কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীণ সময়েই আমাদের দেশের অনেক ছাত্র-ছাত্রীর স্বপ্ন তৈরি হয় বিদেশে পড়াশুনার। অভিভাবকরাও সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে টাকা পয়সা খরচ করতে পিছ পাঁ হন না। কারণ, সত্যিকার অর্থেই বিদেশে পড়াশুনার ভবিষ্যৎ দেশে পড়াশুনার চেয়ে অনেক বেশি উজ্জ্বল।
কিন্তু বিদেশে গিয়ে কোন সাবজেক্ট পড়লে সবচাইতে উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব তা যেমন অনেক ছাত্র-ছাত্রীই জানে না, তেমনি জানেন না অনেক অভিভাবকই। আসলে আমাদের অধিকাংশেরই মাথায় একটা জিনিস সবচেয়ে বেশি কাজ করে যে, বিদেশে পড়তে পারলেই হলো।
কিন্তু না, শুধু পড়তে পারলেই হলো না, বরং ভাল কোন সাবজেক্টে পড়তে পারলেই ভাল হবে। আর এমনই একটি সাবজেক্ট হচ্ছে ক্রিমিনাল জাস্টিস। এই সাবজেক্টে ব্যাচেলর, মাস্টার্সসহ আরো নানা রকম ডিগ্রি রয়েছে। আর খুবই আনন্দের বিষয় যে অনলাইনেও ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি নেয়ার ব্যবস্থা রয়েছে। ডিগ্রি পাওয়ার পর রয়েছে লোভনীয় চাকরির সুযোগ।
ক্রিমিনোলোজি রিলেটেড অনেক চাকরির ক্ষেত্রেই বিদেশের একটি হাইস্কুল ডিপ্লোমা কিংবা জিইডই যথেষ্ট। এ রকম কিছু চাকরি হচ্ছে ডিসপ্যাচার্স, কারেকশনাল অফিসার, পুলিশ অফিসার ইত্যাদি। তথাপি, আরো উচ্চমানের চাকরি, যেমন ল’ এনফোর্সমেন্ট অফিসারের জন্যে এডিশানাল একাডেমী ট্রেইনিং প্রয়োজন।
অন্যদিকে, ফরেনসিক সায়েন্স টেকনিশিয়ানস্, প্রোবেশন এন্ড কমিউনিটি কন্ট্রোল অফিসার পদগুলোর জন্যে প্রয়োজন ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগ্রি। আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, যে চাকরি বা পদগুলোর কথা বলছি, এগুলো আমাদের দেশের জন্যে নয়।
চাকরির ক্ষেত্রে এই পদগুলো উন্নত বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে এবং এগুলোই ওই সব দেশের সবচেয়ে লোভনীয় চাকরির পদ। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ক্রিমিনোলোজির উপর পড়াশুনার পর যে-সব পদে চাকরি পাওয়া যায় সেগুলো হল-
- কারেকশন অফিসার
- ফিশ এন্ড গেম ওয়ার্ডন্স
- ফরেনসিক সায়েন্স টেকনিশিয়ান
- পুলিশ অফিসার
- ডেফুটি শেরিফ
- ফায়ার ইনভেস্টিগেটর
- ফরেনসিক অ্যাকাউন্টেন্ট
- পুলিশ ডিটেকটিভ এন্ড ইনভেস্টিগেটর ইত্যাদি।
আর এ সব চাকরির মাসিক বেতন ৪২ হাজার ডলার থেকে শুরু করে ১৫৮ হাজার ডলার বা প্রায় ৩৪ লক্ষ থেকে শুরু করে ১ কোটি ৫০ লক্ষ পর্যন্ত।
সুতরাং, যদি বিদেশে গিয়ে পড়াশুনার চিন্তা করে থাকেন, তবে এই সব লোভনীয় চাকরিগুলোকেই আপনার টার্গেটে রাখা উচিৎ। আর এ-সব চাকরির জন্যেই ক্রিমিনোলোজির উপর পড়াশুনা করা উচিৎ এবং ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি নেয়া উচিৎ।
উল্লেখ্য, উপরোক্ত পদগুলোর মাঝে কোন পদটির জন্যে ঠিক কত ডলার বেতন দেয়া হয় তা নিয়ে পরবর্তীতে আরেকটি পোস্ট দেয়ার ইচ্ছে রয়েছে। সুতরাং, চোখ রাখুন হৈচৈ বাংলার অনলাইন এডুকেশন বিভাগে। আর ক্রিমিনাল জাস্টিস ডিগ্রির ভবিষ্যৎ নিয়ে লেখা এই পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব ও পরিচিত জনদের উৎসাহিত করুন এ বিষয়ে বিদেশে পড়াশুনার জন্যে।
Leave a Reply