স্যোশাল মিডিয়ার নাম নিলে প্রথমে আসবে ফেসবুকের নাম, যদিও ফেসবুকের বিকল্প আরো অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে। বর্তমান প্রজন্মের কেউ ফেসবুক ব্যবহার করে না, এমন কথা ভুলেও বলা যাবে না। তবে যারা ফেসবুক ব্যবহার করছেন, তাদের কমবেশি সবাই পাসওয়ার্ড ভুলে যাওয়ার মত ঝামেলায় পড়েছেন নিশ্চয়ই।
অতীতে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে রিকোভার করার অনেক অপশন পাওয়া যেত। তবে বর্তমানে পাসওয়ার্ড ভুলে গেলে রিকোভার করার অপশন কম রয়েছে এবং অপশন সমূহ কিছুটা সহজ আবার কিছুটা কঠিন।
সহজ কিংবা কঠিন যাই হোক, সবগুলো পদ্ধতি নিয়ে আজকে আমি আলাপ করবো। তবে একটা কথা প্রথমে বলে রাখা ভাল, আপনি যে ইমেইল কিংবা ফোন দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন তার প্রয়োজন হবে। তাই আইডি রিকোভার করার সময় এগুলো হাতের কাছে রাখুন।
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে
ফেসবুকের সিকিউরিটি এখন আগের থেকে আরও বেশী শক্তিশালী করা হয়েছে। ফেসবুকের পাসওয়ার্ড রিকোভারি করার জন্য আপনি কেবল আপনার ফেসবুক আইডিতে যেসব ইমেইল এবং ফোন নাম্বার ব্যবহার করেছেন তা দিয়ে পাসওয়ার্ড রিকোভার করতে পারবেন।
তাই আগে নিশ্চিত হয়ে নিন আপনার ইমেইলের পাসওয়ার্ড জানা আছে কিনা কিংবা আপনার ফোনটি আপনার সাথে আছে কিনা। কেননা সিকিউরিটি কোড আপনার এই ফোনে বা ইমেইলে যাবে।
রিকোভারি ইমেইল ব্যবহার
আপনার মোবাইল বা কম্পিউটারের ইন্টারেনট ব্রাউজার থেকে facebook.com এ প্রবেশ করুন। মোবাইল বা কম্পিউটার ভেদে ইউজার ইন্টারফেসের পার্থক্য রয়েছে, এতে ভয় পাবার কিছু নেই।
- তারপরে ফেসবুক অ্যাকাউন্টের “forgot password” এ ক্লিক করুন। তারপর আপনার ফেসবুক আইডির ইউজার নেম, ইমেইল অথবা ফোন নাম্বার দিন।
- এবার তারা আপনাকে পাসওয়ার্ড পুনরুদ্ধারের অনেকগুলো বিকল্প দিবে, এখান থেকে আপনি ইমেইল সিলেক্ট করে দিন। কেননা এখন আমরা ইমেইল দিয়ে আইডি রিকোভার করবো।
- এবার আপনার ইমেইলে ৬ ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি ইনপুট বক্সে লিখুন।
- কোড বসানোর পর “Change Password” এ ক্লিক করে আপনার নতুন পাসওয়ার্ড দিন। দুটি ইনপুট বক্সে একই পাসওয়ার্ড দিন। আর আপনার ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে যেনতেন পাসওয়ার্ডটি ব্যবহার করবেন না। প্রয়োজনে জেনে নিন কিভাবে ফেসবুকে শক্তশালি পাসওয়ার্ড সেট করবেন।
কাজ শেষ, এখন থেকে এই পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করুন।
ফোন নম্বর ব্যবহার
এই পদ্ধতিটিও উপরে উল্লেখিত পদ্ধতির মত। ফেসবুকে প্রবেশ করে Forgot password এ ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে।
- এবার ইনপুট বক্সে আপনার ফেসবুক আইডির ইউজার নেম, ইমেইল অথবা ফোন নাম্বার দিন।
- ফোন নাম্বারটি সিলেক্ট করুন এবং দেখুন আপনার ফোনে ফেসবুক থেকে ৬ ডিজিটের একটি কোড চলে এসেছে। এবার কোডটি ইনপুট বক্সে বসান। নতুন করে পাসওয়ার্ড দিন এবং পাসওয়ার্ডটি অবশ্যই দুটি ইনপুট বক্সে দিবেন।
কাজ শেষ, এখন থেকে এই নতুন করে দেয়া পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি লগ ইন করুন।
শেষ কথা
ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনার ইমেইল এবং পাসওয়ার্ড লিখে রাখুন। এছাড়া আপনার ফেসবুকে দেওয়া ইমেইলের পাসওয়ার্ডও লিখে রাখুন। এতে করে ভবিষ্যতে আর এ ধরণের ঝামেলায় পড়তে হবে না।
তবে আপনি যেই নোট, ডায়রি কিংবা খাতায় লিখে রাখবেন তা অবশই সর্বসাধারণের নাগালের বাহিরে রাখুন। তা না হলে আবার আপনার আইডি হ্যাক হয়ে যেতে পারে।
Ruhul Amin says
ভাই আমার ফেইসবুক একাউন্ট ছিলো, সেটা নাম্বার দিয়ে খোলা ছিলো, কোন ইমেইল ছিলো না, এখন নাম্বারটা আমার কাছে নেই, এখন পাসওয়ার্ড কিভাবে পেতে পারি?
ওমর ফারুক says
Trusted Contacts থাকলে রিকোভার করার সম্ভাবনা আছে।
সজীব দরাই says
ভাই আমার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি। কিন্তু পাসওয়ার্ড পরিবর্তণ করতে পারতেছিনা। কি করা যায়???
টি আই অন্তর says
এখানকার পদ্ধতিগুলো কি ট্রাই করে দেখেছেন? লগইন পেজে গিয়ে Forget Password? অপশনটি ইউজ করে দেখতে পারেন।
md rayhan says
পাইনা