নিউজিল্যান্ড সিরিজ খোয়ালো দেড়শ’র গোলকধাঁধায় আটকে।
পাকিস্তানি ব্যাটসম্যানরা দেড়শ এর আশেপাশে রান করবেন, অথবা পাকিস্তানি বোলাররা দেড়শ’র আশেপাশে রান দেবেন। তারপর দেড়শ’র গোলকধাঁধায় আটকে ম্যাচ হারবে প্রতিপক্ষ, জিতে যাবে পাকিস্তান। পাকিস্তানের গত কয়েক ম্যাচের নিয়মিত চিত্র এটি।
ব্যতিক্রম হয়নি পাকিস্তান- নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টুয়েন্টিতেও। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তুলেছে ৭ উইকেটে ১৫৩ রান।
আর সেই রানটাই তুলে ফেলেছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। সিরিজে টানা ২ ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ জিতে নিল পাকিস্তান।
নিউজিল্যান্ড -পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজ
এই নিয়ে টানা আট টি-টুয়েন্টি ম্যাচ জিতে নিল পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড কলিন মানরো ঝড়ে রানের পাহাড় গড়ার পথে ছিল। ৪৪ রানে মানরো আউট হওয়ার পরই রানে ধ্বস নামে।
খুব দ্রুত উইকেট হারাতে থাকে। এর মধ্যে অসম্ভব দুই রান নিতে গিয়ে দৃষ্টিকটু এক রানআউট হন গত ম্যাচে নিউজিল্যান্ড ভরসা রস টেলর।
এক প্রান্তে চেষ্টা চালিয়ে গেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার সাথে যোগ দিয়ে ঝড় তোলেন কোরি আন্ডারসন।
কেইন ৩৭ রান করে আউট হলেও আন্ডারসন শেষ পর্যন্ত উইকেটে ছিলেন। ৪ টি চার ও ২ ছয়ে ২৫ বলে আন্ডারসনের ৪৪ রানের ঝড়ো ইনিংসে নিউজিল্যান্ড দেড়শ পার করে।
পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করেন শাহিন আফ্রিদি। নেন তিন উইকেট।
১৫৪ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের জয় নিশ্চিত হয়ে যায় তাদের ওপেনিং জুটিতেই।
ফখর জামান ২৪ ও বাবর আজম করেন ৪০ রান। আসিফ আলীর ৩৮ আর মোহাম্মদ হাফিজের ৩৪ রানের ঝড়ো ব্যাটিংয়ের ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ও তাই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।
ম্যান অব দ্যা ম্যাচঃ শাহিন আফ্রিদি।
Leave a Reply