প্রেম কখনো পূর্ব ইঙ্গিত দিয়ে আসে না। এটা হঠাৎ করেই হয়ে যায়। কাউকে হঠাৎ এতটা ভালো লেগে যায় যে তার কথা ভাবলেই মন মেঘের ভেলায় ভাসতে থাকে। তার সাথে সময় কাটাতে, গল্প করতে ইচ্ছা করে। এটা সবার সাথেই হয়ে থাকে, যখন তারা কোন মেয়ের প্রেমে পড়ে যায়। এটা সেই সময় যখন আপনার চারপাশের সবকিছু আপনার ভালো লাগতে শুরু করে। একই সাথে তাকে না পাওয়ার আশংকায়ও মন ভীত হতে থাকে।
আপনিও কি এমন কাউকে ভালোবাসেন যাকে আপনার মনের কথা এখনও জানাতে পারেননি? কি করে তাকে আপনার আবেগের কথা জানাবেন, এটা ভেবে মন ব্যকুল হয়ে উঠছে? এখানে পরিস্থিতি দুই ধরনের হতে পারে। হতে পারে সে আপনার পূর্ব পরিচিত কেউ অথবা হঠাৎ করেই দেখে আপনি তার প্রেমে পড়ে গেছেন, এমন কেউ। পরিস্থিতি যাই হোক, তাকে আপনার মনের কথা জানানোটাই এখানে সবচেয়ে বেশি জরুরী।
একটা মেয়েকে মনের কথা খুলে বলা যতটা কঠিন মনে হয়, আসলে বিষয়টি ততটা কঠিন নয়। আপনি যদি এটা নিয়ে আপনার বন্ধুদের সাথেও আলোচনা করেন, তাহলে তারাও আপনাকে সরাসরি মেয়েটির সাথে কথা বলার পরামর্শ দেবে। কারণ, কথা না বলার মানে হলো আপনি নিজে থেকেই আপনার সুযোগটি ছেড়ে দিচ্ছেন।
আপনার কথার প্রেক্ষিতে মেয়েটি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা আগে থেকে অনুমান করে রাতের ঘুম নষ্ট করার চাইতে তাকে নিজের মনের কথা জানিয়ে পরিস্থিতিতে অনুকূলে আনার চেষ্টা করা অনেক ভালো। ভালো যেহেতু বেসেই ফেলেছেন, আপনার আবেগ তো তার সামনে প্রকাশ করতেই হবে। এখন সেটা কিভাবে করবেন এটাই মূখ্য বিষয়। তাই চলুন জেনে নেই আপনার প্রিয় মানুষটিকে মনের কথা জানানোর কৌশলগুলি।
তার সম্পর্কে খোঁজ নিন:
আপনার একটি মেয়েকে পছন্দ হলেই সাথে সাথে তাকে প্রেমের প্রস্তাব দেওয়া ঠিক না। এতে বরং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। হতে পারে মেয়েটির আগে থেকেই কারো সাথে সম্পর্ক রয়েছে। কাজেই কয়েকটি লক্ষণ দেখে আগে বুঝে নিন মেয়েটি এখনো সিঙ্গেল কিনা। যদি সিঙ্গেলও হয়, অর্থাৎ অন্য কারো সঙ্গে সম্পর্ক নাও থাকে, তবুও মেয়েটি আদৌ প্রেমের মত সম্পর্কে জড়াতে আগ্রহী কিনা কিংবা যদি আগ্রহী না হয়ে থাকে তাহলে কেন নয়, সে বিষয়ে ধারণা নেওয়া প্রয়োজন।
মেয়েটিকে যদি আপনি আগে থেকেই চিনে থাকেন, তাহলে অবশ্যই কারণগুলিও আপনার জানার কথা। যে সমস্যার জন্য সে সম্পর্কে অনাগ্রহী সেগুলিকে সমাধান করার চেষ্টা করুন। আর যদি সে অপরিচিত কেউ হয়ে থাকে, তাহলে প্রথমে তার পরিচিত মানুষ বা বন্ধু বান্ধবের কাছ থেকে তথ্য সংগ্রহ করুন। তারপর সামনের কথা ভাবুন।
সঠিক সময়ের অপেক্ষা করুন:
আপনি যদি উপরের ধাপটি অনুসরন করে থাকেন, তাহলে আমি ধরে নিচ্ছি এই মুুহুর্তে আপনি কম বেশি তার সম্পর্কে জানেন। কাজেই, আপনি নিশ্চয়ই তার সাথে পরিচিত হওয়ার মাধ্যমটিও খুজেঁ বের করে ফেলেছেন। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে কোন বন্ধুর মাধ্যমে তার সাথে পরিচিত হয়ে নেওয়া এবং আস্তে আস্তে তার সাথে সুসম্পর্ক গড়ে তোলা।
যখন সে আপনার সাথে কথা বলতে শুরু করবে, তখন আপনার সম্পর্কে যতটুকু সম্ভব তার মনে ইতিবাচক ধারণা সৃষ্টির চেষ্টা করুন। এ উপায়গুলো ব্যবহার করে তার কাছে নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করুন। এতে তার কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে থাকবে।
এরপর এমন একটি সময়ের অপেক্ষা করুন যখন আপনি তাকে আপনার মনের কথা বলতে পারবেন। তবে মনে রাখবেন, একটি মেয়ের জন্য সব সময় সমান মানসিকতা রাখা সম্ভব হয় না। তাদের উপর পারিবারিক ও সামাজিক বিভিন্ন দায়িত্ব থাকার কারণে খুব কম সময়েই তারা নিজেকে নিয়ে ভাবতে সময় পায়। এমন সময় আপনি যদি আপনার ভালোবাসার কথা তার সামনে প্রকাশ করেন যখন সে পারিবারিক কোন ব্যাপার নিয়ে ব্যস্ত কিংবা তার পরীক্ষা চলছে, তাহলে আশানুরুপ ফল না পাওয়ার সম্ভাবনাই বেশি।
সঠিক স্থান বেছে নিন:
যদি উপরের দুইটি ধাপই আপনি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারা দু’জন এখন খুব ভালো বন্ধু। তবে ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের চাইতেও অনেক বেশি কিছু। আর সেটা পেতে হলে আপনাকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।
আপনি যাকে ভালোবাসেন, তার প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করুন। আর এটা বোঝার চেষ্টা করুন যে আপনার প্রতি তার মনোভাব কেমন। ইতিবাচক সাড়া পেলে তারপর সময় বুঝে এমন একটি স্থানকে বেছে নিন যেখানে আপনি আপনার মনের কথা তাকে বোঝাতে পারবেন।
তবে এক্ষেত্রে অবশ্যই অনেক ভীড় থাকে এমন কোনও জায়গায় তাকে নিয়ে যাবেন না। অনেকেই তাদের প্রিয় মানুষটিকে ক্যাফেতে নিয়ে প্রেমের কথা বলে থাকেন। মনে রাখবেন এটি মারাত্বক একটি ভুল। কোন মেয়েই অন্তত প্রথমবার কোন জনবহুল স্থানে তার আবেগ নিয়ে ভাবার কথা চিন্তা করে না। তাই অবশ্যই এমন জায়গাগুলিকে এড়িয়ে চলুন। আর বেছে নিন এমন জায়গা যেখানে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, রয়েছে প্রাণ খুলে কথা বলার মতো পরিস্থিতি।
ভালোবাসার সম্পর্ক আর অধিকার ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই সমান। আমরা প্রায় দেখে থাকি যে কোন ছেলে কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে যদি সাড়া না পান, তাহলে বিভিন্ন নেতিবাচক কার্যকলাপ শুরু করে দেন। যদি সে আপনার প্রস্তাব স্বীকার না করে, তবে অবশ্যই নৈতিবাচক কোন কাজ করা থেকে বিরত থাকুন। এ রকম কাজ আপনাকে তার থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাবে, যার মানে সামান্য হলেও আপনার জন্যে তার হৃদয়ে জায়গা পাওয়া যে ভবিষ্যৎ সম্ভাবণাটুকু রয়েছে, সেটাও নষ্ট হবে।
মনে রাখবেন, প্রত্যেকটি মানুষেরই নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। তাই মেয়েটির সিদ্ধান্ত যাই হোক সেটা সম্মানের সাথে মেনে নিন। এতে আপনার একটা লাভও হতে পারে। যেহেতু আমি যে কথাগুলি বললাম, বেশির ভাগ মেয়েরাও একজন প্রেম প্রত্যাখ্যাত ছেলের ক্ষেত্রে সেটাই চিন্তা করে, সেহেতু যদি আপনি একই ধরনের প্রতিক্রিয়া না দেখান, তাহলে হয়তো সেই মেয়েটি পুনরায় আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে।
Leave a Reply