সোশ্যাল মিডিয়া বললেই সবার একটা নামেই আগে মাথায় আসে আর তা হল ফেইসবুক। কিন্তু ফেইসবুকের চেয়েও আরও ভাল সোশ্যাল মিডিয়া যে আছে সেটা কি জানেন? হ্যাঁ, সেটি হচ্ছে লিংকডইন।
লিংকডইন সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, সেটা হল যাদের জবের জন্য মামা-চাচা নেই, তাদের জন্য লিংকডইন আছে। কিন্তু আমাদের দেশের অনেকেই এখনো এই সোশ্যাল মিডিয়ার ভাল দিক ও ব্যবহার সম্পর্কে জানে না। কাজেই জেনে নিন লিংকডইন ব্যবহার করে চাকরি পাবেন কিভাবে।
আপনি যদি সদ্য গ্রেজুয়েশন শেষ করে থাকেন আর চারদিকে একটা চাকুরীর জন্য দিনরাত কাঁতরাতে থাকেন, তাহলে একমাত্র লিংকডইনেই পারে আপনার কাজটি সহজ করে দিতে।
তাহলে চলুন জেনে নেই যে ১১টি কারণে আপনার লিংকডইন ব্যবহার করা উচিত।
কেন লিংকডইন ব্যবহার করা উচিত
বিশ্বাস বাড়ানোর জন্য লিংকডইন
হয়তো আপনি উবারে গাড়ি ভাড়া দিয়ে আয় করে থাকবেন বা গাড়ি ভাড়া নিয়ে থাকবেন কিংবা ব্যবহার করে থাকবেন এডিডাসের জুতা। আচ্ছা এই উবারকে আপনি কেন হায়ার করছেন? তার কারণ আপনি উবারকে বিশ্বাস করেন। আপনি জানেন তারা ঠিকমত আপনাকে গন্তব্যে পৌঁছায় দিবে। একইভাবে এডিডাসের জুতা পরছেন। কারণ, আপনি এই কোম্পানিকে বিশ্বাস করেন।
তেমনি লিংকডইন এমন একটি বিশ্বস্ত প্লাটফর্ম যেখানে কোম্পানির মালিকও বিশ্বাস করেন এখানে যাদের প্রোফাইল আছে এবং যাদের সিলেক্ট করা হচ্ছে, তারা কাজের জন্য উপযুক্ত। আর এই জন্যই লিংকডইনের প্রোফাইল খুব গুরুত্বপূর্ন। এখন নিউজিল্যান্ডের প্রায় অর্ধেক মানুষই লিংকডইন ইউজ করছে এবং তারা লিংকডইন থেকেই নিজেদের কোম্পানীর জন্যে উপযুক্ত লোক খুঁজতে ভালবাসে।
দুনিয়ার সব জব এখানে
লিংকডইন বর্তমানে চাকুরীজীবি এবং বিভিন্ন এজেন্সীর কাছে খুব জনপ্রিয় একটি সোশ্যাল সাইট হয়ে উঠেছে। আপনি কি জানেন বিভিন্ন এজেন্সী প্রতিষ্ঠান তাদের কোম্পানির জন্য আপনার লিংকডইন প্রোফাইলটি চেক করতে পারে? হ্যাঁ, এটা সত্যিই ঘটছে। লিংকডইন তাদের কাছেও ভাল কর্মী নেয়ার একটি বড় প্লাটফর্ম। এখানে খুব সহজেই ভাল মেধাবী ফ্রেসার খুঁজে পাওয়া যায়।
নেটওয়ার্কের বাইরে ডিস্ট্রিবিউটার এবং প্রোভাইডার
লিংকডইন যদিও অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্যতিক্রম, কিন্তু এখানেও আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই আপনার তথ্যকে দেশ কিংবা দেশের বাইরে ছড়িয়ে দিতে পারবেন। যোগাযোগ করতে পারবেন ফরেনারদের সাথে। ফলে এই নেটওয়ার্ক থেকে পেতে পারেন আপনার প্রয়োজনীয় কিছু মানুষকে।
সবচেয়ে অ্যাকটিভ নেটওয়ার্ক
২০১৪ সালে করা এক পরিসংখ্যাণ থেকে জানা যায়, সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিংকডইন। হ্যাঁ, আপনি যে ফেসবুক নিয়ে সারাদিন পড়ে থাকেন, সেই ফেসবুকের চেয়েও জনপ্রিয় এবং একটিভ মেম্বার এখানেই পাবেন।
এখানে প্রায় ৯৪% রিক্রুইটার এবং ৩৬% জব সিকার প্রতিনিয়ত একটিভ থাকে। এইজন্যই বাংলাতে একটা কথা এখন বেশি প্রচলিত, যাদের জবের লবিং নাই, তাদের জন্য লিংকডইন আছে।
নিজেকে সবসময় আপডেট রাখা
প্রতিনিয়ত আপনার আশে-পাশে কি হচ্ছে, সে বিষয়ে আপনি এখানে জানতে পারবেন আপনার নেটওয়ার্ক থেকে। এই কারণে লিংকডইনে কখনো সময় নষ্ট হয় না। সারাদিন স্মার্টফোনে ফেইসবুক কিংবা টুইটারে থাকার চেয়ে এখানে ১০ মিনিট ব্যয় করাও ভাল। তবে, চাইলে আপনি স্মার্টফোনের প্রোডাক্টিভ ব্যবহার করে বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারেন।
ভাল কনটেন্ট
আপনার কাজে লাগবে এবং আপনার পেশার সাথে যুক্ত এমন দরকারী কনেন্টের কোন অভাব এখানে নাই। আপনি যদি সফটওয়্যার কোম্পানিতে চাকুরী করেন আর এখানে সফটওয়্যার নিয়ে কাজ করে এমন মানুষের একটি নেটওয়ার্ক তৈরী করতে পারেন, তাহলে আপনি সফটওয়্যার নিয়ে সারাদিন অনেক নতুন নতুন বিষয় জানতে পারবেন।
বড় কোম্পানির ম্যানেজার
এই একটা বিষয় খুব ভাল লাগে যে বড় বড় কোম্পানির সিইও থেকে শুরু করে তাদের কর্মকর্তা কর্মচারীকে এখানে পাবেন। ফলে আপনি সহজেই তাদের নেটওয়ার্কে যুক্ত হয়ে তাদের সাথে নিজেকে কানেক্ট করতে পারেন। চিন্তা করুন আপনি যে কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানির সিইও এই লিংকডইনে আপনাকে নেয়ার জন্য বসে আছে।
ট্যালেন্ট আবিষ্কার
একমাত্র লিংকডইন এমন একটি প্লাটফর্ম যেখানে ট্যালেন্ট আবিষ্কার করা সম্ভব। একদিকে যেমন আপনি যে কাজের জন্য মানুষ খুঁজছেন, সে কাজের মানুষ এখানে পাবেন। অন্যদিকে, আপনার যে বিষয়ে পড়াশোনা সে বিষয়ে যদি আপনার সিভি খুব বেশি পাওয়ারফুল হয়, তাহলে চাকুরী আপনাকে খুঁজতে হবে না। এখানে আপনাকেই চাকুরীর জন্য অন্যরা খুঁজে নিবে।
এমনকি, বাংলাদেশ থেকে যারা এখন নাসায় কিংবা মাইক্রোসফট প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের অনেকেই এই সোশ্যাল মিডিয়া থেকেই উঠে এসেছেন।
গুগল করলেই আপনাকে পাবে
আপনার কোন ক্লায়েন্ট কিংবা কোন কোম্পানির কর্ম-কর্তারা আপনার নাম গুগল করলেই সহজে আপনাকে পেয়ে যাবে৷ আর তারা যখন আপনার সুন্দরভাবে সাজানো গোছানো প্রোফাইল দেখবে, তখন তারাও আপনার প্রতি বেশি ইন্টারেস্ট হবে।
রেকমেন্ডেশন ও সাপোর্ট
লিংকডইনের সবচেয়ে ভাল দিক হল, আপনার প্রোফাইল আরও বেশি সাপোর্ট দেয়ার জন্য, আরও বেশি বিশ্বস্ত করে তোলার জন্য, এখানে রিকমেন্ডেশনের একটি অপশন আছে। কোন কোম্পানির মালিক কিংবা সমাজের নামীদামি লোক আপনাকে এখানে রিকোমেন্ড করতে পারবে৷
ধরুন, আপনার প্রোফাইলে যদি মার্ক জুকারবার্গ এসে আপনার সম্পর্কে একটা সুপারিশ পত্র লিখে, তাহলে কে আপনাকে চাকুরীতে নিবে না? ১০০% শিউর আপনি ভাল কোন কোম্পানিতে জব পাবেন।
আনলিমিটেড পারসোনাল ব্র্যান্ডিং টুল
অনলাইনে নিজেকে ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে লিংকডইনের সাথে কারও তুলনা হয় না। এখানে আপনার সকল যোগ্যতা, প্রতিভা ও মেধা খুব সহজেই সবার কাছে হাইলাইট করতে পারবেন। ফলে সহজেই যে কেউ আপনার প্রতি ইন্টারেস্টেড হবে।
আমাদের দেশের সবাই এখনো এই মিডিয়া নিয়ে জানে না। যে কারণে অনেক বড় বড় সুযোগ আমিরা মিস করছি৷ তাই সবার এগিয়ে আসা উচিৎ, এখনি সময় ফেইসবুকে অযথা সময় নষ্ট না করে এই প্লাটফর্মে এসে নিজের ক্যারিয়ার গড়া।
আশা করি, লিংকডইন সম্পর্কে এই লেখা থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভাল লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে তারাও লিংকডইন ব্যবহার করা শুরু করে। আর লিংকডইন সম্পর্কে আরো জানার থাকলে কমেন্ট করবেন।
মো. আল-আমিন ইসলাম says
লিংডইন সম্পর্কে নতুন কিছু জানা হল, ভাল লাগলো।