বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ক্যাপ্টেন, মাশরাফি বিন মর্তুজার আজ ৩৬তম জন্মদিন। ১৯৮৩ সালের অক্টোবরের ৫ তারিখে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেট তারকার জন্ম হয়। ওই দিন নড়াইল শহরের মহিষখোলায় মায়ের কোল আলোকিক করে আসা মাশরাফি আজ ১৬ কোটি মানুষের মুখ আলোকিত করছেন, আমাদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
ছোটবেলায় সবার কাছে তিনি পরিচিত ছিলেন কৌশিক নামে। কারণ, বাবা গোলাম মুর্তজা স্বপন তাকে এই নামেই ডাকতেন আর মা হামিদা বেগমেরও নামটি দারুণ পছন্দ হয়ে যায়। তাই, নামটি নড়াইলের মানুষের মুখে এখনো উচ্চারিত হয় প্রায়ই। ক্রিকেটের পাশাপাশি চিত্রা নদীর নান্দনিক জলে সাঁতার কাটা, বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা আর সারাদিন হৈচৈ করে বেড়ানো মাশরাফিকে ভীষণ বকাঝকা শুনতে হয়েছিল বাবা-মা’র কাছ থেকে।
মাশরাফি যেমন ছোটবেলায় ক্রিকেট নিয়ে পড়ে থাকতেন, তার ছোট ভাই সিজার মাহমুদও এখন ক্রিকেটের সঙ্গে সময় কাটান সারাদিন, পড়ে থাকেন ক্রিকেট নিয়েই। হয়তো আগামীতে তাকেও তারকা হিসেবে পেয়ে যেতে পারে ক্রিকেটের দেশ বাংলাদেশ।
২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দূর্দান্ত পারফর্মেন্স পরিচিত করে তোলে মাশরাফিকে, এরপর দ্রুত সময়ের মধ্যে দূর্বার গতিতে ছুটে চলেন মাশরাফি, মিলে যায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব। বাংলাদেশের ফাস্ট বোলার, ভরসার প্রতীক এই অধিনায়কের জন্মদিনে সমস্ত ক্রিকেটপ্রেমীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা, ভাল থাকুন মাশরাফি।
Leave a Reply