এ মাসেই পৃথিবীর অন্যতম সেরা হোটেল রুম দেখা যাবে আন্ডারগ্রাউন্ডে। আন্তর্জাতিক নানা সংবাদ মাধ্যমে প্রচার হওয়া খবরগুলো থেকে জানা যায়, বিস্ময়কর ১৮ তলা বিশিষ্ট এই হোটেল ভবনটির ১৬ তলাই মাটির নিচে, মাত্র ২ তলা দেখা যাচ্ছে মাটির উপরে।
আরও আশ্চর্য্যের বিষয় যে, মাটির নিচের ১৬ তলার মধ্যে ২ তলা রয়েছে পানির নিচে।
চায়নায় তৈরি হওয়া বিশ্বের প্রথম এই আন্ডারগ্রাউন্ড হোটেলটির লোকাল নাম তিয়ানা পিট আর আন্তর্জাতিক নাম অর্থাৎ যে নামে এটিকে বিশ্বের কাছে পরিচিত করানো হয়েছে তা হল ইন্টার কন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড।
বুঝতেই পারছেন, বিস্ময়কর আর ব্যতিক্রম এই হোটেলটি তৈরি হয়েছে চায়নার সেন্ট্রাল কোস্ট সাংহাই এ। হোটেলটি তৈরির পেছনে রয়েছে চায়নার একটি বড় সংস্থা যার নাম শেংকেং ইন শংজিযান যা মূলত বৈশ্বিক উন্নয়ন নিয়ে কাজ করে। আর কাজটি করা হয়েছে তাদের ‘এ ফাইট অ্যাগেন্স্ট্ গ্র্যাভিটি’ প্রজেক্টের আওতায়।
হোটেলটি সাংহাই থেকে ১৪ কিলোমিটার দূরে আর এটির রয়েছে নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থা যা জিওথার্মাল ও সোলার এনার্জির সমন্বয়ে তৈরি। এটি তৈরিতে প্রায় ৫ হাজার আর্টিটেক্ট ও ইঞ্জিনিয়ার যুক্ত ছিলেন এবং এটির নির্মাণে প্রায় ১০ বছর সময় লেগেছে।
হোটেলটির মাঝখানে রয়েছে বিশাল এক ঝর্ণা যা প্রত্যেক তলা থেকেই দেখা যায়। আর এ ঝর্ণাটির পানি পরিশোধিত করা হচ্ছে অত্যাধুনিক মেশিনে এবং এই পানি গিয়ে মিশেছে হোটেলের চারপাশের নয়নাভিরাম পুলের সঙ্গে।
Leave a Reply