আগের ম্যাচেই লা লিগায় নিজেদের চিরপ্রতিদ্বদ্ধী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছিল বার্সেলোনা। আগের ম্যাচের আত্মবিশ্বাস থেকেই দলের কয়েকজন মূল তারকাকে বিশ্রাম দিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা।
কালচারাল লিওনেসার বিপক্ষে সহজ জয়ের প্রত্যাশাই করেছিল সবাই। কিন্তু জয় পেলেও একেবারে সহজে আসেনি।
ঘাম ঝরিয়েই জিততে হয়েছে ভালভার্দের শিষ্যদের।
কালচারাল লিওনেসার বিপক্ষে লেংলেটের শেষ মুহূর্তের গোলে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা।
জয় পেল বার্সেলোনা
ম্যাচের নবম মিনিটেই সুযোগ পেয়েছিল লিওনেসার পেরেজ। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট করে সুযোগ নষ্ট করেন তিনি।
২০ মিনিট পর্যন্ত এক নাগাড়ে আক্রমণ করে যায় কালচারাল লিওনেসা। কিন্তু কোন আক্রমণই ফলপ্রসু হয়নি।
২০ মিনিট পরেই নিজেদের কিছুটা ফিরে পায় বার্সেলোনা। কয়েকটি আক্রমণও করে তখন। কিন্তু এলোমেলো সব আক্রমণের ফলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর কেউই।
৫০ মিনিটের সময় কয়েকজনকে কাটিয়ে গোলে শট নেন লিওনেসার “নাম্বারে টেন” অরটিজ। কিন্তু তার দূর্বল শট ঠেকাতে কোন কষ্টই হয়নি বার্সা গোলরক্ষক সিলেসেনের।
এর দুই মিনিট পরই গোল প্রায় পেয়েই যাচ্ছিল কালচারাল লিওনেসা। বল নিয়ে ডি-বক্সে ঢুকে গেলেও সময়মত নিতে পারেননি শট।
৭০ মিনিটের সময় পেরেজের নেওয়া ফ্রি-কিক সেভ করে বার্সেলোনার ত্রাতা হন সিলেসেন। মূলত এরপরই খেলায় ফিরে আসার প্রানান্ত চেষ্টা শুরু করে বার্সা।
৭১ মিনিটেই কার্লেস অ্যালেনার শট ঠেকান লিওনেসা গোলরক্ষক পালাতসি।
তবে ৭৫ মিনিটে লিওনেসার হয়ে ম্যাচের সেরা শট নেন গঞ্জালেস। কিন্তু অসাধারণ দক্ষতায় বার্সেলোনাকে উদ্ধার করেন সিলেসেন।
তারপর থেকে আক্রমণই করে যায় বার্সা। এর ফলস্বরূপ ৯১ মিনিটে আরও একটি ফ্রি-কিক পায় বার্সা।
অউসমান ডেম্বেলের ফ্রি-কিকে মাথা ছুইয়ে বার্সেলোনা সমর্থকদের উল্লাসে মাতান ক্লেমেন্ট লেংলেট।
১-০ গোলে জয় পায় বার্সেলোনা। এই জয়ে “রাউন্ড অব ৩২” এর প্রথম লেগে এগিয়ে গেল বার্সা।
২য় লেগ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর ন্যু ক্যাম্পে।
Leave a Reply