প্রত্যেক ফুটবলারই শিরোপা জিততে মুখিয়ে থাকেন। কিন্তু এদের মধ্যেই কারও কারও শিরোপা সংখ্যা চোখ কপালে তুলে দেয়! সবচেয়ে বেশি শিরোপা জেতা ১০ ফুটবলার সম্পর্কে জেনে নিতে পারেন আজ।
বিভিন্ন ক্লাবের পাশাপাশি দেশের হয়েও জেতা শিরোপা সংখ্যা হিসেব করে সবচেয়ে বেশি শিরোপা জেতা ১০ ফুটবলার এর তালিকা করা হয়েছে।
দানি আলভেজ (ব্রাজিল)
বার্সা, সেভিয়া, বাহিয়া, জুভেন্টাস, পিএসজি এই পাঁচ ক্লাবের হয়ে জিতেছেন ৩৬টি শিরোপা আর জাতীয় দলের হয়ে ৩টি। মোট ৩৯টি শিরোপা জিতেছেন ৩৫ বছর বয়সী এই রাইটব্যাক।
ওলেকসান্ডার শোকোভস্কি (রাশিয়া)
উয়েফা চ্যাম্পিয়ন লিগে ১০০টি ম্যাচ খেলেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটি জেতেননি এমন খেলোয়াড়দের একজন রাশিয়ান গোলকিপার শোকোভস্কি। পুরো ক্যারিয়ার ডায়নামো জাগরেব এ কাটিয়েছেন। জিতেছেন ৩৬টি শিরোপা।
আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন)
বার্সার মাঝ মাঠের প্রাণ ভোমরা ইনিয়েস্তা বার্সায় জিতেছেন ৩২টি শিরোপা। আর স্পেনের হয়ে টানা ইউরো-বিশ্বকাপ-ইউরো জিতেছেন। মোট শিরোপা ৩৫টি।
রায়ান গিগস (ওয়েলস)
স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্য জিতেছিলেন ১৩ টি প্রিমিয়ার লিগ শিরোপা! সারাজীবন খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। মোট শিরোপা ৩৪টি ।
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
ক্যারিয়ারের ৩৩টি শিরোপার সব কয়টিই জিতেছেন বার্সেলোনার হয়ে। পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী “ক্ষুদে জাদুকর” বার্সেলোনার হয়ে দুইবার জিতেছেন ট্রেবল।
ম্যাক্সওয়েল (ব্রাজিল)
ক্রুজেইরো, বার্সেলোনা, পিএসজির, আয়াক্স, ইন্টারের হয়ে খেলা এই ব্রাজিলিয়ান জিতেছেন মোট ৩৩ টি শিরোপা।
জেরার্ড পিকে (স্পেন)
পিকে বার্সেলোনার হয়ে জিতেছেন ২৭টি শিরোপা, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩টি, স্পেনের হয়ে ২টি। মোট ৩২টি শিরোপা জিতেছেন পিকে।
জলাতান ইব্রাহিমোভিচ (সুইডেন)
ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, ইন্টার, পিএসজি, মিলান, আয়াক্স, জুভেন্টাস, লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে খেলা ইব্রাহিমোভিচ ক্যারিয়ারের মোট শিরোপা জিতেছেন ৩১টি।
বিইতর বাইয়া (পর্তুগাল)
বার্সেলোনার সাবেক গোলকিপার। ক্যারিয়ারের বেশিরভাগটাই কাটিয়েছেন পোর্তোতে। শিরোপা সংখ্যা ৩০টি।
কেনি দালগ্লিশ (২৯)
সেল্টিক ও লিভারপুলের সাবেক এই খেলোয়াড়ের শিরোপা সংখ্যা ২৯টি।
এই ছিল, সবচেয়ে বেশি শিরোপা জেতা ১০ ফুটবলার এর তালিকা। আশা করি, এ তালিকাটি আপনার ভাল লেগেছে আর আপনার প্রোপাইলে তালিকাটি শেয়ার করে অন্যদের জানাতে ভুুলবেন না।
Leave a Reply