পৃথিবীর আদিকাল থেকেই মানুষের মাঝে রাতের আকাশ নিয়ে কতই না আগ্রহ। আমরা আকাশের চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র নিয়ে কতশত গল্প শুনেছি। আমাদের মাঝে অপার ইচ্ছা, আকাঙ্খা জাগে আকাশ সম্পর্কে আরো বিস্তারিত জানার। আপনি রাতের আকাশের দিকে তাকালে কোটি কোটি তারা দেখতে পারবেন। খালি চোখে আকাশে যতগুলো তারা দেখছেন তার থেকে কয়েকশত গুন বেশি তারা আকাশে রয়েছে। আপনি কতগুলোর নাম জানেন? হয়ত একটিরও না। তাই এখানকার ৩ টি অসাধারন তারা চেনার অ্যাপ আপনার কাজে আসতে পারে।
তারা চেনার অ্যাপ
আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন মুঠোফোনের মাধ্যমেই তারা চেনা যায় এমন হাজার অ্যাপ রয়েছে। কিন্তু অধিকাংশ অ্যাপই টাকা দিয়ে কিনে নিতে হয়। আবার বেশিরভাগ অ্যাপই ফেক হয়। যেগুলো আপনাকে সঠিক তথ্য দেবে না। তাই আজকে আপনাদের এমন ৩ টি অসাধারন ফ্রি এন্ড্রয়েড অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলো আপনাকে খুব সহজেই তারা চিনতে সাহায্য করবে।
আরো পড়ুন:
- আপনার আশপাশে ভূতের অবস্থান জানুন এই অ্যাপগুলো দিয়ে
- অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেরা ৫টি ইংরেজী শেখার অ্যাপ
- চেহারা পাল্টে মজা করুন ফেস সোয়্যাপ অ্যাপ দিয়ে
Sky Map
তারা চেনার জন্য আপনাকে জ্যোতির্বিদ হতে হবে না। শুধু ওপেন করুন Sky Map অ্যাপটি। এটি তারা চেনার জন্য খুবই উপযোগী একটি অ্যাপ। এটি আপনার ডিভাইস ক্যামেরা ব্যবহার করে আপনাকে বলে দিবে আকাশের দেখা-অদেখা অসংখ্য গ্রহ, তারা, নক্ষত্রের নাম।
Sky Map আপনার ডিভাইসকে গ্রহমন্ডলীর একটি আধুনিক নকশায় পরিনত করবে যেখানে আপনি সহজেই জানতে পারবেন বিভিন্ন গ্রহ, তারা, নক্ষত্রের নাম ও অবস্থান।
Sky Map অ্যাপ ব্যবহার করার জন্য আপনার কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। তবে আপনার অবস্থান জানার জন্য আপনার ডিভাইসে জিপিএস সিস্টেম থাকতে হবে। যদি না থাকে তবুও সমস্যা নেই, আপনি ম্যানুয়ালি আপনার লোকেশন এড করতে পারবেন।
এই অ্যাপে টাইম ট্রাভেল নামে একটি অপশন আছে, যেখানে আপনি অতীত ও ভবিষ্যতের বিভিন্ন সময়ে আকাশের অবস্থান জানতে পারবেন। সাথে বিভিন্ন ঐতিহাসিক সময় যেমন- চাঁদে মানুষ যাবার সময় আকাশের অবস্থান কেমন ছিল তা জানতে পারবেন।
এছাড়াও এ অ্যাপের গ্যালারিতে হাবল টেলিস্কোপে তোলা বিভিন্ন ছবি আছে। সেগুলো আপনি দেখতে পারবেন এবং আকাশে এদের অবস্থান জানতে পারবেন। তাহলে শীঘ্রই ডাউনলোড করে নিন Sky Map অ্যাপটি।
Star Walk 2
Star Walk 2 রাতের তারাময় আকাশে আপনার জ্যোতিষবিদ গাইড হতে পারে। এটি আপনাকে বিভিন্ন গ্রহ, তারা, নক্ষত্রের নাম খুঁজতে সাহায্য করবে। শুধুমাত্র আপনার করণীয় হলো আপনার ডিভাইসকে আকাশের দিকে তাক করা। এটি একটি অসাধারণ তারা চেনার অ্যাপ যা শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী সবার জন্যই। এটি একটি শিক্ষনীয় অ্যাপও বটে।
Star Walk 2 আপনার ডিভাইস স্ক্রিনে একটি ম্যাপ গঠন করে দিবে। আপনি ম্যাপের যে কোনো তারার উপর ক্লিক করলে তার সমস্ত বিবরণী এসে যাবে। জুম ইন, জুম আউটেরও ব্যবস্থা আছে। কোনো তারা সম্পর্কে জানতে চাইলে এবং এর অবস্থান খুঁজে পাওয়ার জন্য সার্চ বারে ওই তারার নাম লিখে সার্চ দিতে পারবেন।
স্ক্রিনের উপরের দিকে ডানে ঘড়িতে বিভিন্ন সময় দিয়ে অতীত ও ভবিষ্যতের আকাশের অবস্থা জানতে পারবেন। গ্রহ, তারা, নক্ষত্র সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য Star Walk 2 আপনাকে 3D মডেলের সুবিধা দিচ্ছে । আপনার সুবিধা মতো আপনি নাইট মুড অন করে নিতে পারেন।
এই অ্যাপে সর্বোচ্চ সুবিধা পাবার জন্য আপনার ডিভাইসে কম্পাস থাকতে হবে। যদি না থাকে তবুও সমস্যা নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে, বিভিন্ন গ্রহ, তারা, নক্ষত্রকে ঘিরে গল্প ও ইতিহাস জানারও সুযোগ দিচ্ছে এ অ্যাপ। সেসব গল্প-ইতিহাস জানতে চাইলে ডাউনলোড করুন Star Walk 2 অ্যাপটি।
Star Chart
ভাবুন তো যদি আপনার কমান্ডে স্পেসশিপ আপনাকে গ্রহ, তারা, নক্ষত্রে নিয়ে যায়, তাহলে কেমন হয়? নিশ্চয়ই অসাধারণ হয়। ঠিক তাই। Star Chart আপনাকে ভয়েস কমান্ডের সুযোগ দিচ্ছে। ‘আমাকে চাঁদে নিয়ে চলো’ কিংবা ‘আমাকে Saturn গ্রহপুঞ্জে নিয়ে চলো’ কিংবা ‘চলো মার্চে একটা ট্যুর দিয়ে আসি’ এই ধরণের নানা রকম কমান্ড করে আপনি ভ্রমণ করতে পারেন তারায়-তারায়।
এ অ্যাপে 3D ইফেক্টের সাথে আপনি সৌরজগতের সকল গ্রহ এবং তাদের চাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। Star Chart আপনাকে জানা অজানা 120,000 তারার অবস্থান এবং এদের সম্পর্কে জানতে সাহায্য করবে। এ অ্যাপে রয়েছে শক্তিশালী টাইম ট্রাভেল ফিচার যার সাহায্যে এটি আপনাকে সর্বোচ্চ 10000 বছর আগের ও পরের আকাশ দেখাবে। দারুন না?
এছাড়াও, এতে রয়েছে শক্তিশালী জুম সিস্টেম। ম্যাপে আকাশের যে কোনো কিছুর উপর ক্লিক করুন এবং সাথে সাথে জেনে নিতে পারবেন এটি কি এবং আপনার থেকে এর দূরত্ব ও এর উজ্জ্বলতা কত। আপনি ম্যানুয়ালি আপনার লোকেশন সেট করতে পারবেন।
Star Chart অ্যাপ ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন না থাকলেও ডিভাইসে কম্পাস থাকতে হবে। যদি আপনার ডিভাইসে কম্পাস না থাকে তবুও আপনি এটি ম্যানুয়ালি ব্যবহার করতে পারবেন। তাই দারুন এ অ্যাপটি ডাউনলোড করুন এবং গ্রহ, তারা, নক্ষত্র সম্পর্কে মজার মজার তথ্য ও অনেক শিক্ষণীয় বিষয় জানুন খুব সহজেই।
ইন্টারনেটের হাজারো অ্যাপ থেকে বেছে বেছে আমি ৩ টি তারা চেনার অ্যাপ সম্পর্কে বিস্তারিত এখানে তুলে ধরেছি । এ অ্যাপগুলো যেমন সকল অ্যান্ড্রয়েড ডিভাইসেই সাপোর্ট করে, তেমনি এগুলোর ব্যবহারও খুব সহজ। আশা করি এ ৩ টি অ্যাপ আপনাদের জ্ঞানের পরিধি বাড়াবে। পাশাপাশি এই লেখাটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন যাতে করে তারাও অ্যাপগুলোর সাহায্যে তারা চিনতে পারে।
Leave a Reply