আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ দিন বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেট কানেকশন পেতে সমস্যায় পড়বেন বলে জানিয়েছে পত্রিকা রাশিয়া টুডে।
রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী এই পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ২ দিনের জন্যে ইন্টারনেট সমস্যা দেখা দেবে, কারণ মূল ডোমেইন সার্ভার বা নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নের জন্যে কাজ করা হবে এ সময়।
নিয়মিত রক্ষণা-বেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করার নিমিত্তে সাময়িক সময়ের জন্যে মূল ডোমেইন সার্ভার বন্ধ থাকবে। এ সময় ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেমে কাজ করা হবে এবং আইসিএএনএন বা ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড্ নেমস্ এন্ড নাম্বার নিয়েও কাজ করা হবে।
মূলত, এ ২ দিন বা ৪৮ ঘন্টা সময়ের ভেতর ক্রিপ্টোগ্রাফিক কী পরিবর্তণ করা হবে যা ইন্টারনেট অ্যাড্রেস বুক বা ডিএনএস সিস্টেমকে রক্ষা করতে সাহায্য করবে। রুটিন মাফিক এই রক্ষনাবেক্ষনের কাজটির জন্যে ইন্টারনেট ইউজাররা ইন্টারনেট পাবেন ঠিকই, তবে কানেকশন সমস্যায় পড়তে পারেন অনেকেই।
ইন্টারনেট জুড়ে সাইবার অ্যাটাক প্রতিরোধের জন্যেই ওয়ার্ল্ড কমিউনিকেশন অথরিটি (ডব্লিউসিআএ) এ আইসিএনএনকে এই নির্দেশ দিয়েছে। আর ওই নির্দেশে বলা হয়েছে, ইন্টারনেট জুড়ে সাইবার হামলা হচ্ছে, এ হামলা এত পরিমাণ বেড়ে গিয়েছে যে এখনই সঠিক পদক্ষেপ নেয়া প্রয়োজনীয় হয়ে পড়েছে।
তবে, আশার কথা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশেই ইতিমধ্যে ইন্টারনেট নেটওয়ার্ক সমস্যা শুরু হয়ে গেলেও অন্যান্য কিছু দেশের মতো বাংলাদেশে এখন পর্যন্ত সমস্যাটি শুরু হয়নি। আবার এর মানে এই নয় যে, সমস্যা দেখা দেবে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যে কোন সময়ই ইন্টারনেট নেটওয়ার্ক বা কানেকশন সমস্যায় পড়তে পারেন বাংলাদেশের ইউজাররাও।
মুহাম্মদ সোহান says
সময়োপযোগী একটি তথ্য জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আগে থেকে সতর্ক থাকা উচিত।