পূর্বের যেকোন সময়ের তুলনায় বর্তমানে একজন ওয়েবমাস্টারের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা বেশি জরুরী। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা ছাড়া বর্তমানে কোন ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথম সারিতে নিয়ে আসা প্রায় অসম্ভব। আর একারণেই এসইও শেখার ওয়েবসাইট এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন এসইও কোর্স দিন দিন এত বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
এধরনের ওয়েবসাইটের মাধ্যমে এসইও সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নেই কিন্তু এসইও শিখতে আগ্রহী, এমন মানুষেরা অনেক বেশি উপকৃত হচ্ছেন।মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে এমন কিছু কাজের সমষ্টি যার মাধ্যমে একজন ওয়েবমাস্টার কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলেন।
বেশ কিছু কাজের মাধ্যমে ওয়েবসাইটের তুলনামূলক মানোন্নয়নের মাধ্যমে সেটির র্যাংকিং বৃদ্ধি করার প্রক্রিয়াই হচেছ এসইও। এটা ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট। আপনি যদি জানেন যে কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ে সফল হবেন, তাহলে নিশ্চয়ই এসইও শেখার গুরুত্ব আপনার ভালভাবেই জানা আছে।
তবে এসইও করার নির্দিষ্ট কোন প্রক্রিয়া নেই। কারণ ব্যবহারকারীদের আরো উপযুক্ত ফলাফল প্রদর্শন করতে সার্চ ইঞ্জিনগুলির অ্যালগরিদমে প্রতিনিয়তই পরিবর্তণ আসছে। আর এসইও’র কাজ যেহেতু সার্চ ইঞ্জিনকে কেন্দ্র করেই, তাই প্রাথমিক বিষয়গুলিকে ঠিক রেখে একইসাথে এসইওতে যোগ হচ্ছে নিত্য নতুন কৌশল।
আর সে কৌশলগুলো জানাতে এসইও এক্সপার্টরাও বসে নেই, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নতুনদের কাছে পৌঁছে দিচ্ছেন নতুন নতুন কৌশল।
এসইও শেখার ওয়েবসাইট
অফলাইন কিংবা অনলাইনে ফুল টাইম আর পার্ট টাইম জব, যেটিই করুন না কেন, আপনাকে এসইও করতেই হবে আপনার ব্যবসাকে র্যাংকে আনার জন্যে। একজন ভিজিটর একটি ওয়েবসাইটকে কতটা সহজে ব্রাউজ করতে পারেন, ওয়েবসাইটটি কত দ্রুত লোড হয়, ওয়েবসাইটে থাকা কন্টেন্টের মান ইত্যাদি বেশ কিছু বিষয়ের উপরে ভিত্তি করে সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইট র্যাংক করে থাকে।
এসইও শেখার মাধ্যমে উপরের কাজগুলিসহ আরো এমন অনেক বিষয়ে পারদর্শী হয়ে ওঠা যায় যা একটি ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথম সারিতে স্থান করে দিতে সক্ষম। তাই চলুন জেনে নিই এমন ৫টি সেরা ওয়েবসাইট সম্পর্কে যেখান থেকে আপনি ফ্রিতে এসইও শিখতে পারবেন।
Moz
মোজ পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত এবং জনপ্রিয় এসইও শেখার ওয়েবসাইট। জেমস এস ফিশকিন এই ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেন। এই ওয়েবসাইটে এসইও সম্পর্কিত আপডেটেড বিভিন্ন টিপস, ট্রিকস এবং উপদেশ পাওয়া যায় যা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলাসহ, সোশ্যাল কন্টেন্ট তৈরী এবং ব্র্যান্ড মার্কেটিংয়ে সাহায্য করে থাকে।
ওয়েবসাইটটির প্রতিটি কন্টেন্টেই সার্চ ইঞ্জিনের কার্যকলাপের বিস্তারিত বর্ণনা এবং সেটিকে কাজে লাগিয়ে কিভাবে ওয়েবসাইটকে র্যাংক করানো সম্ভব তা নিয়ে আলোচনা করা হয়েছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পাশাপাশি ওয়েবসাইটের বিভিন্ন ত্রুটি এবং সেগুলির সমাধান নিয়েও এই ওয়েবসাইটে আলোচনা করা হয়।
Hubspot blog
এটিও একটি চমৎকার ওয়েবসাইট যেখানে অসংখ্য এইও সম্পর্কিত কন্টেট রয়েছে। পাশাপাশি এখানে সোশ্যাল মিডিয়া, মার্কেটিং এবং প্রতিযোগীতামূলক এসইওতে এগিয়ে থাকার জন্যেও টিপস এবং ট্রিকস রয়েছে।
২০০৪ সালে ব্রিয়ান হ্যালিগান এটিকে প্রতিষ্ঠা করেন। বর্তমানে শুধু অনপেজ-অফপেজ অপটিমাইজেশন আর লিংক বিল্ডিং করেই কোন ওয়েবসাইটকে র্যাংক করানো সম্ভব নয়। ওয়েবসাইটের র্যাংকিং এর পেছনে সোশ্যাল মিডিয়াও এখন অনেক বেশি প্রভাব বিস্তার করে চলেছে। এই ব্যাপারটিকে মাথায় রেখেই হাবস্পট ব্লগে সব সময়ই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে গুরুত্ব দিয়েও কন্টেন্ট প্রকাশ করা হয়।
Backlinko
ব্যক্তিগতভাবে আমি এই ব্লগটির অনেক বড় ফ্যান। আমি নিশ্চিত যে আপনি যদি ইন্টারনেটে কখনো লিংক বিল্ডিং বিষয়ে সার্চ করে থাকেন, তাহলে এই ওয়েবসাইটের কোন না কোন কন্টেন্ট আপনি অবশ্যই দেখেছেন।
ব্লগটি ২০১২ সালে ব্রায়ান ডিন শুরু করেন। ব্লগটিতে লিংক বিল্ডিং করার অসাধারণ আইডিয়া নিয়ে বেশ কিছু কন্টেন্ট রয়েছে যা আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক গঠনে সাহায্য করবে।
লিংক বিল্ডিং ছাড়াও ওয়েবসাইটের অরগ্যানিক ট্র্যাফিক বৃদ্ধির ব্যাপারের এখানে টিপস এবং ট্রিকস পাওয়া যায় যা অনুসরণ করে যে কোন ওয়েবসাইটে অল্প সময়ের মধ্যেই ভিজিটর বৃদ্ধি করে নেওয়া যায়। যেহেতু ভিজিটরই হল একটি ওয়েবসাইটের আয়ের মূল উৎস, তাই এসইও কন্টেন্টের পাশাপাশি যারা নিজেদের ওয়েবসাইটের ভিজিটর সমস্যা নিয়ে সমাধান খুঁজছেন তাদেরও ওয়েবসাইটটি ভিজিট করা উচিৎ।
Search Engine Land
সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিনের কাজের খুটিনাটি, এটি কিভাবে কাজ করে এবং সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমের বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনার অবশ্যই এই ওয়েবসাইটটি ঘুরে দেখা উচিৎ। এসইও এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ডেভেলমন্টে শেখার জন্যেও এটি একটি অসাধারণ ওয়েবসাইট।
২০০৬ সালে স্যালিভান এই ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেন। এই ওয়েবসাইটটির বেশিরভাগ কন্টেন্টেই বিভিন্ন ধরনের এসইও টুলস এবং তাদের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি গুগলের বিভিন্ন সময়ের আপডেট এবং সে সংক্রান্ত এসইওর গুরুত্বপূর্ণ কৌশলগুলি নিয়েও এখানে কন্টেন্ট রয়েছে যা আপনাকে সাম্প্রতিক এসইও সম্পর্কে বুঝতে সাহায্য করবে।
Search Engine Journal
এই ব্লগটি সম্পর্কে নতুন করে বলার মত কিছু নেই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে যারা অনলাইনে তথ্য অনুসন্ধান করেন, তাদের কাছে অতি পরিচিত এই ব্লগটি। ব্লগটির এত বেশি জনপ্রিয়তার কারণ হচ্ছে এর পেছনে থাকা একদল অভিজ্ঞ অনলাইন মার্কেটার যারা তাদের চিন্তাভাবনা ও অভিজ্ঞতা এই ব্লগের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন।
এই ব্লগে বেশিরভাগ ক্ষেত্রেই সাম্প্রতিক সময়ের এসইওর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, এসইও কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। একই সাথে মার্কেটারদের জ্ঞানের প্রসার ঘটানোর জন্যের বিভিন্ন কনেন্ট এই ওয়েবসাইটের পাওয়া যায়।
অনলাইন প্রতিযোগীতার দৌড়ে টিকে থাকতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার কোন বিকল্প নেই। এসইও শেখার ফ্রি ওয়েবসাইট থেকে আমরা চাইলেই এসইও সম্পর্কে ধারণা লাভ করতে পারি। উপরের প্রত্যেকটি ওয়েবসাইটেই এসইও’র প্রাথমিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল, ইনফোগ্রাফিক ও ভিডিও টিউটোরিয়াল রয়েছে যা আপনাকে সার্চ ইঞ্জিনের কার্যপ্রনালী থেকে শুরু করে এসইও গুরুত্বপূর্ণ সবগুলি বিষয়ে পারদর্শী করে তুলবে।
Online Training says
এসইও নিয়ে অনেক আর্টিকেল পড়েছি, তবে এটিকে ভিন্ন মনে হয়েছে। কারণ, এই পোস্টে এমন ৫টি সাইটের ঠিকানা রয়েছে যেগুলো থেকে পারফেক্টলি এসইও শেখা যায়।