সোলারির অধীনে কোপা দেল রে, লা লিগার পর চ্যাম্পিয়ন্স লীগেও প্রথম ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিক্টোরিয়া প্লাজেনকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।
রিয়াল মাদ্রিদ -ভিক্টোরিয়া প্লাজেন
আগের লেগে প্লাজেনের বিপক্ষে জিততে ঘাম ছুটে গিয়েছিল রিয়ালের। তাই আশঙ্কা ছিল নিজেদের মাঠে রিয়ালের টুঁটি চেপে ধরবে ভিক্টোরিয়া প্লাজেন।
কিন্তু সে আশঙ্কা উড়ে যায় ম্যাচের প্রথমার্ধেই। রিয়াল মাদ্রিদ আক্রমণের পর আক্রমণে দিশেহারা করে ফেলে প্লাজেন রক্ষণ।
১৮ মিনিটের সময় বেলের হেড ফিরিয়ে দেন প্লাজেন গোলরক্ষক। কিন্তু রিয়াল মাদ্রিদকে বেশীক্ষণ আটকে রাখা যায়নি।
দুই মিনিট পরেই প্রায় এককভাবে মাঠের বাঁপ্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন করিম বেনজামা। বেনজামার শটেই প্রথম এগিয়ে যায় সফরকারীরা।
এই গোল হজম করতে না করতেই আবার গোল হজম করে বসে স্বাগতিক প্লাজেন।
এবার তাদের বুকে ছুরি চালান কাসেমিরো। টনি ক্রুসের কর্ণার থেকে লাফিয়ে হেড করে ব্যবধান বাড়ান এ ব্রাজিলিয়ান।
৩২ মিনিটে টনি ক্রুসের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৩৬ মিনিটে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ার উদাহরণ সৃষ্টি করেন বেল-বেনজামা।
ডি-বক্সে হেড করে বল বেনজামার দিকে বাড়িয়ে দেন বেল। হেড থেকেই স্কোরলাইন ৩-০ করেন বেনজামা।
তিন মিনিট পরেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার হেড করেন বেনজামা আর গোল করেন বেল।
প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
৬৭ মিনিটে রিয়ালের “নিউ সেনসেশন” ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন টনি ক্রুস।
এরপর আর কোন গোল না হওয়ায় ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে “জি” গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
Leave a Reply