গতকাল সৌদিআরবের জেদ্দায় মুখোমুখী হয় ফুটবলের চিরকালীন প্রতিদ্বন্ধী দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে হেড করে ১-০ ব্যবধানে দলকে “সুপারক্লাসিকো” জেতান ব্রাজিলিয়ান সেন্টারব্যাক মিরান্ডা।
আর্জেন্টনা একাদশে ছিলেন না মেসি, তবে পাওলো দিবালা ও ইকার্দি ছিলেন। অন্যদিকে নেইমার, কৌতিনহো, আর্থাররা থাকায় ব্রাজিল পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল।
ব্রাজিল-আর্জেন্টিনা “সুপারক্লাসিকো”
জেদ্দায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই দুই দল সাবধানী ফুটবল খেলতে থাকে। এরই মধ্যে গোলের প্রথম ভালো একটি সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা।
৭ মিনিটে ওটামেন্ডির লম্বা ক্রসকে নিকোলাস টাগিয়ালোফিকো বক্সের খানিকটা বাইরে ঠেলে দিলে খুব ভালো পজিশন থেকে শট নেয়ার সুযোগ পান লো সেলসো। কিন্তু তিনি পোস্টের বাইরে দিয়ে শট করে সুযোগ নষ্ট করেন।
এর কিছুক্ষণ পর ব্রাজিলীয় গোলরক্ষক মারাত্নক এক ভুল করে বল হারালেও সেই ভুলের সুযোগ নিতে পারেনি আর্জেন্টিনা।
২৭তম মিনিটে বামপ্রান্ত থেকে কাসেমিরোর ক্রস ফাকায় পেয়ে যান মিরান্ডা। গোলের খুব কাছ থেকে তার জোরালো শট গোলরক্ষককে ফাকি দিলেও একেবারে গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ওটামেন্ডি।
২৮ মিনিটে দিবালার বাঁকানো ফ্রি-কিক বারের খানিকটা বাইরে দিয়ে চলে গেলে গোলশুন্যভাবেই প্রথমার্ধ শেষ করে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৫ মিনিটে ইকার্দির প্রচেষ্টা ব্যর্থ হয়।
৬৯মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে বল পান আর্থার। ব্রাজিলীয় মিডফিল্ডারের দূর্দান্ত ভলি অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন আর্জেন্টাইন কিপার রোমেরো। ৮৮ মিনিটে কাসেমিরোর ফ্রি-কিক বারের খুব কাছ থেকে বেরিয়ে যায়।
৯০মিনিটে কাসেমিরোর শট ব্লক করতে গিয়ে আত্মঘাতী গোলই করতে বসেছিলেন ওটামেন্ডি।
৯৩ মিনিটে নেইমারের কর্ণার থেকে হেড করেই দলকে জয়ের বন্দরে পৌছে দেন মিরান্ডা। ১-০ গোলের জয়ে “সুপারক্লাসিকো” জিতে নেয় ব্রাজিল।
২০১৭ সালে মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচে নেইমারবিহীন ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছিলো আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ১-০ গোলের জয়ে গতবছর মেলবোর্নে হারের প্রতিশোধই যেন নিল নেইমাররা।
Leave a Reply