স্মার্টফোন আমাদের নিত্য দিনের সঙ্গী। আর স্মার্টফোনের সঙ্গী হল ওয়াইফাই। স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টটিভি প্রায় সব কিছুতেই আজকাল ওয়াইফাই ব্যবহার করা হয়। ওয়াইফাইয়ে ভাল স্পিড পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল নেটওয়ার্ক কাভারেজ। অফিস কিংবা বাসায় ওয়াইফাই এর স্পিড বাড়ানোর কিছু উপায় রয়েছে, তবে তার আগে ওয়াইফাই বুস্টার, রিপিটার ও এক্সটেন্ডার সম্পর্কে জেনে রাখা ভাল।
এছাড়া আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্কের কভারেজ বৃদ্ধি করতে চাইলে বেশ কিছু কৌশল অবলম্বন করতে পারেন। আপনি হয়তো ইতোমধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক কাভারেজ বৃদ্ধির জন্য ওয়াইফাই বুস্টার, রিপিটার বা এক্সটেন্ডার নামে বিশেষ কিছু হার্ডওয়্যারের নাম শুনে থাকবেন।
আপনার মনে হয়তো প্রশ্নে আসতে পারে, এই সবগুলো হার্ডওয়্যার কি একই জিনিস? না সবগুলো একই জিনিস নয়। আসলে এদের ফাংশনের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। আজকে আমরা এদের পার্থক্যগুলো জানবো।
বুস্টার রিপিটার এবং এক্সটেন্ডারের পার্থক্য
ওয়াইফাই বুস্টার
বুস্ট শব্দটি এর ফাংশনকে বর্ণনা করে। ওয়াইফাই বুস্টার বিদ্যমান সিগন্যালকে বাড়াতে বা ওয়াইফাই নেটওয়ার্ক কভারেজ সম্প্রসারিত করতে সাহায্য করে। বুস্টার সাধারণত দুর্বল সিগন্যালকে আরও কার্যকর করে তোলে, যাতে আপনি আপনার সমস্ত ডিভাইসকে সংযোগ করতে পারেন।
তাই স্পিড বাড়ানোর চিন্তা থাকলে ওয়াইফাই বুস্টার ব্যবহার করতে পারেন। ওয়াইফাই বুস্টার ইনস্টল হতে মাত্র কয়েক মিনিট সময় নেয় এবং এটি ব্যবহার করাও বেশ সহজ।
ওয়াইফাই রিপিটার
ওয়াইফাই রিপিটার অনেকটা ওয়াইফাই বুস্টারের মতোই কাজ করে। ওয়াইফাই রিপিটার আপনার স্মার্টফোন বা ল্যাপটপের মতো একইভাবে আপনার ওয়াইফাই রাউটারের সাথে যুক্ত হয়।
ওয়াইফাই রিপিটার আপনার বিদ্যমান রাউটারের ওয়াইফাই সিগন্যাল গ্রহণ করে, এটি বিশাল এলাকায় সম্প্রসারিত করে এবং তারপরে আপনাকে আরও শক্তিশালী সিগন্যাল প্রেরণ করে।
টেকনিক্যালি, একটি রিপিটার সিগন্যাল তথা নেটওয়ার্কের অদল-বদল বা সংশোধন ছাড়াই সিগন্যাল প্রেরণ করে কিন্তু কার্যক্রমে এটি ওয়াইফাই বুস্টারের মত স্পিড বাড়াতে সক্ষম।
ওয়াইফাই এক্সটেন্ডার
ওয়াইফাই এক্সটেন্ডার ওয়াইফাই রিপিটার থেকে ভিন্নভাবে কাজ করে। ওয়াইফাই এক্সটেন্ডার আপনার রাউটারের সাথে যুক্ত হয়ে আরও শক্তিশালী সিগন্যাল প্রদান করে। ওয়াইফাই এক্সটেন্ডার তারসহ কিংবা তারা ছাড়া রাউটারের সাথে যুক্ত হতে পারে।
তারযুক্ত সংযোগ মানে ওয়াইফাই এক্সটেন্ডার সবসময় আপনাকে শক্তিশালী, হস্তক্ষেপ মুক্ত ডেডিকেটেড সংযোগ প্রদান করতে সক্ষম। শক্ত দেয়াল কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসের কারণে আপনার সংযোগ বিঘ্নিত হবে না। ওয়াইফাই এক্সটেন্ডার আপনার বাড়ি বা অফিসের কভারেজ সমস্যা সমাধান করার জন্য সর্বোত্তম বিকল্প।
শেষ কথা
আসলে ওয়াইফাই বুস্টার, রিপিটার কিংবা এক্সটেন্ডারের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। তবে আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে এই সামান্য পার্থক্য অনেক বড় পার্থক্য হিসাবে দেখা দিতে পারে।
তাই সবচেয়ে ভাল হয় আপনি ওয়াইফাই কভারেজ বাড়ানোর জন্য নতুন ডিভাইস কেনার পূর্বে তার ফিচারগুলো দেখে নেয়া। তারপর আপনার জন্য কোনটি প্রয়োজন তা নির্ধারণ করা। সর্বোপরি বলা যায় দাম, কোয়ালিটি এবং ফাংশনের দিক দিয়ে এদের মধ্যে অনেকগুলি পার্থক্য রয়েছে।
Leave a Reply