বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম টেস্টে সিলেটে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের এই বিশাল হারে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
৪র্থ দিনে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে গেছে ১৬৯ রানে।
৩২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে যে ধরনের ব্যাটিং প্রয়োজন ছিল তার ধারে –কাছেও জেতে পারেনি বাংলাদেশ। টেস্ট ম্যাচে ধৈর্যের পরীক্ষায় বরাবরই ব্যর্থ বাংলাদেশ আজও পারেনি লক্ষ্য ছুতে।
ব্রেন্ডন মাভুটা, সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাকাদজা ও কাইল জারভিসরা পেয়েছেন স্মরণীয় এক জয়।
ব্যাটসম্যানরা একের পর এক বাজে শট খেলে আউট হয়েছেন। ভুল শর্ট সিলেকশনের কারণে উইকেট হারানো কয়েকজন খেলোয়াড়কে রীতিমতো কাঠগড়ায় তোলা যায়।
জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা কিংবা উইলিয়ামসের মত ইনিংস টেনে নিয়ে যেতে পারেন নি কেউ। দলের প্রথম সাত ব্যাটসম্যানের রান যথাক্রমে ২৩, ৪৩, ৯, ১৬, ১৩, ১৩, ৩৮।
ইমরুল কায়েস ওয়ানডেতে তামিমের অভাব ভুলিয়ে দিতে পারলেও টেস্টে ব্যর্থ হয়েছেন। ইমরুল আর আরিফুল হক বাদে আরও কোন খেলোয়াড় উইকেটে স্বচ্ছন্দবোধ করেন নি।
২০০১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে বাংলাদেশে এসে জয় পেয়েছিল। তারপর থেকে ১৭ বছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল ছিল অপরাজিত।
আজ ১৭ বছর পর জিম্বাবুয়ে আবার জয় পেল বাংলাদেশে। জিম্বাবুয়ে পাঁচ বছর আগে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছিল।
দেশের বাইরে জিম্বাবুয়ের সর্বশেষ জয়টিও এসেছিল বাংলাদেশের বিপক্ষে ২০০১ সালে চট্টগ্রামে। দেশের বাইরে জিম্বাবুয়ে যে তিনটি টেস্ট জিতল তার দুইটির প্রতিপক্ষের নাম বাংলাদেশ।
ম্যান অব দ্যা ম্যাচঃ শন উইলিয়ামসন।
বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।
Leave a Reply