অনলাইনে ভিডিও ব্রাউজিং করার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় সাইটগুলোর মধ্যে ইউটিউব সবচেয়ে বেশি জনপ্রিয়। ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই থাকলে নিমিষেই যে কোনো ধরনের ভিডিও কনটেন্ট ইউটিউবে দেখা যায়।
এছাড়াও লাইভ স্ট্রিমিং ভিডিও কনটেন্টগুলো এখন সহজেই ইউটিউব থেকে দেখে নেওয়া যায়। যদিও ইউটিউবে হাই রেজুলেশন এর ভিডিওগুলো দেখতে আপনার যথেষ্ট ডাটা খরচ হয়ে যাবে। এমনকি, বারবার বাফারিং এর জন্যে আপনি খুব বিরক্ত হয়ে যেতে পারেন। তবে, এরও রয়েছে সমাধান, জেনে নিন বাফারিং ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে।
যাই হোক, আমাদের মূল টপিক ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখা। সত্যিই এখন থেকে আপনাকে ইউটিউব ভিডিও দেখার জন্য বেশি ডাটা খরচ করতে হবে না। এখন আপনাদের সাথে যে ট্রিকটি শেয়ার করতে যাচ্ছি, তার মাধ্যমে আপনি সহজেই অফলাইনে অথবা ইন্টারনেট ছাড়াই ইউটিউব ভিডিও উপভোগ করতে পারবেন।
আপনি যে ভিডিওটি দেখতে চান, তা প্রথমেই ইন্টারনেট থাকাকালীন সময় সেভ করে নিতে হবে।
যেমন, হতে পারে আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট নেই, আপনি সব সময় মোবাইলেই ইন্টারনেট ইউজ করেন। এখন আপনি কোন বন্ধুর বাসায় গেলেন, তার ব্রডব্যান্ড ইন্টারনেটের ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত হয়ে ইউটিউবে আচ্ছা মতো ভিডিও দেখছেন। তখনই আসলে আপনার উচিৎ হচ্ছে, কিছু ভিডিও অফলাইনের জন্যে সেভ করে রাখা যাতে মোবাইলের ডাটা কানেকশন ছাড়াই আপনি সেগুলো দেখতে পারেন, যখন খুশি তখনই।
তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে এ কাজটি করবেন।
ইন্টারনেট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখুন
প্রথম ধাপঃ প্রথমেই ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
দ্বিতীয় ধাপঃ তারপরে আপনি যে ভিডিওটি অফ লাইনে দেখতে চান, সেটি ওপেন করুন।
তৃতীয় ধাপঃ ভিডিওটি সেভ করার জন্য লাইক বাটনের পাশে একটি ডাউনলোড অথবা সেভ বাটন খুঁজে পাবেন।
চতুর্থ ধাপঃ ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনি একটি পপ-আপ বক্স দেখতে পাবেন।
পঞ্চম ধাপঃ এই বক্সে ওপেন হলে যে রেজুলেশনে ভিডিওটি দেখতে চান, তা সিলেক্ট করুন এবং ওকে ক্লিক করুন।
ষষ্ঠ ধাপঃ ডাউনলোড সম্পন্ন হলে এরপর আপনাকে অফলাইন হোমপেজে যেতে হবে।
যেভাবে যাবেন : app> tap on ‘Menu’> click on ‘offline’ option.
এখানে আপনি যে-সব ভিডিও সেভ করেছেন সেগুলো দেখতে পাবেন।
এভাবে ইউটিউব থেকে ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন বন্ধ করে অফলাইনে যে কোনো সময় ভিডিও দেখতে পারবেন খুব সহজেই। শুধু ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এবং ইন্টারনেট ছাড়াই ভিডিও উপভোগ করা শুরু করুন। ট্রিকটি ভালো লাগলে লেখাটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন।
Leave a Reply