টেক্সটাইল সেক্টরের শ্রেণী বিভাগ এতই বিশাল যে এখানে কাজ করতে হলে আপনাকে আগে থেকে ঠিক করে নিতে হবে আপনি কোন কাজটি ভাল পারেন এবং পছন্দ করেন। যারা পড়াশোনা শেষ করে জবে যাচ্ছে, তাদের অনেকেই এই বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে প্রায়ই ভোগান্তিতে ভুগতে হয়।
তাই আজকে আমি আপনাকে টেক্সটাইল সেক্টরে জব করার এমন ৯টি অসাধারণ আইডিয়া সম্পর্কে জানাব যা আপনার জব লাইফে কাজে আসবে।
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে টেক্সটাইল সেক্টর থেকে দেশের আয় অন্যান্য সকল সেক্টর থেকে অনেক বেশি। ফলে এই সেক্টরে গড়ে উঠেছে অনেক শিল্প কারখানা। তাই অসংখ্য জব হওয়ার কারণে অনেকেই সঠিক জবটি নিতে পারে না।
চলুন জেনে নেয়া যাক টেক্সটাইল সেক্টরে জব করার অসাধারণ সব আইডিয়া।
টেক্সটাইল সেক্টরে জব
Fashion Merchandising/Sales and Marketing
একজন ডিজাইনার কিংবা মার্চেন্ডাইজার সব সময় কাস্টমার কিংবা ক্রেতার চাহিদাকেই অধিক প্রাধান্য দিয়ে থাকে। তাদের কাজ প্রোডাক্টকে Track করা এবং নতুন নতুন ফ্যাশনকে মনিটর করা। এতে করে দরদাম করতেও খুব সহজ হয়।
এই লাইনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী এবং ক্রিয়েটিভ হতে হবে। যদি এই গুণগুলো আপনার থাকে, তাহলে আপনি খুব সহজেই এই সেক্টরে ভাল করতে পারবেন।
Production Management
যে কোন ফ্যাক্টরির জন্যই প্রোডাকশন খুব গুরুত্বপূর্ণ। ফ্যাক্টরিতে দৈনিক কী পরিমাণ প্রোডাক্ট হচ্ছে, তার উপর নির্ভর করে কোম্পানীর ভবিষ্যৎ। একজন প্রোডাকশন অফিসারের কাজ প্রোডাকশন লাইন ঠিক রাখা এবং কীভাবে প্রোডাকশন বাড়ানো যায় তা নিয়ে কাজ করা।
তাই যে কোন ফ্যাক্টরিতেই প্রোডাকশন অফিসার অত্যন্ত গুরু দায়িত্ব পালন করে। আপনি যদি এখানে কাজ করার জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই স্বাগতম।
Interns
এই কাজের জন্য আপনাকে সব সময় মোটিভেটেড থাকতে হবে এবং আপনার সাথে কাজ করা মানুষগুলো সম্পর্কে জানতে হবে। যদি আপনি কাজ শিখতে চান, তাহলে এখান থেকে শুরু করাই সবচেয়ে ভাল হবে। কারণ, এখানে আপনি অন্যদের কাজ দেখে তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন।
প্রথম প্রথম যদিও আপনার বেতন খুব কম হবে কিন্তু এখানে কাজ শিখতে পারলে পরবর্তীতে কাজে আসবে। অনেক কোম্পানিই তাদের ইন্ডাস্ট্রিতে ইনটার্ন করার সুযোগ দিয়ে থাকে। সেখানে খুব সহজেই ইনটার্ন করতে পারেন।
Assistant Buyer
বায়ার বলতে সাধারণ ক্রেতাদেরকে বোঝায় কিন্তু টেক্সটাইল সেক্টরে বায়ার বলতে কোন কোম্পানির হয়ে যখন কেউ কোন ইন্ড্রাস্ট্রিতে গিয়ে সেই কোম্পানির জন্য প্রোডাক্ট কিনে, তখন তাকে বায়ার বলা হয়। অর্থ্যাৎ এখানে বায়ার শব্দটি বড় কোন লেনদেনকে বোঝায়।
আমাদের দেশে বিভিন্ন ইন্টারন্যাশনাল বায়িং হাউস আছে যেখানে আপনি কাজ করতে পারেন। একজন বায়ারকে টেক্সটাইল সেক্টরের সব কিছু সম্পর্কেই ধারণা রাখতে হয়। ফেব্রিক থেকে শুরু করে একেবারে ডাইং, কোয়ালিটি কন্ট্রোল সবকিছু নিয়েই ধারণা থাকতে হয়।
তাই একজন দক্ষ বায়ার হতে হলে আপনাকে প্রথমে আরেকজন বায়ারের আন্ডারে কাজ করতে হবে। আপনার অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আপনি প্রমোশন পাবেন।
Design Assistant
এই জবটি করতে হলে আপনাকে অবশ্যই ফ্যাশন ডিজাইনের উপর ডিগ্রী নিতে হবে। এছাড়াও আপনাকে কাজের উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে। এই কাজে সফলতা নির্ভর করবে আপনার দক্ষতার উপর।
যদি আপনার জেনুইন প্যাশন থাকে, তাহলে এই কাজ আপনার জন্যই। মোটকথা কাজের প্রতি ভালবাসা আর একনিষ্ঠতাই পারে আপনাকে এগিয়ে নিয়ে যেতে।
প্রথম প্রথম আপনাকেই সব কাজ করতে হবে। কিন্তু কিছুদিন কাজ করার পর আপনাকে খুব একটা প্রেশার নিতে হবে না।
Advertising Account Coordinator
এই জবটি করতে চাইলে আপনাকে অবশ্যই কীভাবে টুইট ট্রেক করতে হয়, রিব্লগ করতে হয় এবং কীভাবে ওয়েবসাইটে ট্রেকবেক করতে হয়, তা নিয়ে জানতে হবে। যদিও পাবলিক রিলেশন এবং এডভার্রটাইজিং সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু এখানে কাজ করতে হবে আপনাকে একই সাথে এই দুইটি বিষয়েই পারদর্শী হতে হবে।
তাই আপনি যদি উল্লেখিত বিষয়সমূহে এক্সপার্ট হন, তাহলে এই সেক্টরে আপনার সফলতা অনিবার্য। কারণ দক্ষতা আর পরিশ্রম থাকলে যে কোন অসাধ্য কাজেই সম্ভব।
Marketing/Social Media Assistant
টেক্সটাইলের সবচাইতে সেরা জব বলা যেতে পারে এই জবকে। যে কোন পণ্যের অবশ্যই মার্কেটিং করা দরকার, যাতে করে সবাই সে বিষয় সম্পর্কে জানতে পারে। আর এই সেক্টরেই তা সম্ভব। তার কারণ এই সেক্টরটি মূলত কোম্পানিকে সবার কাছে তুলে ধরতে কাজ করে থাকে।
এই সেক্টরের মূল লক্ষ্য কোম্পানির প্রচার ও প্রসার। প্রচার বলতে টিভি, পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য সকল প্রকার প্রমোশনাল এক্টিভিটিসকে বোঝায়। তাই এই জবটি করতে চাইলে আপনাকে এসব বিষয়ে দক্ষ ও পারদর্শী হতে হবে।
তাছাড়াও আপনার বিচক্ষণতাই পারে কোম্পানিকে শীর্ষে নিয়ে যেতে আর যদি কোম্পানির লাভ আপনার কারণে বাড়ে, তাহলে কেন তারা আপনাকে প্রমোশন কিংবা ভাল সুযোগ সুবিধা দিবে না?
Personal Assistant
এই জবটি করতে হলে আপনাকে অবশ্যই বসের প্রয়োজনকে বুঝতে হবে। তার নির্দেশ মেনে চলতে হবে এবং সব সময় মনে রাখতে হবে- বসই সঠিক।
কীভবে মাল্টি টাস্ক করতে হয় কেবল তা জানলেই হবে না নিজেকে শিডিউল কাজ করার সাথে মানিয়ে নিতে হবে। তাই আপনাকে আপনাকে সামাজিক লাইফকেও দূরে সরিয়ে রাখতে হবে।
Editorial Assistant
এডিটরিয়াল এসিস্ট্যান্ট হিসাবে আপনাকে অবশ্যই গ্রামারের উপর খুব ভাল নলেজ থাকতে হবে। তাছাড়া ভাল Punctuation ও জানতে হবে। তাই আপনাকে চেষ্টা করতে হবে নিউজপেপার, ম্যাগাজিন, বুকস এবং ওয়েবসাইট ঘুরে ঘুরে এসব বিষয়ে জ্ঞান অর্জন করা।
যদি আপনি পাবলিক রিলেশন এজেন্সি এবং ব্রান্ডের মধ্যে নেটওয়ার্ক তৈরী করতে পারেন, তাহলে এই জবে সফলতা অর্জন আপনার জন্য সহজ হবে। ইন্টার্নশিপের মাধ্যেম জ্ঞান অর্জন করাটাও অত্যন্ত জরুরী।
আশাকরি এই আর্টিকেলটি পড়ে টেক্সটাইল সেক্টরে জব সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। যদি এই সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন।
Leave a Reply