বুধবার রাতে রিয়াল মাদ্রিদ খেলবে আফ্রিকায়! অবাক হওয়ার কিছু নেই। বুধবার রাতে “রাজার কাপ” খ্যাত স্প্যানিশ ঘরোয়া টূর্ণামেন্ট “কোপা দেল রে” এর ম্যাচে আফ্রিকায় মুখোমুখী হবে রিয়াল মাদ্রিদ ও মিলিলা।
“মিলিলা” টিমটি আফ্রিকার একটি টিম। তবে এই টিমটি আফ্রিকার কোন লিগে খেলে না। আফ্রিকার দেশ মরক্কোর কাছাকাছি অবস্থিত মিলিলা অঙ্গরাজ্য । স্পেনের থেকে দূরত্ব খুব কম থাকার কারণে মিলিলা আফ্রিকার কোন লিগে না খেলে স্প্যানিশ লিগে খেলে।
নিজেদের ১০,০০ আসন বিশিষ্ট স্টেডিয়াম “আলভারেজ ক্লারো”তে আজ রিয়ালের মুখোমুখী হবে তারা। তাই এই ম্যাচ খেলতে মাদ্রিদকে যেতে হবে আফ্রিকায়!
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। সদ্যই বার্সেলোনার কাছে ৫-১ গোলে হারের লজ্জা সঙ্গী হয়েছে। বরখাস্ত হয়ে গেছেন রিয়াল বস হুলেন লোপেতেগুইও। রিয়ালের অন্তর্বতী কোচের দায়িত্ব পেয়েছেন সান্টিয়াগো সোলারি।
মোটেই স্বস্তিতে নেই সান্টিয়াগো সোলারি। মাত্রই দায়িত্ব পেয়েছেন। ব্যর্থতায় পিঠ দেয়ালে ঠেকে গেছে রিয়াল মাদ্রিদের। এমন মুহূর্তে দলকে জয়ে ফেরানোর মিশন নিয়ে নামতে হবে আজ।
তবে চোটের কারণে পূর্ণশক্তির দলও আজ পাচ্ছেন না তিনি। মার্সেলো, দানি কারভাহাল, মারিয়ানো, রাফায়েল ভারানে, ভায়েহো তালিকাটা বেশ লম্বাই।
চোটের থাবায় আজ হয়তো টেনেটুনে কোনমতে একটা একাদশই নামাতে হতে পারে সোলারিকে। এরই মধ্যে তিনি রিয়ালের “বি” দল থেকে কয়েকজন খেলোয়াড় নিয়ে এসেছেন এ ম্যাচের খেলোয়াড় ঘাটতি পূরণ করতে।
সর্বশেষ সাত ম্যাচে ১ জয়, ১ ড্র, আর ৫ হার ! এই পরিসংখ্যান নিয়েই আজ রিয়াল মুখোমুখী হবে সর্বশেষ ১০ ম্যাচে ৯ জয় পাওয়া মিলিলার বিপক্ষে।
রিয়াল একাদশ সাজাতে পারে ৪-৩-৩ ফর্মেশনে। রামোস, নাচো, ক্যাসিলা, বেনজামা, অ্যাসেনসিও, সেবালোস, ইয়েরেন্তেরা ফিরবেন একাদশে। আর রিয়েলের জার্সিতে অভিষেক হতে পারে “ব্রাজিলিয়ান বিস্ময়বালক” ভিনিসিয়াস জুনিয়রের।
মিলিলা একাদশ সাজাতে পারে ৪-২-৩-১ ফর্মেশনে। তারা পাচ্ছে পূর্ণশক্তির দলই।
ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত ১২ টা ৩০ মিনিটে। ম্যাচটি বাংলাদেশ থেকে কোন টেলিভিশনে দেখা যাবে না। তবে অনলাইন লাইভস্ট্রিম দেখা যাবে।
Leave a Reply