পিসির পারফর্মেন্স ঠিক রাখা জরুরী, নৈলে পারফর্মেন্স হারাতে হারাতে এক সময় নষ্ট হয়ে যেতে পারে। অনেক কারণেই পিসি নষ্ট হয়ে যেতে পারে কিংবা পারর্ফমেন্স হারাতে পারে। তার মাঝ থেকে সচরাচর ঘটা ৬টি কারণ জেনে নিন। এ ৬টি কারণ যদি আপনার মধ্যেও থেকে থাকে, তবে আপনার পিসি আপনাকে অপছন্দ করতে পারে।
পিসি আপনাকে অপছন্দ করে এটা আবার কেমন কথা! পিসি কি সত্যিই কাউকে পছন্দ কিংবা অপছন্দ করার ক্ষমতা রাখে? হা এটাই সত্য। আপনার পারসোনাল কম্পিউটার যদিও জড় পদার্থ কিন্তু তারও ভাললাগা কিংবা খারাপলাগা বলতে কিছু একটা আছে। আজকে সে-সব কারণেই আমরা অনুসন্ধান করে বের করব।
যারা সারাদিন পিসি নিয়ে পড়ে থাকেন, কম্পিউটারকে ভালবাসেন তাদেরকে কি আদৌ কম্পিউটার কি ভালবাসে? এই প্রশ্নের উত্তর পাবেন আমার আজকের এই পোস্টের বিস্তারিত বর্ননায়।
তাহলে চলুন আর জটিল না করে এবার আসল কথাতেই যাই, জেনে নেই কেন আপনার পিসি আপনাকে অপছন্দ করে, যে-সব কারণে আপনার পিসি পারফর্মেন্স হারাতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে।
সফটওয়্যার আপডেট না করা
যদি আপনার প্রশ্নটি হয় আমার পিসি কেন সব সময় স্লো হয়ে যায়? সে প্রশ্নের উত্তর জানতে আপনাকে যেতে হবে সফটওয়্যার আপডেট স্কিনে। সেখানে গেলেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। উত্তরটা কি? আপনার পিসি স্লো হওয়ার কারণ আপনি পিসির সফটওয়্যারগুলো আপডেট করেননি।
শত শত সফটওয়্যার আপডেট না করেই রেখে দিয়েছেন আপনি। কিন্তু সফটওয়্যার আপডেট পিসির জন্য খুব গুরুত্বপূর্ণ। সফটওয়্যার আপডেট না করার অর্থই আপনি পিসিকে নতুন নতুন ফিচার থেকে বঞ্চিত করছেন যা পিসির একদম পছন্দ নই। এতে পিসির পারফরমেন্সও কমে যায় এবং এমন এক সময় আসে যখন পিসি নষ্ট হওয়ার পর্যায়ে চলে যায়।
সিপিউতে ধুলাবালি জমা
আমার এখনো মনে আছে আমার এক পরিচিত বন্ধু কখনোই তার পিসিকে পরিস্কার করতো না। যেমন আছে, সব সময় তেমনি রেখে দিত। যদি আপনার পিসির অকাল মৃত্যু না চান, তাহলে মনে রাখবেন ধুলাবালি আর ইলেকট্রনিক্স জিনিস কখনো এক সাথে যায় না।
সিপিউর ফ্যানে জমে থাকা ধুলাবালি থাকার ফলে ফ্যানের স্পিড কমে যায়। যে কারণে পিসি অনেকক্ষণ চালানোর পর ঠান্ডা হতে বেশ সময় নেয়। এমনকি, প্রায় সময়ই ধূলোবালি জমে গিয়ে কুলিং বন্ধ হয়ে যায় কিংবা একেবারেই নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আপনি পিসিকে সব সময় পরিস্কার রাখতে পারেন, তাহলে এই সমস্যা হয় না। পিসির লাইফটাইমও অনেক বেড়ে যায়।
যে কোন ফাইল ডাউনলোড করা
আমরা যখন পিসিতে কোন কিছু ডাউনলোড করি, তখন শুধুমাত্র ডাউনলোডের দিকেই ফোকাস করে থাকি। কোন ধরণের ফাইল ডাউনলোড করি, তার সোর্স ফাইল কি সে-সব নিয়ে মাথা ঘামাই না। যে সাইট থেকে ডাউনলোড করি, সে সাইটটি আদৌ বিশ্বস্ত কিনা যাছাই করি না। সেই সাইটের সার্ভারে ম্যালওয়্যার আছি কিনা সে সব নিয়েও চিন্তা করি না।
কিন্তু আপনার এই ভুলটি আপনার পিসির জন্য ক্ষতির কারণ। এভাবে না জেনে ফাইল ডাউনলোড করতে গিয়ে আপনার অজান্তেই অনেক ম্যালওয়্যার সহজে পিসিকে আক্রমণ করতে পারে। এভাবেই র্যানসমওয়্যারের মতো ভাইরাসও মানুষের পিসি আক্রমণ করে থাকে।
হার্ডওয়্যারে আবর্জনার ভান্ডার
ডাটা রেখে হার্ড ড্রাইভকে আপনি চাইলে ফুল করে রাখতে পারেন, আবার খালি করেও রাখতে পারেন, এটা পুরোপুরি আপনার উপর। কিন্তু সব সময় যদি হার্ড ড্রাইভ ফুল করে রাখেন, তাহলে আপনার কম্পিউটার এই আচরণ কখনো মেনে নিবে না। তার উপর যদি আপনার ডাটাগুলো হয় ট্যাম্পরারি ফাইল, তাহলে তো কথায় নাই। এই অবস্থায় সিস্টেম রিস্টোর করতেও কিছু স্পেসের প্রয়োজন হয়।
আপনার হার্ড ড্রাইভে এভাবে অপ্রয়োজনীয় ডাটা থাকলে তা যেমন একদিকে এন্টিভাইরাস সফটওয়্যারের জন্য জটিল হয়ে দাঁড়ায়, তেমনি আপনার পিসির স্পিডও স্লো হয়ে যায়। ভালভাবে কাজ করার জন্য পিসিতে অবশ্যই কিছু স্পেস সব সময় খালি রাখা উচিৎ৷ বিশেষজ্ঞদের মতে, ১০-১৫% স্পেস সব সময় খালি থাকা দরকার।
পিসির স্টার্ট করতে হাজার সফটওয়্যার
শিরোনামে হাজার সফটওয়্যার উল্লেখ করলাম যেটা কৌতুক ছিল! কিন্তু এটা সত্য যে, আপনার পিসির স্টার্ট আপেই অনেকগুলো সফটওয়্যার থাকে। আর এখানেও আপনি সেই প্রশ্নটির উত্তরেই আমি বলব আপনার পিসির স্লো হওয়ার অন্যতম কারণ স্টার্ট আপে অনেক সফটওয়্যার রাখা যা অপ্রোয়োজনীয়। যে কারণে পিসি ওপেন হতেই অনেক টাইম লাগে।
আর অলসতার কারণে যদি সেসব অপ্রোয়োজনীয় সফটওয়্যার ডিসেবল না করেন, তাহলে আপনার পিসি আপনার সাথে রাগ করতেই পারে। যদি আপনি মাইক্রোসফট টেন ইউজার হন, তাহলে খুব সহজেই স্টার্টআপ প্রোগ্রাম ডিসেবল করতে পারবেন।
কীভাবে করবেন?
খুব সোজা টাস্ক ম্যানেজারে গিয়ে একটা স্টার্ট আপ লেখা অপশন পাবেন, সেখানে গিয়ে দেখবেন যেসব প্রোগ্রাম স্টার্ট আপে চালু আছে সেগুলো এনেভল লেখা থাকবে। আপনার কাজ দেখে দেখে যেসব প্রোগ্রাম স্টার্টআপে দরকার নাই, সে-সব প্রোগ্রাম ডিসেবল করে দিন। আমি বলব খুব বেশি দরকার না হলে প্রায় সব প্রোগ্রামই ডিসেবল করে রাখুন।
ঠিকভাবে পিসি শাটডাউন/রিস্টার্ট না করা
অনেকেই পিসি ব্যবহার করে সঠিকভাবে রিস্টার্ট অথবা শাটডাউন করতে পারে না, ফলে পিসি সেখানেই থেকে যায়। ঠিকভাবে অফ না হওয়ার কারণে অনেকসময় পিসির স্বাভাবিক অবস্থা নষ্ট হয়। অন্যদিকে রিস্টার্ট করলে আপনার র্যাম নতুন করে কাজ শুরু করে। এর মাধ্যমে সিষ্টেম নতুন ভাবে সতেজ হয় এবং পিসির র্যাম লিকেজ হলে সেই সমস্যাও সমাধান করে।
এজন্য রিস্টার্ট এবং শার্টডাউন করার সময় একটু সর্তক হয়ে দেখুন ঠিকমত রিস্টার্ট হয়েছে কিনা অথবা পিসি পুরোপুরিভাবে অফ হয়েছে কিনা।
উপরে উল্লেখিত কারণগুলোর একটিও যদি আপনি করে থাকেন, তাহলে জেনে রাখুন আপনার পিসি আপনাকে অপছন্দ করে। এজন্য ভালবাসার পিসিকে খুশি করতে কোন প্রকার অলসতা ছাড়াই উপরের কাজগুলো করুন নিয়মিত। আশা করি, আজকের এই লেখা থেকে পিসির যত্ন নেয়ার ব্যাপারে নতুন কিছু জেনেছেন।
Leave a Reply