টেনিস সুন্দরী সানিয়া মির্জা আর ক্রিকেট অলরাউন্ডার শোয়েব মালিকের ঘরে যে একটি পুত্র সন্তান এসেছে, এটা এখন সবারই জানা। যেটা অজানা বা জানার জন্যে এখন সবাই উদগ্রিব, সেটা হচ্ছে তাদের সন্তান কোন দেশের নাগরিকত্ব পাবে।
দুই অঙ্গনের দুই তারকার এই পুত্র সন্তানের নাগরিকত্ব নিয়ে অনেকের মাঝেই নানা রকম ভাবনা বইছে। সবার মনেই এক প্রশ্ন সে কি বাবার দেশ পাকিস্তানের নাগরিক হবে নাকি মায়ের দেশ ভারতের নাগরিকত্ব পাবে!
বাবা শোয়েব মালিক বললেন, ‘না’, মানে তিনি সন্তানের নাগরিকত্ব নিয়ে ভাবছেন না। তিনি বলতে চাইছেন, নাগরিকত্ব দিয়ে কোন মানুষের আসল বিচার হয় না। আমাদের সন্তান আল্লাহর উপহার এবং আমরা তার নামও রেখেছি সেটাই, ইজহান। কাজেই সে এই পৃথিবীতে আল্লাহর উপহার হয়েই থাকুক, তার কোন নাগরিকত্বের প্রয়োজন নেই। সে পাকিস্তানের নাগরিকও না, ভারতেরও না।
কিন্তু জনমনের জল্পণা-কল্পণা তো যাচ্ছে না। শোয়েব মালিক বললেই হলো! তাকে তো কোন না কোন দেশের নাগরিক হিসেবেই পরিচিত হতে হবে! সবাই তাই তাকিয়ে আছে সানিয়া মির্জার দিকে, দেখা যাক তিনি কী বলেন।
Leave a Reply