টিভির রিমোর্ট নিয়ে ভাই-বোনের কাড়া-কাড়ির বিষয়টি কারো অজানা নয়। আপনিও অবশ্যই এ রকম পরিস্থিতে পড়েছেন যে, আপনার ছোট ভাই বা বোনটি কোন একটা মজার মুভি দেখছে আর অন্যদিকে অন্য কোন চ্যানেলে আপনার কোন প্রিয় দলের খেলা চলছে, অথচ দেখতে পারছেন না। কি অসহ্য যন্ত্রণা! তাই না?
আরা যারা বিবাহিত, তাদের যন্ত্রণাতো আর বেশি।ওয়াইফ বসে বসে হিন্দি সিরিয়াল দেখছে, আর হাজবেন্ড তার প্রিয় চ্যানেলের প্রিয় প্রোগ্রামটি দেখতে পারছে না। এটা বাংলাদেশের প্রায় প্রতি ঘরেই হচ্ছে।
আপনি যদি ওই রকম একজন হয়ে থাকেন, যে কিনা অন্যজনের কারণে রিমোট হাতে নেয়ার সুযোগ পান না, তবে আপনাকে রিমোট ছাড়াই টিভির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়ার উপায় জানিয়ে দিতেই হৈচৈ বাংলার আজকের এই পোস্ট।
ধরুণ, আপনারা ভাই-বোন, কিংবা বন্ধু-বান্ধব মিলে এক সঙ্গে টিভি দেখছেন। কিন্তু রিমোট রয়েছে এমন একজনের হাতে যে কিনা বারবার নিজের পছন্দের চ্যানেলেই ঘোরাঘুরি করছে। কেমন হবে যদি তার হাত থেকে রিমোট না নিয়েও আপনি চ্যানেল পরিবর্তণ করে দিতে পারেন! চলে যেতে পারেন আপনার পছন্দের চ্যানেল ও প্রোগ্রামে!
নিশ্চয়ই অসাধারণ হবে, চমকে যাবে আপনার বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যরা। তাদের কাছে মনে হবে আপনি কোন যাদু শিখে এসেছেন। হুম, এই যাদুকরী কাজটি করতে আপনার প্রয়োজন হবে একটি রিমোট কন্ট্রোল অ্যান্ড্রয়েড অ্যাপ।
অ্যান্ড্রয়েড রিমোট কন্ট্রোল অ্যাপ
অ্যান্ড্রয়েড ফোন দিয়ে টিভির রিমোট কন্ট্রোলের জন্যে বেশ কিছু অ্যাপ রয়েছে। আপনার জন্যে এখানে সেরা ৫টি অ্যাপ নিয়ে আলোচনা করছি। যদিও আপনার একটি অ্যাপই যথেষ্ট্য, তবু একাধিক অ্যাপ লিংক দিচ্ছি যাতে আপনি চেক করে সবচেয়ে ভাল এবং প্রয়োজনীয়টি বাছাই করে নিতে পারেন।
Mi Remote controller
শুধু টিভিই নয়, Mi Remote controller দিয়ে আপনি এয়ার কন্ডিশন, সেট টপ বক্স, ডিভিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, এমনকি ক্যামেরাও কন্ট্রোল করতে পারবেন। তবে এটি সব ব্র্যান্ড সাপোর্ট করে না। যে সব ব্র্যান্ড সাপোর্ট করে, সেগুলো হল-স্যামসাং, এলজি, সনি, প্যানাসনিক, শার্প, মাইক্রোম্যাক্স, হেয়ার।
টিভি রিমোর কন্ট্রোলিংয়ের সময়, এই অ্যাপটি দিয়ে আপনি আপনার পছন্দের চ্যানেল ও প্রোগ্রাম মার্ক করে রাখতে পারবেন। পরবর্তীতে খুব সহজেই আপনার পছন্দের চ্যানেল বা প্রোগ্রামে দ্রুত সুইচ করতে পারবেন।
Peel Smart Remote
রবেন। ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল ও লাইভ বা স্ট্রিমড্ টিভি লিস্টিং এর কম্বিনেশনে আপনার টিভি দেখার অভিজ্ঞতাকে পরিবর্তণ করে দেবে Peel Smart Remote।
অভিজ্ঞ এই রিমোট কন্ট্রোল অ্যাপটি দিয়ে আপনি টিভি, সেট টপ বক্স, ডিভিডি প্লেয়ার, অডিও সিস্টেম, এমনকি আপনার ঘর বা অফিসের এসিও কন্ট্রোল করতে পারবেন।
আপনার আগের দেখা টিভি প্রোগ্রাম, মুভিসহ যাবতীয় সব পছন্দের অনুষ্ঠানকে এই অ্যাপটি তার মেমোরিতে জমা করে রাখবে এবং প্রয়োজনের মুহূর্তে আপনাকে সেগুলো সাজেস্ট করবে। এমনকি, আপনি খুব সহজেই যে কোন প্রিয় প্রোগ্রাম এই অ্যাপটি দিয়েই বের করে নিতে পারবেন।
স্মার্টফোন দিয়ে টিভি ও এসি কন্ট্রোল করার জন্যে অসংখ্য অ্যাপ রয়েছে প্লে-স্টোরে। আমি তার সবগুলো নিয়ে লিখিনি, যেহেতু আপনার সবগুলো প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সেরাটির। তাই, এখানে মাত্র ২টি অ্যাপ নিয়ে আলোচনা করলাম, যার যে কোনটি দিয়ে আপনি আপনার বাসা বা অফিসের টিভি ও এসিসহ যাবতীয় অনেক ইলেকট্রোনিক্স যন্ত্র কন্ট্রোল করতে পারবেন।
Leave a Reply