পাওয়ার ব্যাংক কি আর কেন প্রয়োজন সে সম্পর্কে আমরাই সবাই অবগত। কিন্তু মোবাইলের জন্যে ব্যবহার করলেও ল্যাপটপের জন্যে পাওয়ার ব্যাংক ব্যবহার করা এখনো আমাদের দেশে পুরোপুরি জনপ্রিয় হয়ে উঠেনি। তবে, যারা ল্যাপটপের বাড়তি ব্যাটারি ব্যাকআপ পেতে পাওয়ার ব্যাংক ব্যবহার করছেন, তারা জানেন এটা তাদের কতটা কাজে লাগছে।
পাওয়ার ব্যাংক ল্যাপটপ বা মোবাইলের জন্যে একটি বাড়তি শক্তি। আর আমরা জানি যে শক্তির কার্যকারিতা কোন পোর্টেবল ডিভাইসের ব্যাটারির লাইফটাইম প্রসারিত করতে বিশাল ভূমিকা পালন করে। বর্তমান সময়ে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং দরকারি ইলেকট্রনিক্স ডিভাইসের তালিকাতে রয়েছে ল্যাপটপ যা ব্যাটারি দ্বারা চালিত হয়ে থাকে।
বহনযোগ্যতার কারণে এবং ব্যাটারি চার্জিং সুবিধা থাকার কারণে ল্যাপটপ দিন দিন আরও বেশি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তবে আমাদের অনেকের ক্ষেত্রেই অনেক সময় দেখা যায় যে কাজের ব্যস্ততার কারণে ল্যাপটপ চার্জ দেওয়ার কথা মনে থাকে না।
ফলাফল স্বরূপ, কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয় যে, ল্যাপটপে জরুরী কাজ পড়েছে অথচ যথেষ্ট্য চার্জ নেই। আর অন্যদিকে ইলেকট্রিসিটিও নেই যে, কাজ করতে করতে চার্জ হয়ে যাবে। আবার মাঝে মাঝে এমন পরিস্থিতিতেও পড়তে হয় যে, আকস্মিক সিদ্ধান্তে জরুরী কাজে দূরে কোথাও যেতে হচ্ছে এবং কাজের প্রয়োজনে সঙ্গে ল্যাপটপটাও নিতে হচ্ছে। তখন যদি ল্যাপটপে চার্জ না থাকে, তবে সবার আগে কাজে আসে পাওয়ার ব্যাংক।
ল্যাপটপের জন্যে পাওয়ার ব্যাংক
মোবাইলের জন্যে ভাল মানের পাওয়ার ব্যাংক আমরা অনেকেই ব্যবহার করে থাকি। কিন্তু ল্যাপটপে সাধারণত ব্যবহার করা হয়ে ওঠে না। কিন্তু ভালো মানের এমন কিছু পাওয়ার ব্যাংক রয়েছে যা আপনি ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ উপরে উল্লেখিত বিভিন্ন পরিস্থিতিতে ল্যাপটপের পাওয়ার নিয়ে চিন্তায় পড়া থেকে মুক্ত থাকতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক ল্যাপটপের জন্যে ভালো কিছু পাওয়ার ব্যাংক সম্পর্কে।
১. MAXOAK External Battery Power Bank
বহুমুখী ক্ষমতাসম্পন্ন একটি পাওয়ার ব্যাংক এটি। এটি ছয় চার্জিং পোর্ট বিশিষ্ট। যার একটি হলো 20-ভোল্ট / 3-এএমপি এর পোর্ট যা ল্যাপটপের জন্য। এছাড়াও ডিজিটাল ক্যামেরার জন্য রয়েছে 12-ভোল্ট / 2.5–এএমপি পোর্ট। আরো রয়েছে দুটি 5-ভোল্ট / 2.1—এএমপি ইউএসবি পোর্ট এবং দুটি 5 ভোল্ট / 1 –এএমপি ইউএসবি পোর্ট।
তাছাড়াও MAXOAK External পাওয়ার ব্যাংকটি 50,000 এমএএইচ ব্যাটারি সম্পন্ন, যার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ এবং ফোনগুলোও অনেকবার চার্জ করতে পারবেন। আরও সুবিধার মধ্যে রয়েছে এটির ওজন খুব একটা বেশি না। এটি 8.1 x 5.3 x 1.3 ইঞ্চি এবং 2.77 পাউন্ডের। যার কারণে খুব সহজেই বহন করা যায়। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই পাওয়ার ব্যাংকটি ব্যবহারের জন্য আপনার ল্যাপটপে ইউএসবি টাইপ সি থাকতে হবে।
২. Crave PowerPack CRVPP101
যে কোনও ডিভাইসকে চার্জ করার জন্য আরও একটি শক্তিশালী ডিভাইস হলো এটি। 6 x 8 x 2 ইঞ্চি এবং দুই পাউন্ড ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে 50,000 এমএএইচ ধারণক্ষমতা সম্পন্ন ব্যাটারি। এই পাওয়ার ব্যাংকে পোর্ট হিসাবে রয়েছে চারটি ইউএসবি চার্জিং পোর্ট এবং দুটি ল্যাপটপ পাওয়ার সাপ্লাই পোর্ট।
Crave PowerPack সনি, ডেল, আইবিএম, ফুজিৎসু, এইচপি, তোশিবা, স্যামসাং এবং লেনোভোসহ আরও অনেক ল্যাপটপ ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। পাওয়ার ব্যাংকটির সাথে একটি ট্রাভেল পাউচ রয়েছে। যার ফলে আপনি যে কোনো জায়গায় তা বহন করতে পারবেন।
৩. DBPOWER 26400mAh
নাম দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে 26400 এমএএইচ ধারণক্ষমতা সম্পন্ন ব্যাটারি পাবেন এই মডেলের পাওয়ার ব্যাংকে। প্রতিটি ডিভাইসে 3 এএমপি সরবরাহ করে। যার ফলে দ্রুতগতিতে চার্জ হয় প্রতিটি ডিভাইসে। এছাড়াও এতে রয়েছে মাল্টি প্রটেক্ট প্রোটোকল। যার ফলে তা সংযুক্ত প্রতিটি ডিভাইসকে নিরাপদ রাখতে সাহায্য করে।
পাওয়ার ব্যাংকটির বাইরের দিকে রয়েছে চারটি LED লাইট যা এক নজরে পাওয়ার লেভেল দেখতে সাহায্য করে এবং এটি নিয়মিত তাপমাত্রার উপরে নজর রাখায় যা নিশ্চিত করে যে ডিভাইসগুলোতে অতিরিক্ত তাপমাত্রা যাচ্ছে না। এটি 15 x 18 x 4 ইঞ্চির এবং ওজন মাত্র দুই পাউন্ড।
৪. Poweradd Pilot Pro2
এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে আপনার ল্যাপটপের পাশাপাশি একই সময়ে দুটি USB ডিভাইস চার্জ করতে পারবেন। একটি LCD ডিসপ্লের মাধ্যমে জানা যায় যে, ব্যাংকে আর কতটুকু পাওয়ার জমা আছে। এছাড়াও নিরাপত্তা ডিভাইস হিসাবে আপনার ডিভাইসগুলোকে নিরাপদ রাখার জন্য কোন শর্ট সার্কিট বা ওভারলোড সম্পন্ন হলে এই চার্জার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
Poweradd Pilot Pro সিরিজের প্রতিটি USB-র আউটপুট 5V করে। এটি 8.5 X 6.9 X 3.3 ইঞ্চির এবং 2.1 পাউন্ড ওজনের পাওয়ার ব্যাংক। যার বিভিন্ন পাওয়ার রিকোয়ারমেন্টের জন্য পাওয়ার ব্যাংক প্রয়োজন, তার জন্য এটি আদর্শ একটি পাওয়ার ব্যাংক।
এখানে বিভিন্ন ধরণের পাওয়ার ব্যাংক নিয়ে আলোচনা করা হয়েছে। তবে অবশ্যই পাওয়ার ব্যাংকটি আপনার ল্যাপটপে কাজ করবে কিনা তা চেক করে নিতে হবে। কাজের সময় দরকারি হিসাবে ভালো সার্ভিস দেবে পাওয়ার ব্যাংকগুলো।
নোট: যেহেতু মার্কেট, দোকান ও অনলাইন শপের নিজস্ব ব্যাবসায়িক পলিসি অনুযায়ী একটা পাওয়ার ব্যাংকের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে, তাই আমরা পাওয়ার ব্যাংকগুলোর দাম উল্লেখ করলাম না। আপনি যখন কিনতে যাবেন, তখন বিভিন্ন দোকান ও মার্কেটে দাম যাচাই করে নেবেন।
Leave a Reply