অনেক সময় এমন হয় যে, কোন কিছু ডাউনলোড করার পর সেটি খুঁজে বের করতে হয় এবং খুঁজতে গিয়ে বিরক্ত লাগে। সব ব্রাউজারের মত গুগল ক্রোমেও ডাউনলোড লোকেশন ডিফল্ট দেয়া আছে। উইন্ডোজের সঙ্গে সিংক করে নিয়ে আপনার ব্রাউজার অটোমেটিক ডাউনলোড ফোল্ডারে পাঠিয়ে দেয় আপনার ডাউনলোড করা যে কোন ফাইল।
আপনি যদি এই লোকশনটি পরিবর্তণ করতে চান, অর্থাৎ চান যে, ডাউনলোড করা ফাইলগুলো সব সময় আপনার নির্দিষ্ট্ করে দেয়া একটি ফোল্ডারে রাখবেন, তাহলে এই লেখাটি আপনাকে সাহায্য করবে। এরপর থেকে আপনি যখনই কোন কিছু ডাউনলোড করবেন, সেটি আপনার ঠিক করে দেয়া ফোল্ডারেই গিয়ে জমা হবে।
স্টেপ-১: প্রথমেই গুগল ক্রোম ওপেন করে নিন। এরপর ডান পাশের উপরের কর্ণারে থাকা ৩টি বুলেটের উপর ক্লিক করুন।
স্টেপ-২: এবার ক্লিক করার পর ওপেন হওয়া পপ-আপ উইন্ডো থেকে সেটিংস্ এ ক্লিক করুন।
স্টেপ-৩: সেটিংস্ এ ক্লিক করলেই নতুন করে আলাদা একটি উইন্ডো খুলবে যা নিচের দিকে অনেক বড়। কাজেই, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন এবং দেখুন সবশেষে Advance লেখা রয়েছে। এই লেখাটির উপর ক্লিক করুন, পেজটি এক্সপান্ড হবে।
স্টেপ-৪: পেজটি এক্সপান্ড হলে নিচের দিকে এসে দেখুন ডাউনলোড নামে একটা বিভাগ রয়েছে।
ডানপাশের Change অপশনটিতে ক্লিক করুন। Change লেখাটার ওপর ক্লিক করলে আপনার পিসির ফোল্ডারগুলো শো করবে। সুতরাং, যে ফোল্ডারে ডাউনলোড করতে চান, সে ফোল্ডারটি সিলেক্ট করে দিন।
ব্যস্, এখন থেকে আপনি যা কিছু ডাউনলোড করবেন, সেগুলোর সবটিই আপনার সিলেক্ট করে দেয়া ফোল্ডারে গিয়ে জমা হয়ে থাকবে।
খেয়াল করে দেখুন, এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনি যদি চান যে, বিভিন্ন সময় বিভিন্ন ফোল্ডারে ডাউনলোড করবেন, এটা অনেক সময়ই দরকার হয়, তাহলে দেখুন Change লেখাটার নিচে এই অপশনটি অন/ অফ করার বাটন রয়েছে। জাস্ট বাটনটি ডান পাশে টেনে অন করে দিন।
Leave a Reply