ভিডিও এডিটিং শেখা শুরু করে দিন। প্রয়োজনীয় ভিডিও এডিটিং সফট্ওয়্যারগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে নিন আর চাইলে আপনি এখানকার যে কোনটি দিয়েও স্টার্ট করতে পারেন।
Leave a Reply