অপরিচিত ফোন নাম্বার খোঁজ করার জন্য কমবেশি সবাই ট্রুকলার অ্যাপ (Truecaller App) ব্যবহার করেছেন। কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগে ছিল, এই অ্যাপ কিভাবে এসব তথ্য পায় কিংবা কাজ করে?
প্রথমবার Truecaller App ইন্সটল করার পর বিরক্তিকর অপরিচিত নম্বরটি সনাক্ত করে নিশ্চই আপনি অনেক বেশী আনন্দবোধ করেছিলেন। আপনার কিংবা অনেকের কাছে এটি একটি ম্যাজিক মনে হতে পারে। কিন্তু এর এই কার্য প্রক্রিয়াটি বেশ সহজ।
ট্রুকলার অ্যাপ ২০০৯ সালে যাত্রা শুরু করে। সেই সময় ট্রুকলার অ্যাপটি এক সপ্তাহে ১০ হাজার বার ডাউনলোডের বিশাল মাইল ফলক অর্জন করেছিল। তবে তখন ট্রুকলারের ডাটাবেস সীমিত ছিল, তাই সব নম্বর সনাক্ত করতে ট্রুকলার অক্ষম ছিল।
কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই উন্নত হয়েছে। এখন এই অ্যাপ বিশ্বের প্রায় অধিকাংশ কল বা নাম্বার সনাক্ত করতে সক্ষম। বর্তমানে এটি স্প্যাম কল এবং এসএমএস ব্লক করতে পারে। অবাঞ্চিত কল ও এসএমএস থেকে মুক্তি পেতে সেরা কল ব্লকার অ্যাপ এর তালিকায় ট্রুকলার শীর্ষে উঠে এসেছে।
ট্রুকলার অ্যাপ কিভাবে কাজ করে
কিভাবে ট্রুকলার কাজ করে?
ট্রুকলার অ্যাপ ক্রাউড সোর্সিংয়ের ধারণার উপর ভিত্তি করে তৈরি। গুগল ম্যাপস লাইভ ট্র্যাফিকের ফিচারটি এই ক্রাউডসোর্সিংয়ের উপর ভিত্তি করেই তৈরি। ট্রুকলারের কাজের প্রক্রিয়া জানতে হলে আপনাকে ক্রাউড সোর্সিং বুঝতে হবে। ক্রাউড সোসিং হল একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহের একটি প্রক্রিয়া এবং তারপরে উপকারী ক্ষেত্রে ব্যবহার করা।
উদাহরণস্বরূপ, যখন কেউ তাদের ফোনে ট্রুকলার অ্যাপ ইন্সটল করে, তখন সেই ব্যক্তির সম্পূর্ণ ফোনবুক তথা কন্টাক্ট লিস্ট ট্রুকলারের সার্ভারের সাথে সিঙ্ক তথা আপলোড হয়ে যায়। অর্থাৎ ট্রুকলার ইন্সটল করা ১০০ মিলিয়ন ব্যবহারকারীরা তাদের কন্টাক্ট লিস্ট ট্রুকলারের নিকট জমা দিয়েছে।
মূলত সমগ্র প্রক্রিয়াটি আদান এবং প্রদানের উপর ভিত্তি করে হয়। যদি কোন ব্যবহারকারী অপরিচিত নম্বরের তথ্য চায়, তবে তাকে অবশ্যই তার সংরক্ষিত কন্টাক্ট লিস্ট ট্রুকলারের নিকট জমা দিতে হবে। এছাড়া ট্রুকলার ব্যবহারের পূর্বে গুগল কিংবা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।
আপনি যখন ট্রুকলার অ্যাপে কোন নাম্বার সার্চ করছেন, সার্চ করা নাম্বারটি নিশ্চই ট্রুকলারের ১০০ মিলিয়ন ব্যবহারকারীর কোন একজনের কন্টাক্ট লিস্টে সেভ আছে। ট্রুকলার মূলত এই সেভ করা কন্টাক্ট লিস্টে থেকেই আপনার কাঙ্ক্ষিত নাম্বারের তথ্য সরবারহ করে।
তবে অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়, কন্টাক্ট লিস্টে কেউ যদি মূল নাম ব্যবহার না করে ছদ্মনাম ব্যবহার করে। অনেক সময় সার্চ করা নাম্বারটিতে মূল নামের পরিবর্তে ছদ্মনাম দেখায়।
শেষ কথা
কিছু লোক মনে করে যে ট্রুকলার কোনও অনুমতি ছাড়াই তাদের কন্টাক্ট লিস্ট চুরি করে। কিন্তু এটা সত্য নয়। ব্যবহারকারী যখন ট্রুকলার ইন্সটল করে, তখন ট্রুকলার ব্যবহারকারীর কন্টাক্ট লিস্ট অ্যাক্সেসের অনুমতি চায়। আপনি অনুমতি দিলেই তারা আপনার কন্টাক্ট লিস্ট আপলোড করে। যদিও এটা ব্যতীত আপনি ট্রুকলারে সুবিধা ব্যবহার করতে পারবেন না।
তবে ট্রুকলার থেকে আপনার নাম বা তথ্য ডিলিট করতে তাদের অনুরোধ করলে, তারা আপনার তথ্য ডিলিট করে দিবে। আপনি যদি আপনার তথ্যর নিরাপত্তার ব্যাপারে সন্দিহান থাকেন, তাহলে অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকতে পারেন।
Leave a Reply