নিরাপত্তার ক্ষেত্রে ইথিক্যাল হ্যাকিং শেখার প্রয়োজনীয়তা ও তথ্য ও প্রযুক্তিতে এর ব্যবহার বরাবরই সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। সাম্প্রতিক সময়ে বিশ্বের অনেক বড় বড় কোম্পানীও নিরাপত্তাজনিত ত্রুটির কারণে বিড়ম্বনার শিকার হয়েছে। ফলাফল স্বরুপ আমরা বলতে পারি যে, বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন পেশার জন্য নিজেকে প্রস্তুত করার উপায় হচ্ছে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং শেখা।
সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করতে আগ্রহী হলে অবশ্যই আপনাকে আগে জানতে হবে হ্যাকাররা কিভাবে হ্যাক করে। আর ইথিক্যাল হ্যাকিং এর মূল উদ্দেশ্যই থাকে কোন প্রতিষ্ঠানকে সাহায্য করার উদ্দেশ্যে তাদের সিস্টেম হ্যাক করা এবং নিরাপত্তা জনিত ত্রুটি সমূহ সম্পর্কে তাদের অবগত করা। তাছাড়া এই সময়ের যতগুলি পেশাতে সর্বোচ্চ বেতন বা সম্মানি প্রদান করা হয়, তার মধ্যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা একজন ইথিক্যাল হ্যাকারের স্থান অন্যতম।
ইথিক্যাল হ্যাকিং শেখার প্রয়োজনীয়তা
ডিজিটালাইজেশনের এই যুগে ইন্টারনেট বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তের মানুষগুলোকে কাছে নিয়ে এসেছে। কিন্তু একই সাথে এটি অনলাইনে নিরাপত্তা জনিত অনেক ঝুঁকির সম্ভাবণাও বাড়িয়ে দিয়েছে যা সম্পর্কে এর আগে আমাদের কোন ধারণাই ছিল না।
ইন্টারনেটে লক্ষ লক্ষ এমন সব সফট্ওয়্যার ছড়িয়ে ছিটিয়ে আছে যা ইনষ্টল করলে ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত হবেই। তাই, নিজেদের নিরাপত্তা নিশ্চিতকরণ সম্পর্কে সবাই কম বেশি উদ্বিঘ্ন থাকে। যার ফলে একজন ইথিক্যাল হ্যাকারের চাহিদা এখন অনলাইনের বাজারে সবচেয়ে বেশি। তাই, চলুন জেনে নেওয়া যাক ঠিক কি কি কারণে আপনার ইথিক্যাল হ্যাকিং শেখা প্রয়োজন।
সময়ের চাহিদা সম্পন্ন পেশা
কিছুদিন আগেও অনেক কোম্পানীর মালিকগণ তাদের কোম্পানীর উন্নতি এবং উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে হলে যে নিরাপত্তার দিকগুলো নিয়ে ভাবতে হবে সে ব্যাপারে সচেতন ছিলেন না। এমনকি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও তারা উদাসীন ছিলেন। এমনও অনেক কোম্পানী রয়েছে যারা কখনো হ্যাকিং এর শিকার হয়নি। ফলে তারা ভেবে থাকেন যে তাদের ওয়েবসাইটটি যথেষ্ট নিরাপদ।
কিন্তু সাম্প্রতিক সময়ে বড় বড় কোম্পানীগুলো হ্যাকিং এর শিকার হওয়াতে এখন তারাও তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে। প্রায় প্রতিটি কোম্পানী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা ইথিক্যাল হ্যাকার নিয়োগ করতে আগ্রহী। যাতে তারা তাদের নিরাপত্তার ত্রুটি সম্পর্কে অবগত হয়ে সেগুলির সঠিক সমাধান করতে পারেন। আর এর জন্য তারা অনেক মোটা অঙ্কের পারিশ্রমিক প্রদান করতেও পিছু পা হচ্ছেন না। যে ৭টি ফ্রিল্যান্সিং পেশা থেকে বিপুল পরিমাণ আয় করা যায়, সেগুলোর মধ্যে সাইবার সিকিউরিটি অন্যতম।
তাই সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন পেশাগুলির মধ্যে একটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে আপনার অবশ্যই এখনই ইথিক্যাল হ্যাকিং শেখা উচিৎ।
সময় এবং অর্থের সঠিক ব্যবহার
বর্তমান শিক্ষা ব্যবস্থায় এমন হাজারো বিভাগ রয়েছে যেগুলো আপনাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখালেও চাকরির যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরে সেগুলোকে বাস্তবিক কোন কাজে লাগানো দুষ্কর হয়ে পড়ে। এক্ষেত্রে অবশ্যই ইথিক্যাল হ্যাকিং আমার দৃষ্টিতে অন্যান্য যে কোন শিক্ষার চাইতে অনেক বেশি যুগোপযোগী।
এ ধরনের শিক্ষায় আপনাকে কিভাবে একটি কোম্পানীর নিরাপত্তা জনিত ত্রুটিগুলো খুঁজে বের করে লাভজনক সম্মানি প্রাপ্তির মাধ্যমে তাদের নিরাপত্তা ত্রুটিগুলিকে সমাধান করে দেওয়া হয় তা শেখানো হয়। তাছাড়া সুনামধম্য যে কোন কোম্পানী শুধুমাত্র অন্য কোন প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির উপর তাদের নিরাপত্তার দায়িত্ব ছেড়ে না দিয়ে এমন কাউকে নিয়োগ করতে আগ্রহী যার কাজই হবে উক্ত কোম্পানীর নিরাপত্তা ত্রুটিগুলোকে খুঁজে বের করে সেগুলিকে সমাধান করা।
এছাড়া এ ধরনের শিক্ষা গ্রহণে গতানুগতিক শিক্ষা গ্রহণের চাইতে অনেক কম অর্থ বিনিয়োগ করতে হয়। এ কারণে আপনি যদি চান যে স্বল্প বিনিয়োগের মাধ্যমে বাস্তবিক কোন শিক্ষা গ্রহণ করে নিজের কর্মজীবন শুরু করবেন, তাহলে ইথিক্যাল হ্যাকিং শিক্ষা আপনার জন্য আদর্শ।
যেভাবে শিখবেন:-
আপনি যদি কোন ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন, তাহলে খুবই ভালো কথা। আর যদি কোন কারণে সেটি সম্ভব না হয়, তাহলে অনলাইনে অনেক ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শেখা সম্ভব। ইথিক্যাল হ্যাকিং শেখার ৩টি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন আর এগুলো থেকে ফ্রিতে শিখতে থাকুন।
আমাদের সমাজে এমন বহু মানুষ রয়েছেন যারা পেশা হিসেবে ইথিক্যাল হ্যাকিং এর গুরুত্ব ও ইথিক্যাল হ্যাকিং শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে এখনো অবগত নন। তবে কেউ অবগত নন তার মানে এই নয় যে উক্ত পেশার কোন সম্ভাবনা নেই।
যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে প্রায় প্রতিটি দেশ থেকেই অভিজ্ঞ সাইবার সিকিউরিটি এক্সপার্টরা বেরিয়ে আসছে। তাই দেরি না করে আজ থেকেই আপনার সাইবার সিকিউরিটি ও ইথিক্যাল হ্যাকিং জগতে আপনার শিক্ষাজীবন শুরু করে দিন আর নিশ্চিত করুন সুখী-সমৃদ্ধ এবং প্রতিষ্ঠিত জীবন।
Leave a Reply