ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭১ রানের জয় পেয়েছে ভারত। রোহিত শর্মা করেছেন তার ক্যারিয়ারের ৪র্থ আন্তর্জাতিক টি-টুয়েন্টি সেঞ্চুরি।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এতদিন যৌথভাবে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক ছিলেন রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের কলিন মানরো।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির সুবাধে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি নিয়ে এককভাবে এই রেকর্ডের মালিক হলেন রোহিত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজ- ভারত টি-টুয়েন্টি
ইনিংসের শুরুতে ভারতের টপ-অর্ডার রান করতে সংগ্রাম করেছে। এরই মাঝে অন-সাইডে ক্যাচ দেন শিখর ধাওয়ান। কিন্তু কেমো পল সেই ক্যাচটি হাতে জমাতে পারেন নি।
এরপর থেকেই ঝড় তুলতে আরম্ভ করেন রোহিত শর্মা। রোহিত ঝড়েই কপাল পোড়ে উইন্ডিজদের।
রোহিতের সেঞ্চুরির সুবাদে ভারত ২০ ওভারে তুলে ফেলে ১৯৫ রান।
আজ ৬১ বলে ১১১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তার ইনিংসে ছিল ৮ টি চার ও ৭ টি ছক্কা।
প্রত্যেকটি ছয় কমপক্ষে ৭৫ মিটার লম্বা ছিল। রোহিত শর্মা আজ ভারতের মোট রানের ৫৭ শতাংশই একা করেছেন, খেলেছেন ভারতীয় ইনিংসের মাত্র ৫০ শতাংশ বল।
ওয়েস্ট ইন্ডিজ অগোছালো খেলেছে পুরো ম্যাচে। দুটো ক্যাচ মিস, দুটো নো-বল, ৮ টি ওয়াইড এবং ওভার-থ্রো করে ম্যাচটি নিজেদের জন্য আরও কঠিন করেছে।
ওয়েস্ট ইন্ডিজ দলে আজ কোনো প্রথাগত ওপেনার ছিল না। তাই ওপেনিং করতে নেমেছিলেন শাই হোপ ও শিমরন হেটমায়ার।
১৯৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন-আপ।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সমর্থ হয় তারা। ওয়েস্ট-ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট অপরাজিত ছিলেন।
ভারতের পক্ষে বুমরাহ, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, খলিল আহমেদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ-ভারত ২য় টি-টুয়েন্টিতে ভারত জিতে যায় ৭১ রানে। টানা দুই ম্যাচ জিতে সিরিজও জিতে নেয় ভারত।
ম্যান অব দ্যা ম্যাচঃ রোহিত শর্মা।
Leave a Reply