পৃথিবীর উপরে ঘটতে যাচ্ছে এক মহাজাগতিক ঘটনা, ধেয়ে আসছে এমন এক ধুমকেতু যাকে মানুষের মাথার খুলির মত দেখাচ্ছে। উল্কার মত দ্রুত গতিতে ধুমকেতুটি পৃথিবীর দিকে ছুটে আসলে এতে তেমন ভয় পাবার কিছু নেই বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলছেন, ধুমকেতুটি পৃথিবীর বুকে আঁছড়ে পড়ার সম্ভাবণা নেই বরং এটি পৃথিবীর আশ-পাশ দিয়ে উড়ে চলে যাবে। কোথায় যাবে? মহাকাশের দিকে? এ নিয়ে রয়েছে সংশয়।
এদিকে, আরেক দল বিজ্ঞানী মনে করেন, এটি সমুদ্রে গিয়ে পড়ার সম্ভাবণা রয়েছে। যদি তাই হয়, তবে পৃথিবীর কোন স্থল অংশ ক্ষতিগ্রস্থ না হলেও সমুদ্রে আঁছড়ে পড়ার কারণে পৃথিবীর কোথাও কোথাও সুনামি দেখা দিতে পারে।
পাথর সদৃশ এই ধুমকেতুটির প্রথম দেখা মেলে ২০১৫ সালের ১০ই অক্টোবর। এটি প্রথম দেখে যুক্তরাস্ট্রের হাইয়াই ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। পরবর্তীতে নাসার বিজ্ঞানীরা এটি নিয়ে ব্যাপক গবেষনা করেন এবং এটির সাধারণ নাম দেন গ্রেট পাম্পকিন আর বৈজ্ঞানিক নাম দেন অ্যাস্ট্রয়েড ২০১৫, টিবি ১৪৫।
মুহাম্মদ সোহান says
অসাধারণ একটি তথ্য, এটি পৃথবীর জন্যে হুমকি না হলেও বেশ কৌতুহলী, সবারই জানা উচিৎ।