আজকের ম্যাচটি নাপোলি-পিএসজি উভয় দলের জন্য অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারা চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে থাকার লড়াইয়ে এগিয়ে যাবে।
মৌসুমের শুরুতে খেই হারালেও কার্লো আনচেলত্তির অধীনে নাপোলি নিজেদের ক্রমশ গুছিয়ে নিচ্ছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ছয় ম্যাচেই অপরাজিত রয়েছে নাপোলি যার মধ্যে চার ম্যাচেই জয় রয়েছে তাদের।
তাদের এই পারফরম্যান্সে তারা এরই মধ্যে “সিরি এ” এর পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট আর ইন্টার মিলানের পয়েন্ট সমান, শুধু গোলব্যবধানে এগিয়ে থাকায় ইন্টার মিলান আছে টেবিলের দুই নম্বরে।
নাপোলি-পিএসজি
অন্যদিকে থমাস টুখেলের নেতৃত্বে পিএসজি লিগ ওয়ানে দুরন্ত গতিতে ছুটছে। লিগে এখনও তারা কোন পয়েন্ট হারায়নি। জিতেছে ১২ ম্যাচের সবকয়টি।
তবে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্সে উন্নতি করতে হবে।
১ জয়, ১ হার ও ১ ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আছে এই মুহূর্তে টেবিলের তিন নম্বরে।
চ্যাম্পিয়ন্স লিগের “মৃত্যুকূপ” গুলোর একটি গ্রুপ “সি” তে আজ নাপোলি-পিএসজি ম্যাচে যে দল হারবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বিদায় একরকম নিশ্চিত হয়ে যাবে।
তাই আজকের লড়াই নাপোলি ও পিএসজির চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াই।
নাপোলি
কার্লো আনচেলত্তি “সিরি এ”তে আগের ম্যাচে এম্পলির বিপক্ষে দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন।
পিএসজির বিপক্ষে ডেভিড অসাপিনা, ফ্যাবিয়ান রুইজ, অ্যালান, রাউল আলবিওল প্রত্যাশিতভাবেই একাদশে ফিরছেন।
৪-৪-২ ফর্মেশনে খেলাতে পারেন কোচ কার্লোস আনচেলত্তি। মাঝমাঠে থাকবেন হামসিক, ক্যালিওজন, অ্যালান, রুইজ। দুই স্ট্রাইকার ইনসিঙ্গে ও মারটেন্স থাকবেন সবার সামনে।
নাপোলির সম্ভাব্য একাদশ
অসাপিনা(গোলরক্ষক), ম্যাকসিমোভিচ, আলবিওল, কওলিব্যালী, রুই, ক্যালিজন, অ্যালান, হামসিক, রুইজ, ইনসিঙ্গে, মারটেন্স।
পিএসজি
কোচ থমাস টুখেল নিশ্চিত করেছেন-ইটালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে অভিষেক হচ্ছে আজ।
কোচ টুখেল আজ মাঝমাঠের দখল নিয়ে আধিপত্য বিস্তার করতে চাইবেন। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে আজ জিততেই হবে পিএসজিকে।
আর এ কারণে আজ তিন সেন্টারব্যাক নিয়েও নামতে পারেন টুখেল।
৩-৪-৩ ফর্মেশনে গোলরক্ষক বুফন, তার সামনে তিন সেন্টারব্যাক হিসেবে থাকবেন মারকুইনহোস, থিয়াগো সিলভা, কিমপেম্বার। মাঝমাঠের দখল নিতে মাঠে নামবেন মুনিয়ের, ভেরাত্তি, র্যাবিওট ও বেরনাট। আক্রমণভাগে থাকতে পারেন ডি মারিয়া, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
পিএসজির সম্ভাব্য একাদশ
বুফন, থিয়াগো সিলভা, মারকুইনহোস, কিমপেম্বার, মুনিয়ের, ভেরাত্তি, র্যাবিওট, বেরনাট, ডি মারিয়া, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
সময়ঃ রাত ২ টা
ভেন্যুঃ স্তাদিও সাও পাওলো
সরাসরি সম্প্রচারঃ সনি ইএসপিএন
Leave a Reply