কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন, আড্ডার সময় প্রসঙ্গক্রমে এক বন্ধু জানতে চাইলো – এই, তোর উচ্চতা কতরে…। আপনি উত্তর দিতে পারলেন না। কারণ, কখনো হয়তো নিজের উচ্চতা মেপে দেখেননি। কিংবা হয়তো অনেক আগে মেপে দেখেছেন, এখন মনে নেই।
কি করবেন, কিভাবে এখন নিজের কিংবা অন্যের উচ্চতা মাপবেন? আড্ডা দিতে আসার সময় তো আর ইঞ্চি-টেপ নিয়ে আসেননি! হাতের কাছে তো পাওয়ার উপায় নেই!
কিন্তু তবু উপায় একটা রয়েছে আর সেটা হচ্ছে আপনার হাতের স্মার্টফোনের ব্যবহার। লাগবে একটি দূর্দান্ত অ্যাপ, যার নাম Smart Measure। ছবির নিচে ডাউনলোড লিংক, ক্লিক করে যান প্লে-স্টোরে আর ডাউনলোড করে শুরু করুন সহজে দূরত্ব ও উচ্চতা মাপা।
ত্রিকোনমিতির সূত্র প্রয়োগ করে যে কোন টার্গেটের দুরত্ব ও উচ্চতা নিখুঁভাবে মেপে দিতে পারে এই অ্যাপটি। এটি দিয়ে উচ্চতা বা দূরত্ব মাপা খুবই সহজ। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উঠে দাঁড়াতে হবে আর অ্যাপটির ক্যামেরা শাটার অন করতে হবে।
তবে মনে রাখতে হবে, আপনি যে জিনিসটির দূরত্ব বা উচ্চতা মাপবেন, আপনার ক্যামেরার টার্গেট করতে হবে সে জিনিসটির গ্রাউন্ড, অবজেক্ট নয়।
টার্গেট করার পর, উচ্চতা মাপতে চাইলে Height বাটনে ক্লিক করতে হবে। আর দূরত্ব মাপতে চাইলে Distance বাটনে ক্লিক করতে হবে।
অ্যাপটি তৈরি করেছে Smart Tools co, প্লে-স্টোর থেকে এটি এ যাবৎ 131,436 বার ডাউনলোড করা হয়েছে।
Leave a Reply