কানাডার সরকারের দেয়া স্কলারশিপ নিয়ে আপনিও যেতে পারেন কানাডায়, নিতে পারেন উচ্চতর ডিগ্রি, গড়তে পারেন উজ্জ্বল ক্যারিয়ার। ভ্যানিয়ের কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ চালু হয় ২০০৮ সালে।
কানাডার সরকার এই স্কলারশিপ চালু করে ওয়ার্ল্ড ক্লাস ডক্টোরাল স্টুডেন্ট তৈরি, কানাডাকে রিসার্চ এবং হাইয়ার লানিং এর জন্যে গ্লোবাল সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে।
কানাডাসহ বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে প্রতি বছর ১৬৬ জনকে এই স্কলারশিপ দেয়া হয়। স্কলারশিপ দেয়া হয় ৩ বছরের জন্যে যেখানে প্রতি বছর একজন ছাত্র বা ছাত্রীকে ৫০ হাজার ডলার প্রদান করা হয়। অর্থাৎ, ৩ বছরে একজন স্টুডেন্ট পড়াশুনার জন্যে কানাডা সরকারের পক্ষ থেকে ১ লাখ ৫০ হাজার ডলার পেয়ে থাকে।
যে-সব বিষয়ের জন্যে স্কলারশিপ দেয়া হয়, সেগুলো হল-
- সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস
- ন্যাচারাল সায়েন্স
- ইঞ্জিনিয়ারিং
- হেলথ্
স্কলারশিপ নিয়ে কানাডা সরকারের যে-সব প্রতিষ্ঠানে পড়াশুনা করতে পারবেন-
- কানাডিয়ান ইনস্টিউট অব হেলথ্ এন্ড রিসার্চ (সিআইএইচআর)
- সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস রিসার্চ কাউন্সিল (এসএসএইচআরসি)
- ন্যাচারাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল (এনএসইআরসি)
- স্কলারশিপের জন্যে ৩টি সিলেকশন কাইটেরিয়া রয়েছে, এগুলো হল-
- একাডেমিক এক্সিল্যান্স
- রিসার্চ পোটেন্সিয়াল ও
- লিডারশিপ
আবেদনের শেষ তারিখ: নভেম্বর ২০১৮ থেকে মার্চ ২০১৯
আবেদনের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে নমিনেশন প্রসেস পেজটি ভিজিট করুন। কিভাবে নমিনেশন দেয়া হয় এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সে-সব সম্পর্কে বিস্তারিত জানতে নমিনেশন ইনস্ট্রাকশন পেজটি ভিজিট করুন।
Maksuduzzaman says
I want to complite Vanier Canada graduate Scholership…
টি আই অন্তর says
Do it, hope you will get it. Know more by visiting the source links which are added to the article.