কম্পিউটার মানুষের জীবনকে আগের থেকে অনেক বেশি সহজ করে দিয়েছে। অনেক অসম্ভব কাজ কম্পিউটারের মাধ্যেমে খুব সহজে এবং দক্ষতার সাথে করা যায়। কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না, আপনি তাকে যে কমান্ড দিবেন, কম্পিউটার সে কমান্ড অনুযায়ী আপনার কাজটি করে দিবে।
এখন কথা হল, কেমন হয় আপনি যা’ই লিখবেন আপনার কম্পিউটার যদি তা’ই বলে! আর সেই কাজটা যদি আপনি নিজেই করতে পারেন, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, আপনার কম্পিউটারকে দিয়ে কথা বলাতে পারেন, অর্থাৎ আপনার লেখাগুলোই কম্পিউটারকে দিয়ে বলাতে পারবেন।
আপনার কম্পিউটার কথা বলবে
তাহলে চলুন, কম্পিউটারকে দিয়ে কথা বলানোর কাজটি শুরু করা যাক। বলে রাখা ভাল কাজটি করার জন্য আপনাকে একটি সফটওয়্যার বানাতে হবে। ভয় পেয়ে গেলেন নাকি! ভয় নেই, আপনি খুব সহজেই সফটওয়্যারটি বানাতে পারবেন। বুঝার সুবিধার জন্য আমি প্রতিটি ধাপের ছবি দিয়ে দিয়েছি।
১. Notepad সফটওয়্যারটি Open করুন
২. নিচের কোডটি কপি করে Notepad এ পেস্ট করুন?
Dim message, sapi
message=InputBox(“What do you want me to say?”,”Speak to Me”)
Set sapi=CreateObject(“sapi.spvoice”)
sapi.Speak message
৩. এবার ফাইলটিকে যেকোন একটি নাম দিয়ে দিন এবং নামের শেষে .vbs যোগ করে Save করুন
৪. এইবার ফাইল অর্থাৎ সফটওয়্যারটি রান করুন
৫. আপনি কম্পিউটারের নিকট থেকে যা শুনতে চান, তা Text বক্সের মধ্যে লিখুন?
আশা করি আপনি সব গুলো কাজ সফলভাবে করেছেন। ইতোমধ্যে আপনি হয়তো কম্পিউটারের নিকট থেকে শব্দ শুনছেন। আর যদি কম্পিউটারের কথা শুনতে কোন সমস্যা হয়ে থাকে, তবে কমেন্ট বক্সে আপনার সমস্যা বলতে পারেন।
Leave a Reply