পিএসজির কাছে বিধ্বস্ত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে নবাগত দল রেড স্টার বেলগ্রেড।
এই ম্যাচে জিতবে কে তা আগেই জানা ছিল। কারণ শক্তিমত্তায় দুটি দলের পার্থক্য বিস্তর।
বুধবার রাতে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেস অ্যারেনাতে রেড স্টার বেলগ্রেড পপিএসজির কাছে বিধ্বস্ত হয়েছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
পিএসজির হয়ে হ্যাটট্রিক করেছেন দলটির “পোস্টার বয়” নেইমার।
নিজেদের মাঠে শুরু থেকেই অতিথিদের চেপে ধরে পিএসজি। যার সুফল মেলে ২০ মিনিটে।
ফ্রি-কিক থেকে নেইমারের শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি রেড স্টার গোলরক্ষক মিলান বোরান। এক গোলের ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
২১ মিনিটে ডি-বক্সের ভেতর এমবাপ্পের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান নেইমার। স্বাগতিকদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বেলগ্রেডস।
২৬ মিনিটে কাভানির হেড ঠেকিয়ে তাকে গোলের অপেক্ষায় রাখেন বোরান। তবে ৩৬ মিনিটেই শেষ হয় কাভানির গোলের অপেক্ষা। ৩-০ তে এগিয়ে যায় পিএসজি।
৪০ মিনিটে ব্যবধান বাড়ান আনহেল ডি মারিয়া।
প্রথমার্ধে ৪-০ গোলে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল হজম না করার মিশনেই যেন নেমেছিল রেড স্টার। তাই নেইমারদের একের পর এক আক্রমণ হয়তো ব্লক হচ্ছিল নয়তো আটকে যাচ্ছিল “মিলান বোরান” দেয়ালে। তাই ব্যবধান বাড়ানো হচ্ছিল না পিএসজির।
৭০ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল করে এ দেয়াল ভাঙ্গেন এমবাপ্পে।
এরই মধ্যে স্রোতের বিপরীতে ৭৪ মিনিটে গোল হজম করে পিএসজি। রেড স্টারের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করে ইতিহাসের অংশ হয়ে যান মার্কো মারিন।
ম্যাচের ৮১ তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেই নিজের হ্যাটট্রিক তুলে নেন নেইমার।
বক্সের বাইরে থেকে তার শট গোলরক্ষককে নড়ার সুযোগ না দিয়েই জালে আশ্রয় নেয়।
২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে “সি” গ্রুপে ৩য় অবস্তানে পিএসজি। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ২য় স্থানে লিভারপুল সংগ্রহ করেছে ৩ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে সবার শেষে রেড স্টার।
Leave a Reply